বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2025: হাইলি সাসপিশাস! চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া বিদেশিরা আইপিএলের আগে সুপার ফিট

IPL 2025: হাইলি সাসপিশাস! চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া বিদেশিরা আইপিএলের আগে সুপার ফিট

প্রশ্ন উঠতে শুরু করেছে যে, তবে কি ক্রিকেটারদের প্রায়োরিটি বদলাচ্ছে? ছবি- আইপিএল।

IPL 2025: চোট পাওয়া ক্রিকেটারদের আইপিএলের আগে ফিট হয়ে ওঠার তাগিদ নিয়েই এক্ষেত্রে প্রশ্ন তুলছেন নেটিজেনরা, তবে কি ক্রিকেটারদের প্রায়োরিটি বদলাচ্ছে?

📖 ফুটবল বিশ্বে ক্লাব বনাম দেশের দ্বন্দ্ব দীর্ঘদিনের। নামি তারকাদের অনেক সময়ই দেশের হয়ে মাঠে নামার জন্য ছাড়তে চায় না বড় ক্লাবগুলি। ক্রিকেটে তেমনটা দেখা যেত না সচরাচর। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমার যুগে ফুটবলের সেই চেনা ছবি এবার দেখা যাচ্ছে ক্রিকেটেও। বিশেষ করে আইপিএলের মতো বড় ফ্র্যাঞ্চাইজি লিগে বিপুল অর্থের হাতছানি থাকায় ক্রিকেটাররা জাতীয় কর্তব্য এড়িয়ে যাওয়ার মানসিকতা দেখাচ্ছেন অধুনা।

♏সম্প্রতি বহু ক্রিকেটারকেই জাতীয় দলের চুক্তি থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবেন বলে। জেসন রয় থেকে ট্রেন্ট বোল্ট পর্যন্ত তালিকাটা নিতান্ত ছোট নয়। এমনকি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেশি টাকা কামানোর সুযোগ রয়েছে বলে আন্তর্জাতিক ক্রিকেটের বিশেষ কোনও ফর্ম্যাট থেকে অবসর নিতেও দেখা গিয়েছে একাধিক তারকাকে। কুইন্টন ডি'কক তো স্পষ্টই জানিয়ে দেন যে, কেরিয়ারের শেষ বেলায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে যত বেশি সম্ভব অর্থ উপার্জন করতে চাওয়া তাঁর কাছে অন্যায় কাজ নয়। যদিও ভারতীয় ক্রিকেটে এমন কোনও প্রভাব পড়েনি এখনও। কেননা অবসরের আগে পর্যন্ত ভারতীয় ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতেই পারেন না। ভারতীয় ক্রিকেট থেকে অবসর নেওয়া মানে আইপিএল খেলার সুযোগও শেষ।

👍আইপিএলের চুক্তি ক্রিকেটারদের কাছে কতটা লোভনীয়, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই যার পরোক্ষ প্রভাবও দেখা গিয়েছে বলে মনে হওয়া অস্বাভাবিক নয়। কোনও তরফেই স্পষ্ট করে কেউ স্বীকার করবেন না। তবে কিছু বিষয় ক্রিকেটপ্রেমীদের ভাবাচ্ছে নিশ্চিত। আসলে চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে না পারা বেশ কিছু বিদেশি সুপারস্টার কোন জাদুবলে আইপিএলের ঠিক আগে ম্যাচ ফিট হয়ে উঠলেন, তার সদুত্তর পাওয়া মুশকিল। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএলের মাঝে দু'সপ্তাহেরও ব্যবধান ছিল না। আসলে সকলের চোটের প্রকৃতি এক ছিল না। চোট পাওয়ার সময়ও ভিন্ন। তবে সবাই কার্যত একই সময়ে ফিট হয়ে ওঠেন। আরও উল্লেখযোগ্য বিষয় হল, সকলেই যে ম্যাচের মাঝে চোট পেয়েছেন, এমনটাও নয়। কয়েকজন চোট নিয়েই দেশের হয়ে খেলছিলেন। তবে সম্ভবত আইপিএলের আগে সুস্থ হয়ে ওঠা দরকার বলে মনে হয় তাঁদের। সব দেখে শুনে নেটিজেনরা ঘুরিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন এই সব বিদেশি তারকাদের নিয়ে। সোশ্যাল মিডিয়ায় এমনও মিম ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফির সময় হুইল চেয়ারে বসা ক্রিকেটাররা আইপিএলের আগে উঠে দৌড়চ্ছেন।

