চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার জনের। তা নিয়ে রাজ্য জুড়ে শোরগোল। ইতিমধ্য়েই এই ইস্য﷽ুকে কাজে লাগিয়ে বিজেপি সুর চড়াতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় মিটিং মিছিল হচ্ছে। কালীঘাট চলো হয়েছে। তার মধ্য়েই এবার পালটা মিছিলের ডাক দিল তৃণমূল। তবে তৃণমূলের এই মিছিলকে ঘিরে তীব্র কটাক্ষ করেছেন 🎃রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, এই যে ২৬ হাজার শিক্ষক, শিক্ষাকর্মীর চাকরি চলে গেল. তাদের পাশে থাকতে মুখ্য়মন্ত্রীর তাঁর মতো করে লড়াই চালাবেন, তাঁদের পাশে থাকার চেষ্টা করবেন পাশাপাশি এই যে চক্রান্তের বিরুদ্ধে, ষড়যন্🦋ত্রের বিরুদ্ধে তৃণমূলের ছাত্র যুবদের একটি মিছিলের নির্দেশ দিয়েছেন🌊 রাজ্য সভাপতি সুব্রত বক্সি। আগামী ৯ এপ্রিল বিকেল ৩টে থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত চাকরি খাওয়ার প্রতিবাদ জানিয়ে ছাত্র যুবদের মিছিল হবে। সমস্ত জেলায় প্রতিটি ব্লকে, প্রতিটি টাউনে ছাত্রযুবদের মিছিল হবে।
কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লিখেছেন, ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রত্যেক জেলা, ব♍্লক/ওয়ার্ড ও টাউনে ছাত্র যুবদের প্রতিবাদ মিছিল সংঘটিত হবে ১১ এপ্রিল শুক্রবার।
তবে এবার শুভেন্দু অধিকারী বলেন, 'মুখ্যমন্ত্রী𝔉 ৭ হাজার লোককে কার্ড দিয়েছেন। তার মানে ১৯ হাজারকে অযোগ্য বলছেন। আমি দেখলাম ৯তারিখে তৃণমূলের যুব শাখা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবে। এতো ঠিক চোর মচায়ে শোরের মতো। ঠিক যেভাবে অভয়াকান্ডে নিজে তথ্য় প্রমাণ লোপাট করে উই ওয়ান্ট জাস্টিসের ব্যানার নিয়ে হেঁটেছিলেন এভাবেই মুভমেন্টে নামাতে চাইছেন। বাংলা সব দেখছে। শুভেন্দু বলেন, মমতা সব জানেন।.. যেদিন সুপ্রিম কোর্টে স্টে দিল সেদিন তিনি ভিকট্রি দেখিয়েছিলেন। অতিরিক্ত শূন্যপ💯দ তৈরি করেছেন… জেলে যাবেন. ব্যাগ গোছান।' এবিপি আনন্দ সংবাদমাধ্যমে তীব্র কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
তবে এই যে ২৬ হাজারের চাকরি গিয়েছে তারপরে কিছুটা হলেও অস্বস্তিতে শাসকদল, আর সেই ড্যামেজ কন্ট্রোলে ফের রাস্তায় নামার উদ্যোগ নিচ্ছে তৃণমূল, এসব দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছে সেই আরজিকর কাণ্ডের কথা। সেই সময়ও উত্তাল হয়েছিল বাংলা। রাজনীতির♛ ব্যানার ছেড়ে সেই সময় রাস্তায় নেমেছিলেন আমজনতা। আর সেই সময় ঠিক একই ভাবে ড্যামেজ কন্ট্রোলে নেমেছিলেন তৃণমূলের নেতারা। যখন দেশ জুড়ে উঠেছিল নিন্দার ঝড় তখন দেখা গিয়েছিল তৃণমূলও উই ওয়ান্ট জাস্টিস লিখে মিছিল বের করছে। এবারও একেবারে সেই একই ফর্মুলা। তৃণমূল জানিয়েছে, আগামী ৯ এপ্রিল বিকেল ৩টে থেকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত চাকরি খাওয়ার প্রতিবাদ জানিয়ে ছাত্র🧸 যুবদের মিছিল হবে।