আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান বনা𒁏ম ইংল্যান্ডের ম্যাচে বড় রেকর্ড তৈরি হয়ে গেল। ২০০২ এবং ২০১৭ সালে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ডকে ইতিমধ্যেই ধরে ফেলল এবারের পাকিস্তান-দুবাইতে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি। আগে দুটি চ্যাম্পিয়ন্স ট্রফির সংস্করণে সর্বোচ্চ ১০টি করে শতরান হয়েছিল। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে ইব্রাহিম জাদরানের শতরানের পর এবারের এই সংস্করণের প্রথম ৮টি ম্যাচের মধ্যেই ১০টি শতরান হয়ে গেল।
আরও পড়ুন-FIH Pro League-এ চমক ভারতের! প্যারিস অলিম্পিক্সে সোনাজয়ী ন🦩েদারল্যান্ডসকে হারাল দীপꦆিকারা
দুই আইসিসি ইভেন্টে শতরান ইব্রাহিমের
আফগানিস্তান ক্রিকেট দলের প্রথম ব্যাটার হিসেবে একদিনের ℱবিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি, অর্থাৎ আইসিসির দুই সিমিত ওভারের ইভেন্টে শতরান করার নজির গড়লেন ইব্রাহিম জাদরান। জোফ্রা আর্চারের বলে যখন পরপর 🎉রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটলকা সাজঘরে ফিরলেন, তখনই ধৈর্য্যের পরীক্ষা দিয়ে দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনলেন এই ব্যাটার।
অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান
২০২৩ সালে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপে ছোট ✨খাটো দলের বিরুদ্ধে নয়, একাবারে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন ইব্রাহিম। এবার ক্রিকেটের আরেক ওডিআই বিশ্বচ্যাম্পিয়ন দল ইংল্যান্ডের বিরুদ্ধেও দুর্ধর্ষ ইনিংস খেললেন তিনি। একটা সময় মনে হচ্ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে হয়ত আফগানদের স্কোর ২৫০ টপকাবে না, কারণ অত্যন্ত কম রানেই (৩৭) ৩ উইকেট পড়ে গেছিল তাঁদের। টস জিতে ব্যাটিং করতে নেমে পরপর আফগানরা উইকেট হারালেও অত্যন্ত হিমশিতল মানসিকতার পরিচয় দিয়ে ✤৬৫ বলে নিজের অর্ধশতরান করেন জাদরান।
দুরন্ত জাদরানের ব্যাটিংয়ে ভালো জায়গায় আফগানিস্তান
সেখান থেকেই দুরন্ত ইনিংসে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানদের স্কোরকে ৩০০র গণ্ডি টপকে দেন। ১০৬ বলের মধ্যে নিজের শতরান পূরণ করার পর ১৩৫বলের মাথায় ওয়ান ডে ক্রিকেটে ১৫০ রানের গণ্ডিও টপকে যান এই আফগ꧃ান ব্যাটার। শতরার করার রাস্তায় তিনি মেরেছিলেন ছয়টি চার এবং তিনটি ওভারবাউন্ডারি। আর ১৫০ রান যখন করলেন তখন তাঁর বাউন্ডারির সংখ্যা দাঁড়ায় ১১ এবং ওভারবাউন্ডারি চারটি। আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান করলেন তিনি।
ইংল্যান্ডের ব্যাক টু ব্যাক ম্যাচে 150+ স্কোর
হাসমাতউল্লাহ শাহিদির সঙ্গে ১০৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন ইব্রাহিম, এটাই তাঁদের প্রথম। ৬৭ বলে ৪০ রান করে🦂 শাহিদি আউট হলে মাঠে নামেন আজমাতউল্লাহ ওমারজাই। ৩১ বলে ৪১ রান করে আউট হন ওমারজাই। ইংল্যান্ড দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবারে প্রথম ম্যাচেই নজর কেড়েছিল। কারণ তাঁদের ব্যাটার বেন ডাকেট আগের ম্যাচেই ১৫০+ স্কোর করেছিল। সেটাই ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ১৫০+ স্কোর। আর এই ম্যাচে তাঁদের বিরুদ্ধেই ইব্রাহিম জাদরান ১৫০+ স্কোর করল। শুধু তাই নয়, বেন ডাকেটের রেকর্ডও ভাঙলেন তিনি।
শেষ পর্যন্ত ১৪৬ বলে ১৭৭ রান করে থামলেন তিনি। লিয়াম লিভিংস্টোনের বলে ম্যাচের শেষ ওভারে তিনি আউট হন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এই রেকর্ডব্রেকিং ইনিংসে তিনি মারেন মোট ১২টি চার 🦄এবং ৬টি ছয়, স্ট্রাইক রেট ছিল ১২১। শেষদিকে ২৪ বলে ৪০ রান করেন মহম্মদ নবিও। নির্ধারিত ৫০ ওভারে আফগানিস্তানের স্কোর পৌঁছায় ৭ উইকেটে ৩২৫ রানে।