🌊আরও পড়ুন:- IPL 2025: ‘তাড়াতাড়ি পালা’, ইডেনে মাঠে ঢুকে পড়া ভক্তকে বুকে টেন নিয়ে কী বলেন কোহলি, জানা গেল এতদিনে

🃏এবছর চোটের জন্য মিনি বিশ্বকাপে মাঠে নামতে পারেননি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, জোশ হেজেলউড, মিচেল মার্শ। ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নেন মিচেল স্টার্ক। ফলে কার্যত আধা শক্তির দল নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিতান্ত মন্দ খেলেনি অস্ট্রেলিয়া। তবে তুলনায় দুর্বল দল নিয়ে অজিদের পক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আইসিসি ইভেন্ট জেতা যে সম্ভব ছিল না, সেটা বোঝা যায় আগেই।

ﷺপ্যাট কামিন্স আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দেন। তাঁকে ১৮ কোটি টাকার বিশাল অর্থে স্কোয়াডে রিটেন করে হায়দরাবাদ। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের হয়ে মাঠে না নামলেও আইপিএলের আগে তাঁর গোড়ালির চোট সেরে যায়। আইপিএলের প্রথম ম্যাচ থেকেই সানরাইজার্সের হয়ে মাঠে নামেন তিনি।

😼হেজেলউডকে ১২ কোটি ৫০ লক্ষ টাকার মোটা অঙ্কে দলে নেয় আরসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামতে পারেননি অজি পেসার। তবে আইপিএলের আগে তাঁর হিপ ইনজুরি সেরে যায় এবং তিনি আরসিবির হয়ে প্রথম ম্যাচ থেকেই মাঠে নামেন।

𒀰মিচেল মার্চকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। পিঠের চোট সেরে যাওয়ায় তিনি আইপিএলের শুরু থেকেই মাঠে নামছেন লখনউয়ের হয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে স্টার্কের সরে দাঁড়ানোর ব্যক্তিগত কারণ যাই থাক না কেন ১১ কোটি ৭৫ লক্ষ টাকায় দিল্লিতে যোগ দেওয়া অজি পেসার আইপিএলের শুরু থেকেই মাঠে নামছেন।

♑আরও পড়ুন:- DC vs LSG IPL 2025: এমন 'মিনি হার্ট অ্যাটাক' হতেই থাকবে, লখনউকে হারিয়ে দিল্লি সমর্থকদের নিশ্চিন্ত হতে মানা করলেন অক্ষর

💟১১ কোটি টাকায় পঞ্জাব কিংসে যোগ দেওয়া মার্কাস স্টইনিস তো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। তবে প্রাথমিক দল ঘোষণা হয়ে যাওয়ার পরে তিনি ওয়ান ডে ক্রিকেট থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়ে নেন। সুতরাং, চোট বাঁচিয়ে আইপিএলের আঙিনায় ঢুকতেই কি তারকা ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ান, নেটিজেনদের এমন প্রশ্ন তোলা নিতান্ত স্বাভাবিক। অথবা আইপিএলের আগে চোট যাতে বেড়ে না যায়, তাই দেশের হয়ে মাঠে নামার ঝুঁকি নাও নিতে পারেন বিদেশি সুপারস্টাররা। জাতীয় দলের হয়ে বরাবর দায়বদ্ধতা দেখানো এই সব ক্রিকেটারদের চোট যে ছিল না, এমন প্রশ্ন তোলা অমূলক। কেননা শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নয়, বরং অজি তারকারা তার আগেও দ্বিপাক্ষিক সিরিজে মাঠে নামতে পারেননি ফিট ছিলেন না বলেই। সুতরাং, চোটের ভান করে তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন, এমন দাবি যথার্থ হবে না। আসলে আইপিএলের আগে সকলের মাঠে ফেরার টার্গেটটাই এক্ষেত্রে নেটিজেনদের চোখে লাগছে বেশি করে।

