কিছুদিন আগেই কলকাতার বুকে অনুষ্ঠিত হয়ে যাওয়া এবারের আইপিএলের প্রথম ম্যাচে বিরাট কোহলিকে একবার সামনে থেকে দেখার নেশায় গার্ড টপকে, সবার নজর এড়িয়ে মাঠে ঢুকে পড়ে এক যুবক। যদিও পরবর্তীতে গ্রেফতার করা হয় তাঁকে। এদিন কেকেআর ভার্সেস রাজস্থান রয়্যালসের ম্যাচে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছিল। শাহরুখ খানকে দেখার নেশায় রেলিং ট💫পকানোর চেষ্টা করেন এক যুবক। তারপর কী ঘটে?
কী ঘটেছে?
এদিন দলকে সমর্থন করার জন্যে মাঠℱে হাজির ছিলেন শাহরুখ খান। কেকেআর রাজস্থান রয়্যালসকে পরাস্ত করার পর যখন গোটা মাঠ ঘুরছিলেন কিং খান, তাঁকে দেখে আবেগে ভাসতে থাকে গোটা স্টেডিয়াম। আর সেই সময়ই এক যুবক তাঁকে একবার সামনে থেকে দেখার আশায় গার্ড টপকে মাঠে ঢোকার চেষ্টা করেন। কিন্তু সফল হন না। তার আগেই পুলিশ ধরে ফেলে তাঁকে।
রেলিং থেকে নামিয়ে এনে সেই ব্যক্তিকে ওখানে🦹 বেশ কয়েকটি চড় থাপ্পড় মারা হয়। কলার ধরে শাসানো হয়। আর সেই ঘটনার ভিডিয়ো এদিন প্রকাশ্যে এসেছে।
এই ভিডিয়ো এদিন পোস্ট করে লেখা হয় 'এই লোকটি শাহরুখ খানের সঙ্গে দেখা করার আশায় সিকিউরিটি ভেঙে ভিতরে ঢুকতে চাইছিলেন। পরবর্তীতে পুলিশে তরফে তাঁকে বকা হয়।' এই ভিডিয়োতে এক ব্যক্তি লেখেন, 'এসব কেন করে এরা? যাঁর কাছে এই ছেলেটির কোনও অস্তিত্ব নেই তাঁর জন্য নিজেকে এভাবে সবার সামনে অপমানিত হতে দেখার কোনও ꦬঅর্থ আছে? কাউকে ভালোবাসা শ্রদ্ধা করা ঠিক আছে। কিন্তু এসব পাগলামো।' কেউ আবার লেখেন, 'একদম ঠিক করেছে ঘাড় ধরে টেনে নামিয়ে।'
আরও পড়ুন: জন্মদিনের সকাল সকাল ব🎀িরাট সারপ্রাইজ! বার্থডে 🍎গার্ল অঙ্কিতাকে কী চমক দিলেন বাবা-মা?
প্রসঙ্গত ২৬ মার্চ, বুধবার এবারের আইপিএলের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয়েছিল কেকেআর এবং রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট খুইয়ে ১৫১ রান তোলে রাজস্থান র🃏য়্যালস। অন্যদিকে জবাবে মাত্র ১৭.৩ ওভারেই ৮ উইকেট হাতে নিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর।