𒀰 আইপিএল ২০২৫-এ দিল্লির জার্সিতে প্রথমবার মাঠে নেমেই চমকে দেওয়া পারফর্ম্যান্স উপহার দিলেন আশুতোষ শর্মা। সোমবার লখনউয়ের বিরুদ্ধে চাপের মুখে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন ২৬ বছরের ডানহাতি ব্যাটার। টেল এন্ডারদের নিয়ে লড়াই চালিয়ে শেষমেশ কার্যত হারা ম্যাচে জয় এনে দেন আশুতোষ।
🐓যদিও আইপিএলের মঞ্চে আশুতোষের নজর কাড়া এই প্রথম নয়। বরং গত বছরেই পঞ্জাব কিংসের হয়ে মাঠে নেমে তিনি বুঝিয়ে দেন যে, সুযোগ ও সমর্থন পেলে কী করে দেখাতে পারেন। শেষমেশ আইপিএলে নিজের প্রতিভার সেরা ঝলক তুলে ধরেন আশুতোষ।
ꦏপঞ্জাব তাঁকে এবছর স্কোয়াডে ধরে রাখেনি। তাদের এই ভুলের ফসল তোলে দিল্লি ক্যাপিটালস। তারা মেগা নিলাম থেকে ৩০ লক্ষ টাকার আশুতোষকে কেনে ৩ কোটি ৮০ লক্ষ টাকায়। আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচেই ভারতের এই ঘরোয়া ক্রিকেটার ফ্র্য়াঞ্চাইজির আস্থার মর্যাদা রাখেন।
♏সোমবার বিশাখাপত্তনমে টস জিতে লখনউ সুপার জায়ান্টসকে শুরুতে ব্যাট করতে পাঠায় দিল্লি ক্যাপিটালস। লখনউ একসময় আড়াইশো রানের গণ্ডি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করে। তবে শেষমেশ সুপার জায়ান্টসকে ২০৯ রানে আকটে রাখে দিল্লি।
✱পালটা ব্যাট করতে নেমে ক্যাপিটাসল মাত্র ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে। তারা ৬ উইকেট হারায় দলগত ১১৩ রানের মাথায়। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দিল্লি ২১১ রান তুলে ম্যাচ জেতে একেবারে শেষ ওভারে। তাও ৯ উইকেট হারানোর পরে জয় হাতে আসে ক্যাপিটালসের।
✨আশুতোষ দিল্লির প্রথম একাদশে ছিলেন না। তিনি ক্যাপিটালসের হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সাত নম্বরে ব্যাট করতে নামেন। লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমেই ক্রিজে ঝড় তোলেন আশুতোষ। তিনি ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। শেষমেশ ৩১ বলে ৬৬ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন শর্মা। এমন মারকাটারি ইনিংসে আশুতোষ ৫টি চার ও ৫টি ছক্কা মারেন।
কার জন্য সুইচ হিট সেলিব্রেশন আশুতোষের?
🐭১৯.৩ ওভারে শাহবাজ আহমেদের বলে বিশাল ছক্কা হাঁকিয়ে দিল্লির জয় নিশ্চিত করার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়েন আশুতোষ। তিনি হাঁটু গেড়ে বলে সুইচ হিটের ইঙ্গিত করেন সেলিব্রেশনের সময়। আসলে আশুতোষ এক্ষেত্রে সুইচ হিটের মাস্টার দিল্লির মেন্টর কেভিন পিটারসেনের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন। তিনি ডাগ-আউটের দিকে বারবার আঙুল তুলে পিটারসেনের নজর কাড়তে চান। যদিও কেপি এক্ষেত্রে রুদ্ধশ্বাস জয়ের পরে ডাগ-আউটে খেলোয়াড়দের থেকেও বেশি উচ্ছ্বসিত ছিলেন। তিনি দলের সাপোর্ট স্টাফদের জড়িয়ে ধরে সেলিব্রেশনে মাতেন।
🌃পরে আশুতোষকেও জড়িয়ে ধরে অভিনন্দন জানান পিটারসেন। তিনি পিঠ চাপড়ে উদ্দীপ্ত করেন তরুণ ভারতীয় ক্রিকেটারকে। বেশ কিছুক্ষণ আশুতষের সঙ্গে আলাদা করে কথাও বলতে দেখা যায় ব্রিটিশ তারকাকে।