𓄧ঠিক একইভাবে ইংল্যান্ডের জেকব বেথেল, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি ও এনরিখ নরকিয়া, নিউজিল্যান্ডের লকি ফার্গুসনরা চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যান। তবে তাঁরা ইতিমধ্যেই চোট সারিয়ে ঢুকে পড়েছেন আইপিএলের আঙিনায়। বিদেশি ক্রিকেট বোর্ডগুলির সামনে দেখা দিয়েছে এক নতুন সমস্যা। কেননা জোর করে ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা আটকানো সম্ভব নয় তাদের পক্ষে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড বিদেশি লিগে খেলার ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম করে। ঘরোয়া কাউন্টি দলের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা একই সময়ে অন্য কোনও বিদেশি লিগে যাতে না খেলতে পারেন, সেটা নিশ্চিত করাই ছিল তাদের উদ্দেশ্য। তবে তাতে হিতে বিপরীত ফল দেখা যাচ্ছে। অ্যালেক্স হেলস, মইন আলিরা ঘরোয়া ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবতেও কুণ্ঠা বোধ করেননি।

🍰আরও পড়ুন:- DC vs LSG: 'হতাশাজনক ফলাফল', হারতেই সোজা লখনউয়ের সাজঘরে গোয়েঙ্কা, গম্ভীর মুখে মালিকের কথা শুনলেন ক্রিকেটাররা- ভিডিয়ো

🔥সুতরাং, জোর করে আটকাতে গেলেই খেলোয়াড় হারাতে হবে, এই ভয় কাজ করতে পারে ক্রিকেট বোর্ডগুলির। সম্ভবত সেই কারণেই নিউজিল্যান্ড আইপিএলের সময় পাকিস্তানের বিরুদ্ধে হোম সিরিজ খেলে আইপিএল তারকাদের ছাড়াই। প্রথম সারির কিউয়ি তারকারা আইপিএলের আঙিনায় ঢুকে পড়ায় কার্যত দ্বিতীয় সারির দল নিয়ে আন্তর্জাতিক সিরিজ খেলা নিউজিল্যান্ডের অবশ্য এই প্রথম নয়। আরও উল্লেখযোগ্য বিষয় হল, আইপিএলের মতো সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারও বদলে গিয়েছে। আইপিএলের জন্য বিশেষ উইন্ডো করে দিতে হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে। এই সময় বড় কোনও দ্বিপাক্ষিক আন্তর্জাতিক টুর্নামেন্ট সচরাচর চোখে পড়ে না। আইপিএলের সূচির সঙ্গে আগু-পিছু আন্তর্জাতিক সূচির সংঘাত দেখা দিতে পারে। যার ফলে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই মাঝে মাঝে কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে হয় আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিকে। তবে আইপিএলের পিক সিজনে বড় আন্তর্জাতিক সূচি দেখা যায় না।

🔯সুতরাং, আন্তর্জাতিক ক্রিকেট মানচিত্রে আইপিএল তথা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলির স্পষ্ট প্রভাব দেখা যাচ্ছে। ভবিষ্যতে ফুটবলের মতো সরাসরি ক্লাব বনাম দেশের সংঘাত দেখা যায় কিনা, সেটাই হবে দেখার। বেশ কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির বিদেশি লিগেও দল রয়েছে এবং সেই পরিসর ক্রমশ বেড়েই চলেছে। তাই বিশেষ বিশেষ ক্রিকেটারকে নিজেদের সব লিগের জন্য ফ্র্যাঞ্চাইজিরা চুক্তিবদ্ধ করাতে শুরু করলে দেশের হয়ে খেলা ছাড়তে সুপারস্টাররা দ্বিতীয়বার নাও ভাবতে পারেন। আপাতত লুকোচুরির গোটা বিষয়টিই হাইলি সাসপিশাস মনে হচ্ছে নেটিজেনদের কাছে।

