কলিঙ্গ সুপার কাপ ২০২৫-এ আদৌ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল, মোহনবাগান? তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। কারণ দুই দল তাদের প্রথম ম্যাচ জিতলে, তবেই কোয়ার্টার ফাইনালে দুই প্রধান মুখোমুখি হতে পারে। একমাত্র তখনই কলকাতার ডার্বির দা𝓰মামা বাজতে পারে। তা না হলে, কোনও একটি দল প্রথম ম্যাচ হেরে গেলেই, ডার্বির আর কোনও সম্ভাবনা থাকবে না।
মোট ১৬টি দল এই ☂প্রতিযোগিতায় অংশ নেবে। এর মধ্যে আইএসএলের ১৩টি দলই সুপার কাপে খেলবে। এ ছাড়া আই লিগের প্রথম তিনটি দল খেলার সুযোগ পেয়েছে। সুপার কাপের পঞ্চম আসর বসতে চলেছে ২০ এপ্রিল থেকে, ভুবনেশ্বরে। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে ৩ মে। সোমবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানিয়েছে, এবারের আসরটিও প্রথম দু'বারের মতো সরাসরি নকআউট ফরম্যাটে অনুষ্ঠিত হবে। তৃতীয় ও চতুর্থ সুপার কাপে যেমন গ্রুপ পর্ব এবং নকআউট- মিলিত ফরম্যাটে হয়েছিল, এ বার তা হচ্ছে না।
টুর্নামেন্ট শুরু হবে সর𒅌াসরি প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে। ২০ এপ্রিল প্রথম ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স এফসি। সে দিনই আবার আইএসএল শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে আই-লিগের তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। কলকাতার আর এক আইএসএল দল মহমেডান এসসি প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র।
দুই প্রধান যদি তাদের প্রথম ম্যাচ জেতে, তবে ২৬ এপ্রিলের কোয়ার্টার ফাইনালে ইস্ট-মোহনের দ্বৈরথ 🎉হবে। অন্যদিকে, মহমেডান কোয়ার্টার ফাইনালে উঠলে মুখোমুখি হতে পারে জামশেদপুর এফসি ꦆঅথবা হায়দরাবাদ এফসি-র। টুর্নামেন্টের দুই সেমিফাইনালই হবে ৩০ এপ্রিল এবং ফাইনাল ৩ মে।
আরও পড়ুন: ব্যাট হাতে প্রভাব൲ ফেলতে না পারলে… CSK-র কিংবদন্তি ধোনির অবসর নিয়ে চাঞ্চল্যকর দাবি PBKS কোচের
সুপার কাপ ২০২৫-এর সূচি:
২০ এপ্রিল: কেরল বনাম ইস্টবেঙ্গল (দুপুর ৪.৩০টা)
২০ এপ্রিল: মোহনবাগান বনাম আই লি🤡গের ক্লাব (রাত ৮টা)
২১ এপ্রিল: গোয়া ব🅠নাম আই লিগের ক্লাব (দুপুর ৪.৩০টা♛),
২১ এপ্রিল: ওড়িশা বনাম পঞ্জাব এফসি (রাত ৮টা)
২৩ এপ্রিল: বেঙ্💧গালুরু বনাম আই লিগের ক্লাব (দুপুর൲ ৪.৩০টা)
২৩ এপ্রিল: মুম্বই বনাম চেন্নাইয়িন (রাত ৮টা)
২৪ এপ্রিল: নর্থইস্🍷ট ইউনাইটেড বনাম মহমেডান (দু🔯পুর ৪.৩০টা)
২৪ এপ্রিল: জামশেদপুর বনাম হায়দরাবাদ (রাত ৮টা)
২৬ এপ্রিল: ২টি কোয়ার্টার ফাইনাল
২৭ এপ্রিল: ২টি কোয়ার্টার ফাইনাল
৩০ এপ্রিল: ২টি সেমিফাইনাল
৩মে: ফাইনাল
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।