IOC New President: ইতিহাস গড়লেন কির্স্টি কোভেন্ট্রি। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) প্রথম মহিলা সভাপতি হলেন তিনি। এছাড়াও প্রথম আফ্রিকান মহিলা হিসাবে এই পদে নির্বাচিত হয়ে নতুন ইতিহাস লিখলেন কির্স্টি কোভেন্ট্রি। এরপরেই কির্স্টি কোভেন্ট্রিকে শুভেচ্ছা জানিয়েছেন 🔥আইসিসি-র চেয়ারম্যান জয় শাহ। Los Angeles 2028 অলিম্পিক গেমসে ক্রিকেটের কথা মনে করিয়ে দিয়েছಞে বিসিসিআই-এর প্রাক্তন সচিব। ভবিষ্যতে কির্স্টি কোভেন্ট্রির সঙ্গে কাজ করার কথাও বলেছেন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) প্রেসিডেন্ট নির্বাচ🍰িত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন কির্স্টি কোভেন্ট্রি। তিনি এই পদে♏ প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান। এই জয়কে কির্স্টি ‘একটি অসাধারণ মুহূর্ত’ বলে অভিহিত করেছেন।
৪১ বছর বয়সি কির্স্টি কোভেন্ট্রি দুইবারের অলিম্পিক সাঁতার চ্যাম্পিয়ন একইসঙ্গে IOC-র ইতিহাসে সবচেয়ে কম বয়সি প্রেসিডেন্ট হয়েছেন। তিনি ১২ বছর দায়িত্ব পালন করা থমাস বাখের স্থলাভিষিক্ত হলেন এবং নির্বাচনে হারানো ছয়জন হাই-প্রোফাইল প্রার্থীর সঙ্গে কাজ করার প্রতಞিশ্রুতি দিয়েছেন।
কোভেন্ট্রি বলেন, ‘একটি অসাধারণ মুহূর্ত’
কোভেন্ট্রি বলেন, ‘এটি একটি অসাধারণ মুহূর্ত। যখন আমি নয় বছর বয়সি ছিলাম, তখন কখনও ভাবিনি যে আমি একদিন এখানে দাঁড়িয়ে আমাদের এই অসাধারণ আন্দোলনে অবদান রাখতে পারব।’ তিনি আরও যোগ করে বলেন, ‘এটি শুধু বিশাল একটি সম্মানই নয়, বরং এটি আপনাদের প্রত্যেকের জন্য একটি বার্তা যে, আমি এই সংস্থাটিকে অনেক গর্ব ও মূল্যবোধের সঙ্গে নেতৃত্ব🌊 দেব। আমি আপনাদের সকলের গর্বের কারণ হব এবং আশা করি, আজকের সিদ্ধান্ত নিয়ে আপনারা অত্যন্ত আত্মবিশ্বাসী থাকবেন। আমার হৃদয়ের গভীর থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।’
আরও পড়ুন … বক্সিংকে Los Angeles 2028 🌺অলিম্পিক গেমসের ক্রীড়া তালিকায়🌌 অন্তর্ভুক্ত করা হয়েছে
প্রথম রাউন্ডেই জয়ী নির্ধারিত হন কির্স্টি কোভেন্ট্রি
থমাস বাখের পছন্দের উত্তরসূরি হিসেবে ব্যাপকভাবে বিবেচ𓄧িত কোভেন্ট্রি নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছিলেন। তিনি IOC-র অভিজ্ঞ সদস্য জুয়ান অ্যান্তোনিও সামারাঞ জুনিয়র এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স প্রেসিডেন্ট সেবাস্টিয়ান কোয়ের বিরুদ্ধে লড়াই করেছেন। তবে প্রথম রাউন্ডেই ভোটের মাধ্যমে তার জয় নিশ্চিত হয়ে যায়। যেখানে ১০০-এর বেশি IOC সদস্য তার ওপর আস💯্থা রাখেন, যা অনেকের জন্য অবাক করার ছিল।
আরও পড়ুন … প্রথম দল হিসেবে ২০২৬-র বিশ্বকাপে এশিয়ার টিম! সেই দেশের ফুটবলাররা খেলেছেন কলকা🐻তায়
আরও পড়ুন … ভিডিয়ো: ৯টা চার-১০টা ছক🌟্কা, ৩৯ 🌳বলে অপরাজিত ১১০ রান! IPL 2025 শুরুর আগেই DC তারকার তাণ্ডব
কির্স্টি কোভেন্ট্রি-কে অভিনন্দন জানান আইসিসি চেয়ারম্যান জয় শাহ
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নতুন সভাপতি কির্স্টি কোভেন্ট্রিকে অভিনন্দন জানিয়ে🍒 আইসিসি (ICC) চেয়ারম্যান জয় শাহ বিশেষবার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন, ‘নবনির্বাচিত IOC প্রেসিডেন্ট কির্স্টি কোভেন্ট্রিকে অভিনন্দন ও শুভেচ্ছা। এটি তার প্রাপ্য সম্মান এবং গ্রিসের 𒉰ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়া আমার জন্য সম্মানের। এর আগে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে স্বাগত জানাতে পেরে গর্বিত। আমি আপনার এবং আপনার দলের সঙ্গে LA28 অলিম্পিক্সে ক্রিকেট অন্তর্ভুক্তি নিয়ে কাজ করার জন্য অপেক্ষা করছি। এবং এর পরেও একসঙ্গে কাজ করতে চাই।’