আইপিএল ২০২৫ র প্রথম ম্যাচেই জয় দিয়ে অভিযান শুরু করেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মাত্র ১৬.২ ওভারের মধ্যেই ১৭৫ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় বিরাট কোহলির দল। গতবার কোহলি যেখানে আইপিএল শেষ করেছিলেন, এব🐭ার সেখান থেকেই শুরু করেছেন। হাফ সেঞ্চুরি করে অপরাজিত থেকে দলকে ইডেনে জেতালেন বিরাট।
IPL 2025 KKR vs RCB Live - ইডেনে হার ডিফেন্ডিং চ্যাম্𝓰পিনয়দের, ৭ উইকেটে জিতল RCB
আরসিবির এই জয়ের ক্ষেত্রে অবশ্য প্রবল অবদান দলের নবাগত বাঁহাতি স্পিনার তথা আইপিএলে দীর্ঘদিন খেলা ক্রুনাল𝓡 পাণ্ডিয়💜ার। তার দুরন্ত স্পিন বোলিংই কেকেআরকে বিপাকে ফেলে দেয় ঘরের ম্যাচে। সচরাচর নাইটরা কিন্তু নিজেদের প্রথম ম্যাচে হারে না, তবে এবার বিষয়টা আলাদা হল।
ক্রুণালের তিন উইকেটই টার্নিং পয়েন্ট
ক্রুনালকে যখন রজত পতিদারඣ বোলিংয়ে এনেছিলেন তখন নাইট টপ অর্ডারের হাতের মুঠোয় ছিল ম্যাচ। কিন্তু রাহানেকে ক্রুণাল ফিরিয়ে ধাক্কা দিতেই তাশের ঘরের মতো ভেঙে যায় কেকেআরের ইনিংস। এরপর বেঙ্কটেশ আইয়ার এবং রিঙ্কু সিংকেও তিনি আউট করেন। মꦡাত্র ২৯ রান দিয়ে ৪ ওভারে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন পান্ডিয়া।
সময় মতো অস্ত্র বের করতে হয়
ম্যাচ শেষে সেরার পুরস্কার নিয়ে পান্ডিয়া বললেন, ‘এত দর্শকদের সামনে যখন খেলতে হয়, তখন ম্যাচে ফেকাস রাখতে হয়। ক্রিকেটে বিবর্তন আসছে। ব্যাটারদের এখন টানা ছয় মারার ধারাবাহিকতা রয়েছে। তাই আমাকেও কখনও কখনই জোরে বোলিং করতে হয়। সাধারণত পেসাররা বলের গতি♒ পরিবর্𝓀তন করে থাকে, আজ আমিও সেটা করেছি। জিতেশ জানে যে আমি কখনও বাউন্সার বা ওয়াইড ইয়র্কার দিতে পারি, অস্ত্র থাকলে সেটা ব্যবহার করতেও জানতে হবে। আরসিবিতে আসার পর দেখছি, ডোমেস্টিক ক্রিকেটেও দর্শকরা আমায় সমর্থন করছে ’।
দিনটা ভালো গেছে, বলছেন রজত
অধিনায়ক রজতও খুশি এমন পারফরমেন্সে। তিনিও বলছেন, 'আমার ওপর চাপ ছিল, তবে দিনটা বেশ ভালো গেছে। এভাবে জিততে থাকলে, সব দিনই আমার ভালো যাবে। সূয়শ রান দিলেও তাতে আমি কিছু মনে করিনি, কারণ ও আমাদের উইকেট টেকিং বোলার, তাই আমি ওর পাশে ছিলাম। ১৩ ওভারের পর যেভাবে বোলাররা খেলায় ফিরিয়েছে, ওদের ক্রেডিট দিতেই হবে। বিরাটের মতো ক🙈্রিকেটার দলে থাকা খুবই ভালো বিষয়, ওর থেকে শেখা যায়। '।