Indian Cricket Team- BGTর হার থেকে শিক্ষা! ইংল্যান্ড সিরিজের আগে IPLর মাঝেই লাল বলে অনুশীলন বিরাটদের? প্ল্যান তৈরি
Updated: 25 Feb 2025, 10:15 PM ISTসাংবাদসংস্থা ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে আইপিএলের টানা দুমাস ধরে স্রেফ সাদা বলেই ক্রিকেটাররা খেলবে না, মাঝে লাল বলেও অনুশীলন করবেন কয়েকজন ভারতীয় ক্রিকেটার। এক্ষেত্রে বিসিসিআই ক্রিকেটারদের নির্দেশ দিতে পারে, যাতে আইপিএলের মাঝেই ক্রিকেটাররা লাল বলেও অনুশীলন করে।
পরবর্তী ফটো গ্যালারি