২০২৩ সালের ডিসেম্বর মাসে বড় পর্দায় মুক্তি পেয়েছিল কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’। এই সিনেমার প্রযোজক ছিলেন আমির খান। তবে শুধু প্রযোজক হিসাবে নয়, সিনেমায় একটি চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর। অডিশনও দিয়েছিলেন তিনি। কিন্তু এত কিছুর পরেও সেই চরিতཧ্রে অভিনয় করেছিলেন অন্য এক অভিনেতা।
‘লাপাতা লেডিস’ সিনেমায় যে চরিত্রটি মানুষের সবথেকে বেশি পছন্দ হয়েছিল পুলিশের চরিত্র অর্থাৎ শ্যাম বাহাদুরের চরিত্র। শ্যাম বাহাদুর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রবি কিষাণকে। পুলিশের চরিত্রে অসাধারণ অভি🅷নয় করেছিলেন এই দক্ষিণী তারকা। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, এই চরিত্রে প্রথম অভিনয় করার কথা ছিল আমিরের।
আরও পড়ুন: জাভেদ-কঙ্গনা মামলায় মুখ খ✃ুললেন শাবানা, বললেন, 'ক্ষমা চাওয়ার বিষয়টি...'
আরও পড়ুন: ‘দ্যা ড🃏িপ্লোম্যাট’ ছবির প্রশংসায় পঞ্চমুখ বিজেপি, কী 🍬বলছে শাসক দল?
বুধবার আমিরের নতুন ইউটিউব চ্যানেল, আমির খান টকিজ থেকে শেয়ার করা হয় একটি ভিডিয়ো। ভিডিয❀়োয় দেখা যাচ্ছে, আমির পুলিশের পোশাক পরে রয়েছেন। চুল ছোট ছোট করে কাটা এবং তিনি সমানে পান চিবিয়ে যাচ্ছেন। শ্যাম বাহাদুর চরিত্রে অডিশন দিতে গিয়ে বেশ কিছু ভুলও ক🐷রে ফেলেছিলেন তিনি।
আমিরের এই অডিশনের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর নেটিজেনদের তরফ থেকে বিভিন্ন রকম মন্তব্য উড়ে আসতে দেখা যায়। যারা কমেন্ট করেছেন, তাঁদের মধ্যে বেশিরভাগ মানুষ বিশ্বাস করেন রবি কিষাণ অনেক ভালো অভিনয় করেছেন এই চরিত্রে। একজন ল💫িখেছেন, ‘আমির স্যার এই চরিত্রের জন্য একেবারেই উপযুক্ত ছিলেন না। রবি কিষাণ দুর্দান্ত কাজ করেছেন।’
একজন লিখেছেন, আমির হয়ত💦ো নি💫ঃসন্দেহে একজন অসাধারণ অভিনেতা কিন্তু রবি কিষাণ এই চরিত্রটিকে একেবারে নিখুঁতভাবে তুলে ধরেছিলেন পর্দায়। অনেকেই মনে করেছেন, শ্যাম বাহাদুর এমন একটি চরিত্র, যে চরিত্রে কোনও সুপারস্টার যদি অভিনয় করতেন তাহলে তা মানানসই হতো না।
একজন যুক্তি দিয়ে লিখেছেন, ‘আমির খান যদি এই চরিত্রে অভিনয় করতেন তাহলে তা অনেক বেশি অনুমানযোগ্য হতো। চরিত্রটির হঠাৎ করে ভালো হয়ে যাওয়ার যে ব্যাপারটা, তা আর কাজ করত না প্রথম থ✤েকে।’ একজন আবার লিখেছেন, ‘রবি কিষাণজির সামনে আমিরের এই অভিনয় কিছুই নয়।’
আরও পড়ুন: সম্পত্তির💙 নিরিখে হারিয়ে দিয়েছেন রণবীর-রজনীকান্তকে,কে ভারতের এই ধনী কমেডিয়ান?
আরও পড়ুন: বিষ্ণোইয়ের হুমকির পর কী আতঙ্কে দিন কাটাচ্ছেন সলমন? বললেন, ‘আয়ু যতদিন লেখা আ𝓡💮ছে…’
প্রসঙ্গত, ‘লাপাতা লেডিস’ ৯০ দশকের একটি গ্রাম🥂ীণ প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। এই সিনেমায় দুই নববধূর পাল্টে যাওয়ার অসামান্য গল্প ফুটিয়ে তোলা হয়েছে। সিনেমাটি ১০টি আইফা পুরস্কারে পুরস্কৃত হয়েছে, যার মধ্যে সেরা সহ অভিনেতার পুরস্কারে পুরস্কৃত হয়েছেন রবি কিষাণ।