বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন, এমনটা বলা যাবে না মোটেও। আইপিএলের প্রথম ৩ ম্যাচে সাকুল্যে ২টি উইকেট নিয়েছেন সুনীল নারিন। যদিও তুলনায় আঁটোসাটো বোলিং করেছেন ক্যারিবিয়ান তারকা। তবে গত মরশুমে কেকেআরের আইপিএল চ্যাম্পিয়ন হওয়🌄ার অন্যতম কারণ ছিল সুনীল নারিনের ব্যাটিং। ফিল সল্টের সঙ্গে নারিনের ওপেনিং জুটি সুপারহিট হতেই জমে যায় ছবি।
উল্লেখযোগ্য বিষয় হল, সল্ট এবছর স্কোয়াডে নেই। তাঁর জায়গায় দলে ঢোকা কুইন্টন ডি'কক কেকেআরের হয়ে ওপেন করতে নামছেন এ🔯বছর। প্রোটিয়া তারকা একটি ম্যাচে বড় ইনিংস খেললেও ধারাবাহিকতা দেখানে পারছেন না। এদিতে সুনীল নারিনকে ওপেনে রংচটা দেখাচ্ছে। অর্থাৎ, চলতি আইপিএলে কলকাতার ওপেনিং জুটি এখনও পর্যন্ত সুপার ফ্লপ।
ডিককᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ চার ম্যাচে মাঠে নেমে সংগ্রহ করেছেন যথাক্রমে ৪, অপরাজিত ৯৭, ১ ও ১ রান। নারিন ৩টি ম্যাচে ওপেন করতে নেমে সংগ্রহ করেছেন যথাক্রমে ৪৪, ০ ও ৭ রান। এমন পরিস্থিতিতಞে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হোম ম্যাচে কেকেআর ওপেনিং জুটি বদলাতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছিল।
তবে কেকেআরের সহকারী কোচ ওটিস গিবসন সোমবার সেই সম্ভাবনায় জল ঢালেন। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে গিবসন স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁরা সুনিল নারিনের ব্যাটিং ফর্ম নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন। তাই ওপেনিং জুটি বদলানোর কোনও পরিকল্পনা নেই🦩 দলের।
নারিনের ফর্ম প্রসঙ্𝔍গে গিবসন বলেন, ‘সুনীল নারিনের ফর্ম মোটেও দুশ্চিন্তার বিষয় নয়। টুর্নামেন্ট সবে মাত্র শুরু হয়েছে। ও নেটে প্রচুর পরিশ্রম করছে। আমরা সবাই জানি যে,🎐 নিজের দিনে ও একার হাতে বিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিতে পারে। তাই ওপেনিং জুটি বদলানোর কোনও পরিকল্পনা নেই।’
মঙ্গলবার ইডেনে লখনউয়ের বিরুদ্ধে বিকালের ম্যাচেও যে কলকাতা বাড়তি স্পিনার নিয়ে মাঠে নামতে পারে, সেটা বোঝা যায় গিবসনের কথায়। কেননা তিনি বৈভব আরোরার প্রশংসা করতে🔯 গিয়ে স্পষ্ট জানান যে, বৈভবের জন্যই স্পেনসার জনসেনর মতো আন্তর্জাতিক পেসারকে বসিয়ে বাড়তি স্পিনার খেলাতে পারছে কেকেআর।
গিবসনের কথায়, ‘বৈভব দুর♛্দান্ত বল করছে। সেই কারণেই আমরা একজন বাড়তি স্পিনারকে জায়গা করে দিতে স্পেনসার জনসনের মতো আন্তর্জাতিক বোলারকে বসানোর সাহস দেখাতে পারছি। বৈভব-হর্ষিত দু’জনেই ভালো খেলছে। সব কিছু যাতে ঠিকঠাক হয়, তা নিশ্চিত করচে বৈভব ব্র্যাভো ও অরুণের সঙ্গে বিস্তর ঘাম ঝরাচ্ছে।'
উল্লেখ্♏য, ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গত ম্যাচে কেকেআর স্পেনসার জনসনকে বসিয়ে বাড়তি স্পিনার হিসেবে মইন আলিকে মাঠে নামায়। যদিও মইনকে এক ওভারও বল করায়নি নাইট রাইডার্স।