গুজব রটেছিল যে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সুর্যকুমার যাদব আসন্ন ঘরোয়া মরশুমে গোয়ার হয়ে খেলꦇতে পারেন। ধারণা করা হচ্ছিল, তিনি যশস্বী জসওয়ালের মতোই মুম্বই ছেড়ে গোয়ায় পাড়ি জমাবেন। তবে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সচিব অভয় হাডাপ বৃহস্পতিবার নিশ্চিত করেছেন যে, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং সুর্যকুমার মুম্বইয়ের হয়েই খেলবেন।
সুর্যকুমার যাদবের মুম্বই ছাড়া নিয়ে কী বললেন MCA-এর সচিব
যশস্বী জসওয়ালের গোয়ায় যোগ দেওয়ার খবর নিশ্চিত হওয়ার পরই সুর্যকুমার যাদবের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সম্ভাব্যভাবে, ২৩ বছর বয়সি জসওয়াল আগামী ঘরোয়া মরশুমে গোয়ার অধিনায়কত্ব করবেন। এমসিএ-র অফিসিয়াল বিবৃতিতে অভয় হাডাপ বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজব সম্পর্কে আমরা সচেতন যে, সꦑুর্যকুমার যাদব নাকি মুম্বই ছেড়ে গোয়ায় যোগ দিচ্ছেন। তবে আমরা আজ সকালেই সুর্যর সঙ্গে কথা বলেছি এবং নিশ্চিত করেছি যে এই গুজব একেবারেই ভিত্তিহীন ও মিথ্যা। সুর্যকুমার যাদব মুম্বইয়ের প্রতিই প্রতিশ্রুতিবদ্ধ এবং মুম্বইয়ের হয়ে খেলতে তিনি গর্ববোধ করেন। আমরা সকলকে অনুরোধ করছি, এই ধরনের ভুল তথ্য না ছড়ানোর জন্য এবং আমাদের খেলোয়াড়দের সমর্থন করার জন্য।’
আরও পড়ুন … IPL ꦡ2025: তিনি হলেন পঞ্জাব কিংসের ‘রোলস-রয়েস’! PBKS-র কোচ রিকি পনಌ্টিয়ের গলায় কার প্রশংসা?
মুম্বইয়ের হয়ে সুর্যকুমারের সাম্প্রতিক পারফরম্যান্স
সর্বশেষ রঞ্জি ট্রফির সে🌌মিফাইনালে বিদর্ভের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলেছিলেন সুর্যকুমার যাদব। সেই ম্যাচে তিনি দুই ইনিংসে ০ ও ২৩ রান করেন। তার আগে হরিয়ানার বিরুদ্ধে তিনি ৯ ও ৭০ রান করেছিলেন। ৩৪ বছর বয়সি সুর্যকুমার যাদব ২০১০-১১ রঞ্জি ট্রফি মরশুমে মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। দিল্লির বিরুদ্ধে অভিষেক ম্যাচেই তিনি অর্ধশতক হাঁকান। তবে তার ব্রেকথ্রু মরশুম ছিল ২০১১-১২ সালে, যেখানে তিনি মুম্বইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। ওই মরশুমে ওড়িশার বিরুদ্ধে ২০০ রানের ইনিংস খেলে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দেন।
আরও পড়ুন … IPL 2025: RCB হারলেও মন জিতলেন দলের অভিজ্ঞ বোলার! সমর্থক𒈔রা বললেন ওকে ইংল্য🅰ান্ডে নিয়ে যান
গোয়ার পথে যশস্বী জসওয়াল
এর আগে, হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে জানা যায়, যশস্বী জসওয়াল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনে (এমসিএ) চিঠি দিয়ে অনাপত্তি সনদ (NOC) চেয়েছেন, যাতে তিনি গোয়ার হয়ে༺ খেলতে পারেন।
যশস্বী জসওয়ালের NOC নিয়ে কী বললেন MCA-এর সচিব
MCA-র সচিব🐭 অভয় হাডাপ নিশ্চিত করেছেন যে, তারা জসওয়ালকে এই অনুমতি দিয়েছেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা তাকে এনওসি প্রদান করেছি। এটা আমাদের জন্য কিছুটা বিস্ময়ের, তবে মুম্বই দলে যথেষ্ট প্রতিভা রয়েছে। এখন অন্য কেউ সুয𒁏োগ পাবে। আমরা ?শস্বীকে তার ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই।’
আরও পড়ুন … IPL 2025:♏ বিরাটকে বল করতে এসে হঠাৎ কেন থেমে গেলেন 💃সিরাজ? RCB-র প্রাক্তনীর অবাক করা উত্তর
জসওয়ালের রঞ্জি ট্রফি কেরিয়ার
জসওয়াল ২০১৮-১৯ রঞ্জি ট্রফি মরশুমে মুম্বইয়ের হয়ে অভিষেক করেন। তবে ২০২১-২২ মরশুমে তিনি আলোচনায় আসেন, যখন তিনি টানা তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে মুম্বইকে ফাইনালে নিয়ে যান। এর আগে, বিস🌠িসিআই ঘোষণা করেছিল যে, যে কোনও কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়কে জাতীয় দলে সুযোগ পেতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।