ღ কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ৮০ রানের বিশাল পরাজয়ের পর সানরাইজার্স হায়দরাবাদ (SRH) অধিনায়ক প্যাট কামিন্স স্বীকার করলেন যে, তার দল সেরা ফর্মে নেই। বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত এই ম্যাচে SRH তাদের তৃতীয় পরাজয়ের সম্মুখীন হয়, যা IPL ২০২৫-এ তাদের জন্য টানা তিন ম্যাচের হার।
‘লক্ষ্য সহজেই তাড়া করা সম্ভব ছিল’
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚম্যাচ শেষে কামিন্স হতাশা প্রকাশ করে জানান, এই ম্যাচটি তাদের জন্য বড় একটি সুযোগ ছিল, কারণ লক্ষ্য একদমই অপ্রাপ্য ছিল না। প্যাট কামিন্স বলেন, ‘এই সময়টা মোটেই ভালো যাচ্ছে না। আমি মনে করি, লক্ষ্য তাড়া করা সম্ভব ছিল, উইকেটও বেশ ভালো ছিল। আমরা মাঠে অনেক সুযোগ নষ্ট করেছি এবং শেষ পর্যন্ত অনেক পিছিয়ে পড়েছি।’
‘আমাদের নিজেদের খেলা নিয়ে পুনর্মূল্যায়ন করা দরকার’
⭕সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন আরও বলেন, দলের এখন নিজেদের কৌশল নিয়ে চিন্তা করার সময় এসেছে। তিনি বলেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে। তিন ম্যাচ ধরে আমাদের পরিকল্পনা কাজে আসছে না। আমাদের হয়তো ফিরে তাকিয়ে ভাবতে হবে, আমরা কি আরও ভালো সিদ্ধান্ত নিতে পারতাম? আমাদের ব্যাটাররা যখন প্রতিপক্ষকে চাপে রাখে, তখনই সেরা পারফরম্যান্স দেয়। তবে পেছন ফিরে তাকালে হয়তো কিছু ভিন্ন বিকল্প নেওয়া যেত।’
আরও পড়ুন …🌄 হেরেও খুশি বাগান কোচ! মোলিনার বিশ্বাস সল্টলেক স্টেডিয়ামে জিতে ফাইনালে উঠবে মোহনবাগান
বাজে ফিল্ডিংয়ের খেসারত দিল SRH
💙SRH-এর বোলিং খুব একটা খারাপ ছিল না, তবে ফিল্ডিংয়ের কিছু ভুল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বলে মনে করেন প্যাট কামিন্স। সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন বলেন, ‘আমাদের মূল সমস্যা ছিল ফিল্ডিং। সামগ্রিকভাবে বোলিং খুব একটা খারাপ হয়নি। কয়েকটি ক্যাচ নেওয়া উচিত ছিল, তাহলে প্রতিপক্ষকে আরও আগে থামানো যেত।’
SRH অধিনায়ক অ্যাডাম জাম্পাকে না খেলানোর কারণ জানান
๊SRH এই ম্যাচে লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে একাদশের বাইরে রেখেছিল, যা নিয়ে ব্যাখ্যা দেন প্যাট কামিন্স। তিনি বলেন, ‘আমরা মাত্র তিন ওভার স্পিন বোলিং করিয়েছি, কারণ বল সেভাবে গ্রিপ করছিল না। তাই আমরা তাকে বাদ রাখার সিদ্ধান্ত নিই।’
আরও পড়ুন … 🐭মোহনবাগান সমর্থকদের উপর হামলা! এমন ঘটনা কিছুতেই মানা যায় না- সমর্থকদের পাশে দাঁড়াল ক্লাব
‘এখন আর পেছনে তাকানোর সময় নেই’- প্যাট কামিন্স
🐽এই বড় পরাজয়ের পরেও দলকে সামনের দিকে মনোযোগ দিতে বলেছেন কামিন্স। তিনি বলেন, ‘আমি হয়তো এ নিয়ে ভাবব যে, আমরা ভিন্ন কোনও বিকল্প নিতে পারতাম কিনা। তবে আমি এটিকে বেশি বড় করে দেখতে চাই না। আমরা এমন একটি মাঠে ফিরব, যেটি আমাদের খুব ভালোভাবে চেনা।’
ম্যাচের সংক্ষিপ্ত বিবরণ
💫SRH টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শুরুতে তাদের সিদ্ধান্ত সঠিক মনে হচ্ছিল, কারণ কুইন্টন ডি'কক (১) ও সুনীল নারিন (৭) দ্রুত আউট হলে KKR মাত্র ১৬/২ স্কোরে পড়ে যায়। তবে অধিনায়ক অজিঙ্কা রাহানে (৩৮ বলে ২৭, ১ চার ও ৪ ছয়) ও অংকৃশ রঘুবংশী (৩২ বলে ৫০, ৫ চার ও ২ ছয়) ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। এরপর দ্রুত দুটি উইকেট হারানোর পর, বেঙ্কটেশ আইয়ার (২৯ বলে ৬০, ৭ চার ও ৩ ছয়) ও রিঙ্কু সিং (১৭ বলে অপরাজিত ৩২, ৪ চার ও ১ ছয়) পঞ্চম উইকেটে ৯১ রানের পার্টনারশিপ গড়ে KKR-কে ২০ ওভারে ২০০/৬ স্কোরে পৌঁছে দেন। SRH-এর পক্ষে মহম্মদ শামি (১/২৯) ও হার্ষাল প্যাটেল (১/৪৩) ছিলেন সেরা বোলার।
রান তাড়া করতে নেমে কেমন খেলল SRH
🧸লক্ষ্য তাড়া করতে নেমে SRH একবারও ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ এবং নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। SRH-এর হয়ে শুধুমাত্র এনরিখ ক্লাসেন (২১ বলে ৩৩, ২ চার ও ২ ছয়) ও কামিন্দু মেন্ডিস (২০ বলে ২৭, ১ চার ও ২ ছয়) ২০ রানের বেশি করতে সক্ষম হন। KKR-এর হয়ে বৈভব অরোরা (৩/২৯) ও বরুণ চক্রবর্তী (৩/২২) দুর্দান্ত বোলিং করেন।
পয়েন্ট টেবিলে দুই দলের কী অবস্থা?
🤪এই জয়ে KKR-এর ক্যাম্পেইন কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। তারা বর্তমানে দুই জয় ও দুই হারের সঙ্গে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে। অন্যদিকে, SRH একটি জয় ও তিন পরাজয়ের কারণে পয়েন্ট তালিকার একদম নীচে চলে গিয়েছে।