হতে পারে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে আরসিবি। তবে নতুন মরশুম শুরুর আগে কোনওভাবেই মানসিক দিক দিয়ে পিছিয়ে থাকতে রাজি নয় বেঙ্গালুরু শিবির। অন্তত আরসিবি কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের মেজাজ দেখেই বোঝা যাচ্ছে যে, শনিবার ইডেনে ডাকাবুকো ক্রিকেট উপহার দিতে ত𝓰ৈরি বিরাট কোহলিরা।
প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে আরস🙈িবির হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার মেনে নেন যে, শনিবার ইডেনে উত্তজক লড়াই হবে দু'দলের মধ্যে। তবে তিনি কেকেআরের বিরুদ্ধে নিজেদের উদ্বোধনী ম্যাচকে মোটেও কঠিন লড়াই হিসেবে দেখছেন না। বরং জনৈক্য সাংবাদিকের প্রশ্নের অভিমুখ ঘুরিয়ে তিনি কেকেআরের দিক✃েই তাক করেন বন্দুক।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফ্লাওয়ারের কাছে জানতে চাওয়া হয় যে🍰, শুরুতেই কেকেআরের বিরুদ্ধ🌺ে লড়াই তাদের কাছে কঠিন মনে হচ্ছে কিনা। জবাবে আরসিবি কোচ স্পষ্ট জানান যে, 'হ্যাঁ কঠিন, তবে সেটা কেকেআরের কাছে।' অর্থাৎ, কলকাতা নাইট রাইডার্সের কাছে শুরুতেই আরসিবি ম্যাচ চাপের মনে হতে পারে, বেঙ্গালুরুর উপর এমন কোনও চাপ নেই বলে ইঙ্গিত করেন ফ্লাওয়ার।
উল্লেখ্য, ১৭ বছর আগে ইন্ডিয়ান প্রিমꦑিয়র লিগের যাত্রা শুরু হয়েছিল আরসিবি বনাম কেকেআর ম্যাচ দিয়েই। চিন্নাস্বামীর সেই ম্যাচে আরসিবিকে কার্যত ไখড়কুটোর মতো উড়িয়ে দেয় নাইট রাইডার্স। তাছাড়া আইপিএলে দু'দলের সম্মুখসমরে পাল্লা বেশ কিছুটা ঝুঁকে কেকেআরের দিকেই। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলে মোট ৩৪টি ম্যাচে সম্মুখসমরে নামে। ২০টি ম্যাচ জিতেছে কেকেআর। ১৪টি ম্যাচ জিতেছে আরসিবি।
শনিবারের কেকেআর ম্যাচ প্রসঙ্গে ফ্লাওয়ার বলেন, ‘হ্যাঁ, এটা অত্যন্ত চাপের (ম্যাচ)। তবে সেটা কেকেআরের কাছে। আশা করি কাল (শনিবার) রাতে এল ক্লাসিকো দেখা যাবে। এমন একটা ম্যাচ দিয়ে আ𒉰ইপিএল ২০২৫ শুরু দুর্দান্ত বিষয়।’
আইপিএল ২০২৫-এর জন্য কেকেআরের স্কোয়াড
অজিঙ্কা রাহানে (ক্যাপ্টেন), রিঙ্কু সিং, অংকৃষ রঘুবংশী, রোভম্যান পাওয়েল, মণীশ পা☂ন্ডে, কুইন্টন ডি'কক, রহমানউল্লাহ গুরবাজ, লুবনিথ সিসোদিয়া, বেঙ্কটেশ আইয়ার (ভাইস ক্যাপ্টেন), অনুকূল রায়, মইন আলি, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, এনরিখ নরকিয়া, বৈভব আরোরা, মায়াঙ্ক মার্কান্ডে, স্পেনসার জনসন, চেতন সাকারিয়া, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।
আইপিএল ২০২৫-এর জন্য আরসিবির স্কোয়াড
বিরাট কোহলি, রজত পতিদার (ক্যাপ্টেন), দেবদূত পাডিক্কাল, স্বস্তিক চিকারা, ফিল সল্ট, জিতেশ শর্মা, লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জেকব বেথেল, রোমারিও শেফার্ড, ক্রুণা🃏ল পান্ডিয়া, মনোজ ভান্দাগে, মোহিত রাঠি, যশ দয়াল, জোশ হেজেলউড, নুয়ান তুষারা, রসিখ দার, ভুবনেশ্বর কুমার, সুয়াশ শর্মা, লুঙ্গি এনগিদি, স্বপ্নিল সিং ও অভিনন্দন সিং।