Latest News

♓সারেগামাপা জয়ী অতনুর সঙ্গে রয়েছে শঙ্কর মহাদেবনের বিশেষ যোগ! কী বলুন তো? 🎐ইউনুস সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ! হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা ⭕ইশানের থেকে কমলা টুপি ছিনিয়ে নিলেন পুরান, চলতি IPL-এ সর্বাধিক উইকেট নিয়েছেন কে? ꦚ'ভালো অনুষ্ঠান আশা…', নেটমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন পৌষালি, সমর্থন ইমনের!কী ঘটেছে? 🙈Bangla entertainment news live March 28, 2025 : Saregamapa-Atanu: সারেগামাপা বিজয়ী অতনুর প্রশংসায় পঞ্চমুখ শঙ্কর মহাদেবনের প্রতিষ্ঠান! কেন? ✅প্রকাশ্যে চেক ইন চেক আউটের প্রথম গান! 'বহু দূরে'-এর সঙ্গে জড়িয়ে সেলিম-সুলেমান হাসপাতালে ভর্তি রাজা তৃতীয় চার্লস! কী ঘটেছে? ꦐচুল, ত্বক ছাড়াও হার্টের ‘বন্ধু’! ৯ গুণে ভরপুর কারিপাতা, কখন খেলে সবচেয়ে লাভ? 🥃ব্যাটে ঝড় তোলা পুরানকে টপকে ম্যাচের সেরা শার্দুল- পুরস্কার তালিকা ও প্রাইজ মানি ♉'ভালো মিষ্টি ও চকোলেট দেব', কীভাবে অক্সফোর্ডে বিক্ষোভ সামলে ‘টাইগার’ হলেন মমতা?

IPL 2025 News in Bangla

🐲LSGর কাছে হেরে প্রতিপক্ষ বোলারদের প্রশংসায় কামিন্স! সঙ্গে দিলেন বদলার হুঙ্কার ⛄উপ্পলে চোখের নিমেষে অর্ধশতরান, মার্শ-হেডের যুগ্ম রেকর্ড ভেঙে চুরমার করলেন পুরান 😼গোয়েঙ্কার বদলার আগুনে পুড়ে খাক SRH! মোটে ১৬.১ ওভারে ১৯১ রান তাড়া করে জিতল LSG 💞কই ৩০০ রান তো হল না! গতবারের 'অত্যাচার' না ভুলে SRHকে চরম কটাক্ষ গোয়েঙ্কার LSGর ▨‘যত রানই করুক, আমরা চেজ করে নেব…’ কামিন্সকে সরাসরি চ্যালেঞ্জ পন্তের! টার্গেট ১৯১ 🌠রিজওয়ানের মতো সব সময় আউট চাইলে একবারও পাব না! পাক অধিনায়ককে খোঁচা ভারতীয় তারকার ♒‘এরকম পিচে বোলিং করলে, বোলারদের মনোবিদ নিয়ে ঘুরতে হবে’! BCCIকে খোঁচা অশ্বিনের? 📖সর্বত্র সুবিধা পাচ্ছে হোম দল, সাধু সাজছে CAB! লজ্জা হওয়া উচিত,খোঁচা নাইট ভক্তদের 💜‘অনেকে তো লাখ টাকারও বাজি ধরে’, KKR-এর গেমিং রুমে ‘বেটিংয়ের' হদিশ দিলেন রমনদীপ ꦏশাহরুখকে দেখার নেশায় রেলিং টপকে মাঠে ঢোকার চেষ্টা যুবকের, তারপর...?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
caco88