𓃲 শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন PBKS একের পর এক দাপুটে পারফরম্যান্স দেখিয়ে চলেছে। প্রভসিমরন সিং, শ্রেয়স আইয়ার এবং নেহাল ওয়াধেরা দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপাশি পরিমিত বোলিং প্রচেষ্টার ফলে তারা টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে। মঙ্গলবার একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে LSG-কে হারিয়ে চলতি মরশুমে অপরাজিত থাকল পঞ্জাব কিংস।
‘এটাই আমাদের প্রয়োজনীয় শুরু ছিল’: শ্রেয়স আইয়ার
🤪ম্যাচ-পরবর্তী সময়ে শ্রেয়স আইয়ার বলেন, ‘এটাই আমাদের প্রয়োজনীয় শুরু ছিল। ছেলেরা দারুণভাবে নিজেদের ভূমিকা পালন করেছে, সর্বোচ্চ অবদান রেখেছে এবং আমরা যা পরিকল্পনা করেছিলাম, সেটি নিখুঁতভাবে বাস্তবায়ন করেছে।’
🐎 শ্রেয়স আইয়ার আরও যোগ করে বলেন, ‘সত্যি বলতে, কোনও সঠিক কম্বিনেশন নেই। দলীয় সংহতি ও বোঝাপড়ার সঠিক সময়ে ক্লিক করাটা গুরুত্বপূর্ণ। প্রতিটি দলই জয়ের সামর্থ্য রাখে, শুধু জেতার মানসিকতা থাকতে হবে। এটাই আমরা সবসময় আলোচনা করি। আমি সবসময় বর্তমান নিয়ে ভাবতে চাই এবং এই ইনিংস এখন অতীত। আমি পরবর্তী ম্যাচের দিকে মনোনিবেশ করতে চাই।’
আরও পড়ুন … 🧜IPL 2025 LSG vs PBKS: লখনউয়ের পিচ দেখে মনে হল পঞ্জাবের কিউরেটর বানিয়েছেন: জাহির খানের বিতর্কিত মন্তব্য
LSG ব্যাটিং: ছোট ছোট ইনিংস, কিন্তু লম্বা জুটি গড়তে ব্যর্থ
🌄প্রথমে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস শুরুতেই চাপে পড়ে যায়, যখন তাদের স্কোর ছিল ৩৫/৩ রান। তবে নিকোলাস পুরান (৩০ বলে ৪৪ রান, ৫ চার ও ৩ ছক্কা), আয়ুষ বাদোনি (৩৩ বলে ৪১ রান, ১ চার ও ৩ ছক্কা) এবং আব্দুল সামাদের (১২ বলে ২৭ রান, ২ চার ও ২ ছক্কা) লড়াকু ইনিংসের কারণে তারা স্কোর বোর্ডে লড়াই করার মতো রান তোলে।
আরও পড়ুন … 🦩IPL 2025: শ্রেয়সকে জড়িয়ে ধরলেন, পন্তের দিকে আঙুল তুললেন! ফের বিতর্কে LSG-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা
🌌 পঞ্জাবের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আর্শদীপ সিং (৩/৪৩)। এছাড়া মার্কো জানসেন, লকি ফার্গুসন, গ্লেন ম্যাক্সওয়েল ও যুজবেন্দ্র চাহালও উইকেট শিকার করেন। তবে LSG ব্যাটিংয়ে বড় জুটির অভাব ছিল, শুধু পুরান ও বাদোনির মধ্যে একটি অর্ধশতরানের জুটি গড়ে।
আরও পড়ুন … 🍷IPL 2025: ‘নোটবুক সেলিব্রেশন’ করে বিপদে LSG-র বোলার দিগ্বেশ! শাস্তি দিল BCCI, ট্রোল করল পঞ্জাব
পঞ্জাব কিংসের ব্যাটিং: অধিনায়ক শ্রেয়স আইয়ারের দুর্দান্ত নেতৃত্বে সহজ জয়
🅘রান তাড়া করতে নেমে পঞ্জাব কিংস তাদের ইনিংসের শুরুতেই প্রিয়াংশ আর্যকে (৮) হারায়। তবে প্রভসিমরন সিং (৩৪ বলে ৬৯ রান, ৯ চার ও ২ ছক্কা), অধিনায়ক শ্রেয়স আইয়ার (৩০ বলে অপরাজিত ৫২ রান, ৩ চার ও ৪ ছক্কা) এবং নেহাল ওয়াধেরা (২৫ বলে অপরাজিত ৪৩ রান, ৩ চার ও ৪ ছক্কা) দুর্দান্ত ব্যাটিং করে ২২ বল বাকি থাকতেই দলকে ৮ উইকেটে জয় এনে দেন।