𓆉 টিআরপি তালিকাতে বর্তমানে দারুণ ফল করছে জি বংলার পরিণীতা ধারাবাহিক। আর শুধু পর্দায় যে ধামাকা তৈরি করছে এই মেগা তেমনটা নয়, মাতিয়ে রাখে সকলে মিলে শ্যুটিং ফ্লোরও। তবে এবার নাকি সিরিয়ালের হিরো রায়ান থুরি উদয় প্রতাপ সিং, সহকর্মীদের ফোন করে করে বলে দিল, তাঁরা যে কাজে না আসেন! কেন করলেন এমনটা?
🎃ভিডিয়োটি শেয়ার করেছেন রিয়াজ লস্কর। যাকে এখন দেখা যাচ্ছে মল্লারের চরিত্রে। আর উদয় পুরোটাই করে পয়লা এপ্রিল, অর্থাৎ এপ্রিল ফুল ডে-র প্র্যাঙ্ক হিসেবে। উদয় নিজে অবশ্য ফোনটা করেননি, করিয়েছিলেন প্রোগ্রামার সুমন নামের একটি ছেলেকে দিয়ে। আর ফোন যায় সুরভী মল্লিক, স্নেহা দাস, শৈলী ভট্টাচার্য (রাকা), সৌমিলি বিশ্বাসদের (পিমণি) কাছে। এঁরা যখন প্রায় পৌঁছে গিয়েছেন সেটে, বলা হয় শ্যুটে না আসতে।
আরও পড়ুন: ♏ভাইয়ের বিয়েতে কাজরা রে-তে ফাটিয়ে নাচ ঐশ্বর্য-অভিষেকের, মা-বাবাকে দেখে যা করল আরাধ্যাও
꧒স্বাভাবিকভাবে রেগে আগুন হয় সকলেই। এই গরমে মাঝরাস্তা থেকে বাড়ি ফেরার কথা শুনে বিরক্ত হয়ে, সুমন নামের ছেলেটিকেও শোনায় দু চার কথা। এরপর কিছুক্ষণ পরে, আবার তাঁদের ফোন করে বলা হয় আসতে হবে শ্যুটে। সকলে যখন রেগেমেগে যখন পৌঁছয় পরিণীতার ফ্লোরে, তখন জানা যায় এসবই আসলে এপ্রিল ফুল বানানোর পদ্ধতি। আর পুরোটাই করা হয়েছে উদয়ের কথা শুনে। ব্যস, দুমদাম মার খেয়ে যান উদয় কারও কাছে। তবে রাগটা ক্ষণিকের। তারপরই সবাই মিলে ফেটে পড়ে হাসিতে।
আরও পড়ুন: 𝓡১ মাসও হয়নি শুরু, দুগ্গামণি ও বাঘ মামা-য় নতুন হিরো, তাহলে কি পালটে যাচ্ছেন মানালি-র স্বামী রাহুল?
ꦉটিআরপি তালিকায় বর্তমনে দারুণ ফল করছে পরিণীতা। বিশেষ করে উদয় প্রতাপ সিং আর ইশানীচট্টোপাধ্যায় অর্থাৎ রায়ান-পারুলের জুটি এখন ধরাছোঁয়ার বাইরে। কদিন আগে এই ধারাবাহিককে বাগে আনতে স্টার জলসা আনে পররশুরাম আজকের নায়ক ধারাবাহিকটি। কিন্তু তাতেও সেভাবে টলানো যায়নি সিংহাসন।
আরও পড়ুন: 💖সলমন খানের ‘সিকন্দর’ বয়কটের দাবি তুলল মুসলিম অ্যাক্টিভিস্টরা! পিছনে আছে এই কারণ
𓃲গত সপ্তাহেও পরিণীতার রেটিং ছিল ৭.২। আর বিপরীতে থাকা স্টার জলসার পরশুরাম পায় ৬.৩। একদম শুরুর দিকে, উদয়কে নায়ক হিসেবে জানার পর ট্রোল করেছিল একাংশ। কারণ মিঠাই, নিম ফুলের মধু-র মতো ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে কাজ করেছিলেন তিনি। তবে কয়েক সপ্তাহ গড়াতেই নিজের যোগ্যতা প্রমাণ করে, নিন্দুকদের নাকে ঝামা ঘষেছেন উদয় প্রতাপ সিং!