সাম্প্রতিক সময়ে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেটা ইংল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হোক বা তাঁর আগে দঃ আফ্রিকা সফর। ইংল্যান্ডের বিপক্ষে তিনি ৫ ম্যাচে মাত্র ২৮ রান করেছেন। রবিবার তাদের আইপিএল ২০২৫-এর অভিযান শুরু করছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আর সেই ম্যাচে ভারতের টি-𒀰টোয়েন্টি অধিনায়কের ফর্মের দিকে সবারই নজরে থাকবে।
এমআই-এর IPL 2025র প্রথম ম্যাচের আগে, ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার সাংবাদিক সম্মেল🌳নে এসে জানিয়ে গেলেন নিজের ব্যাটিং পজিশনের কথা। সঙ্গে এও জানালেন, দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া তাঁকে খুবই সমর্থন করছেন। রানের মধ্যে না থাকলেও বিষয়টা নিয়ে অতটাও মাথা ঘামাচ্ছেন না স্কাই, বরং বলছেন রান তো চলেই আসবে। তিনি আরও জানাচ্ছেন যে, ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ত♉িনি ৪ নম্বরে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন কারণ তিনি ব্যাটিং অর্ডারে তার আগে তিলক বর্মাকে সুযোগ দিতে চেয়েছিলেন।
আরও পড়ুন: IPL 2025 KKR vs RCB Live - ইডেনে হার ডি𒈔ফেন্ডিং চ্যাম্পিনয়দের, ৭ উইকেটে জিতল RCB
ফর্ম নিয়ে চিন্তিত নন সূর্য
মুম্বই ইন্ডিয়ান্সের এই তারকা ক্রিকেটার বলছেন, “আমার ফর্ম ভালোই ছিল (হাসি)। দেখুন, ওপরে🧸র দিকে ব্যাটিং করে দলের ক্ষেত্রে অবদান রাখাটা সব সময়ই ভালো, আর আমি সেটা দেখেছি ওর(তিলক বর্মা) মধ্যে। ও খুব কঠোর পরিশ্রম করেছে। তাই ভারতীয় দলের জন্য, আমার মনে হয়েছে যদি ও ৩ নম্বরে ব্যাট করতে পারেཧ এবং আমি ৪ নম্বরে দায়িত্ব নিতে পারি তাহলে ভালো হবে। কারণ আমার মনে হয় ব্যাটিং পজিশন অতটাও গুরুত্বপূর্ণ নয়,"।
ব্যাটিং পজিশনকে গুরুত্ব দিচ্ছে না সূর্য
সূর্য আরও বলছেন, “আমি একইভাবে ব্যাট করার চেষ্টা করি এবং য𒈔খনই সুযোগ আসে তখনই খেলায় ছাপ ফেলার চেষ্টা করি। তাই এবারেও সবাই দেখতে পাবে আইপিএলে, ক্রিকেটাররা অত্যন্ত ফ্লেক্সিবল হচ্ছে। অর্থাৎ আমি ৩ নম্বরে যেমন ব্যাট করতে পারি, তেমন ৫ নম্বরেও ব্যাটিং করতে পারি। তিলক বর্মাও ৫ নম্বরে ব্যাট করতে পারে। তাই, আমাদের দলে এই বৈচিত্র এবং সুযোগ রয়েছে। আর আমার ফর্মের ক্ষেত্রে বলতে পারি, আমার মনে হয়, যত বেশি কঠোর পরিশ্রম করব, তত বেশি ভাগ্য আমার সাথ দেবে। রান যখন আসার, ফর্ম যখন আসার ঠিক চলে আসবে। প্রক্রিয়াটা বা সিস্টেমটা মেনে চলতে হবে। আমি নেটে কঠোর পরিশ্রম করতে ভালোবাসি"।
সূর্যের দিকেই তাকিয়ে ম্যানেজমেন্ট
তার আইপিএল কেরিয়ারে, সুর্যকুমার ১৫০ ম্যাচে খেলেছেন। ৩২.৩৮ গড়ে এবং ১৪৫⛎.৩৩ স্ট্রাইক রেটে ৩৫৯৪ রান করেছেন। আইপিএলে রয়েছে দুটি শতরান এবং ২৪টি অর্ধশতান। গতবার মুম্বই ইন্ডিয়ান্সের পারফরমেন্স আইপিএলে একদমই ভালো ছিল না, সূর্য চোট কাটিয়ে উঠে কয়েকটা ম্যাচে ভালো খেলেছিলেন। এবার অবশ্য দলের ভাগ্য পরিবর্তনের জন্য তাঁর🐬 দিকে তাকিয়ে থাকবে ম্যানেজমেন্ট।