India tour o꧋f Australia 2025-26: ক্রিকেট অস্ট্রেলিয়া রবিবার, ৩০ মার্চ ঘোষণা করেছে যে ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল ২০২৫-২৬ মরশুমে অস্ট্রেলিয়া সফর করবে। সফরে সাদা বলের সিরিজ এবং টেস্ট সিরিজও অন্তর্ভুক্ত থাকবে। অস্ট্রেলিয়া ও ভারতের পুরুষ দল তিনটি ওয়ানডে (ODI) ও পাঁচটি টি-টোয়েন্টি (T20I) ম্যাচ খেলবে, এরপর অস্ট্রেলিয়া তাদের ঘরের মাঠে🌃 ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ টেস্ট সিরিজ খেলবে।
ভারত ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার আটটি ভিন্ন ভেন্যুতে মোট আটটি ম্যাচ খেলবে। এদিকে, অগস্ট মাসে দক্ষিণ আফ্রিকাꩵর বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া, যেখানে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থাকবে।
২০২৬ সালের ফেꦍব্রুয়ারি-মার্চে ভারতে ও শ্রীলঙ্কা꧒য় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়া মূলত টি-টোয়েন্টি ক্রিকেটের উপর বেশি গুরুত্ব দিচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে যে অক্টোবরে নিউজিল্যান্ড ও ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
আরও পড়ুন … IPL 2025: KKR-এ থাকার সময় ❀নারিনের কাছ থেকে অন🐠েক কিছু শিখেছি.. কেন এমন বললেন কুলদীপ যাদব?
এই প্রথমবার, অস্ট্রেলিয়ার পুরুষ দল তাদ𝔉ের ঘরের মরশুমে দেশের আটটি অঞ্চলে আন্তর্জাতিক ম্যাচ খেলবে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ‘♕২০২৫-২৬ মরশুম হবে প্রথম যেখানে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ অস্ট্রেলিয়ার সব আটটি রাজ্য ও অঞ্চলে অনুষ্ঠিত হবে। ভারত তাদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের অংশ হিসেবে ক্যানবেরা ও হোবার্টে ম্যাচ খেলবে।’
ভারতের অস্ট্রেলিয়া সফর ২০২৫-২৬: পূর্ণাঙ্গ সূচি
পুরুষদের ওয়ানডে সিরিজের সূচি
প্রথম ওয়ানডে: ১৯ অক্টোবর – পার্থ
দ্বিতীয় ওয়ানডে: ২৩ অক্টোবর – অ্যাডিলেড
তৃতীয় ওয়ানডে: ২৫ অক্টোবর – সিডনি
আরও পড়ুন … IPL 2025: নতুন ভেন্যু খুঁজছে SRH! HCA-র🃏 ব𒊎িরুদ্ধে হুমকি ও ব্ল্যাকমেইলের অভিযোগ করল সানরাইজার্স
পুরুষদের টি-টোয়েন্টি সিরিজের সূচি
প্রথম টি-টোয়েন্টি: ২৯ অক্টোবর – ক্যানবেরা
দ্বিতীয় টি-টোয়েন্টি: ৩১ অক্টোবর – মেলবোর্ন
তৃতীয় টি-টোয়েন্টি: ২ নভেম্বর – হোবার্ট
চতুর্থ টি-টোয়েন্টি: ৬ নভেম্বর – গোল্ড কোস্ট
পঞ্চম টি-টোয়েন্টি: ৮ নভেম্বর – ব্রিসবেন
মহিলা দলের টি-টোয়েন্টি সিরিজের সূচি
প্রথম টি-টোয়েন্টি: ১৫ ফেব্রুয়ারি – এসসিজি, সিডনি
দ্বিতীয় টি♊-টোয়েন্টি: ১৯ ফেব্রুয়ারি🥃 – মানুকা ওভাল, ক্যানবেরা
তৃতীয় টি-টোয়েন্টি: ২১ ফেব্রুয়ারি – অ্যাডিলেড ওভাল, অ্♏যাডিলেড
আরও পড়ুন … IPL 2025: কে কী বলল তাতে আমার কি, আমি BCCI🌞-র নিয়ম মেনে চলি… ইডেনের পিচ বিতর্কে পাল্ট🍒া দিলেন সুজন
মহিলা দলের ওয়ানডে সিরিজের সূচি
প🌟্রথম ওয়ানডে: ২৪ ফেব্রুয়ারি – অ্যালান বর্ডার ফিল্ড, ব্রিসবেন
দ্বিতীয় ওয়ানডে: ২🐼৭ ফেব্রুয়ারি – বেলরিভ ওভাল, হোবার্ট
তৃতীয় ওয়ানডে: ১ মার্🎃চ – সিটি পাওয়ার সেন্টার, মেলবোর্ন
মহিলা দলের একমাত্র টেস্ট ম্যাচ
৬-৯ মার্চ: ওয়াকা গ্রাউন্ড, পার্থ (ডে/নাইট ম্যাচ)
অ্যাশেজ ২০২৫-২৬: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচি
২১-২৫ নভেম্বর: প্রথম টেস্ট – পার🗹্থ 𒐪স্টেডিয়াম, পার্থ
৪-৮ ডিসেম্বর: ডে-নাইট টেস্ট – দ্য গ্যাবা, ব্রিসবে𝔉ন
১৭-২১🅺 ডিসেম্বর: ক্রিসমাস টেস্ট – অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
২৬-৩০ ডিসেম্বর: বক্সিং ডে টেস্ট – এমসিজি, 🔯মেলবোর্ন
৪-৮ জানুয়ারি: পিঙ্ক টেস্ট – এসসিজি, সিডনি