হত🦂ে চলেছে অপেক্ষার অবসান। আগামী ৩০ মার্চ মুক্তি পেতে চলেছে সলমন অভিনীত সিনেমা ‘সিকন্দর’। বর্তমানে সিনেমার প্রচার নিয়ে বেজায় ব্যস্ত অভিনেতা। তবে এবার সিনেমা নয়, প্রচারে এল সলমন খানের হাতের ঘড়ি। কেন? কী বিশেষত্ব রয়েছে এই ঘড়ির মধ্যে?
সম্প্রতি মুম্বইয়ে ‘সিকন্দর’ সিনেমার প্রচারে সলমনকে একটি ঘড়ি পরে থাকতে ♛দেখা গেছে। ঘড়িটি যে শুধু বহুমুল্য তা নয়, দেখতেও খুব সুন্দর। জ্যাকব অ্যান্ড কোং- এর এই স্পেশাল অ্যাডিশন পরে থাকতে দেখা যায🙈় ভাইজানকে।
আরও পড়ুন: দক্ষিণী ইন্ডাস্ট্রিকে নিয়ে বিস্ফোর🦂ক মন্তব্য সলমনের! বললেন, 'বলিউডে ওদের মতো...'
আরও পড়ুন: 'ওর লাইফ তো সেট...', আলিয়াকে ঈর্ষা করতেন তাঁরই এক কাছের মানুষ, জানেন তিনিꦛ 💧কে?
ঘড়িটি জ্যাকব অ্যান্ড কোং - এর এপিক এক্স রাম জন্মভূমি সংস্কღরণ ২। এই ঘড়ির দাম আনুমাꦛনিক ৩৪ লক্ষ টাকা। ঘড়ির মধ্যে শুধুমাত্র রাম মন্দির নয়, খোদাই করা আছে শ্রীরাম এবং হনুমানের মূর্তিও।
ঘড়িটি তৈরি করা হয়েছে রাম মন্দিরকে মাথায় রেখে। ইথোস ওয়াচেജস দ্♒বারা তৈরি এই ঘড়িটি কোম্পানির সীমিত সংস্করণগুলির মধ্যে একটি। ঘড়িটির ডায়াল সোনালি রঙের ও ব্যান্ড কমলা রঙের।
ঘড়িটির সঙ্গে মানানসই পোশাক পরতে দেখা যায় ভাইজানকে। এদিন তিনি পরেছিলেন একটি নেভি ব্লু শার্ট এবং ধূসর রঙের প্যান্ট। সঙ্গে তিনি পরেছিলেন চিরাচরিত আইকনিক নীল🌄 ব্রেসলেট, কানের দুল এবং গলায় রূপোলি চেন।

সলমনের লুক যত আকর্ষণ♍ীয় ছিল তার থেকেও বেশি আকর্ষণীয় ছিল তাঁর হাঁটার স্টাইল। ভাইজান যে আদ্যপ্রান্ত একজন ফ্যাশন আইকন, তা বারবার তিনি বিভিন্নভাবে প্রমাণ করে দেন। আড়ম্বরপূর্ণ নয়, খুব সাদামাটা পোশাকেও তাঁকে দেখতে লাগে অসাধারণ।
আরও পড়ুন: ‘চিরদিনই তুমি যে আমার’ -এ দিতিপ্রিয়ার জীবনে ঝড় তুলতে আসছেন 🤡এই জনপ্রিয় নায়ক,চেনেন🦩 তাঁকে?
আরও পড়ুন: ১🐠৮ বছর পর ফের একসঙ্গে সঞ্জয়-সলমন, জল্পনা উসকে কী বললে🦄ন ভাইজান?
প্রসঙ্গত, আগামী ৩০ মার্চ ইদ উপলক্ষে মুক্তি পেতে চলেছে ‘সিকন্দর’। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক এ 🧸আর মুরুগাদোস। ভাইজানের বিপরীতে এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে রশ্মিকা মান্দানা এবং কাজল আগরওয🀅়ালকে। সিনেমায় খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন সত্যরাজ।