Punjab Kings predicted playing XI in IPL 2025: পঞ্জাব কিংসের (PBKS) তারকা খেলোয়াড় শশাঙ্ক সিং জানিয়েছেন, আসন্ন আইপিএল ২০২৫-এ দারুণ ফল করবে𓆉 তাঁর দল। তবে এখন প্রশ্ন হল কেন এমন বললেন শশাঙ্ক সিং। তাহলে কি আইপিএল ২০২৫-এ সেরা একাদশ নামাবে পঞ্জাব কিংস। চলুন দেখে নেওয়া যাক পঞ্জাব কিং✱সের সম্ভাব্য একাদশ কেমন হতে পারে।
ওপেনিং-এ কারা নামবেন-
দলে অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার চমৎকার সংমিশ্রণ রয়েছে, এবং তারা এবার একটি শক্তিশালী পারফরমেন্স করার চেষ✱্টা করবে। ওপেনিংয়ে জꦅোশ ইংলিস ও প্রভসিমরন সিংকে দেখা যেতে পারে। আসলে শশাঙ্ক সিং জানিয়েছেন, অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান জোশ ইংলিস ও প্রভসিমরন সিং ওপেনিং জুটিতে নামবেন। ইংলিসের আগ্রাসী ব্যাটিং পাওয়ারপ্লেতে দলকে দ্রুত রান এনে দিতে সাহায্য করবে।
মিডল-অর্ডারে অভিজ্ঞতা ও শক্তি
তৃতীয় স্থানে অধিনায়ক শ্রেয়স আইয়ার থাকবেন, যিনি ইনিংসকে ধরে রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মার্কাস স্টইনিস চারে ব্যাট করবেন, যার পর🔯 পাঁচ নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল নামবেন। স্টইনিস ও ম্যাক্সওয়েল দ্রুত রান তুলতে সক্ষম এবং প্রয়োজনে বল হ🎐াতেও ভূমিকা রাখতে পারেন।
নীচের ব্যাটিং লাইনআপ ও অলরাউন্ডার বিভাগ
নিজেকে ছয় নম্বরে রেখেছেন শশাঙ্ক সিং। সাত নম্বরে নেহাল ওয়াধেরা থাকবেন,🐟 যিনি ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার মার্কো জানসেন আট নম্বরে ব্যাট করবেন এবং তিন🐠ি তার নির্ধারিত ওভার বোলিংও করতে পারবেন।
আরও পড়ুন … LSG Possible First XI: ওপেন করবেন কার🥂া? মায়াঙ্কের বদলে কে? কোন 𝐆একাদশ নিয়ে নামতে পারেন পন্ত?
বোলিং বিভাগ
পঞ্জাব কিংসের সম্ভাব্য বোলিং লাইনআপ হতে পারে হরপ্রীত ব্রার (স্পিনার), আর্শদীপ সিং (পেꦐসার) ও যুজবেন্দ্র চাহাল (অভিজ্ঞ লেগ-স্পিনার)
চাহালের অন্তর্ভুক্তি দলের বোলিং বিভাগে অভিজ্ঞতা যোগ করবে এবং তিনি আইপিএলের অন্যতম🐻 সেরা স্পিনার।
ইমপ্যাক্ট সাবস্টিটিউট অপশন
শশাঙ্ক জানিয়েছেন, পেসার যশ ঠাকুর ও কুলদীপ সেন দলের ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে বিকল্প হতে পারেন। দুজনই গতিময় বোলার, যার𒅌া প্রয়োজন হলে দলের বোলিং শক্তিশালী করতে পারবেন।
আরও পড়ুন … LSG 𝔍SWOT Analysiℱs: পেসাররা ফিট নয়, পন্তের মাথায় ২৭ কোটির চাপ! ব্যাটিং দিয়েই কি বাজিমাত করবে লখনউ
শশাঙ্ক সিংয়ের মতে আইপিএল ২০২৫-এর জন্য পঞ্জাব কিংসের সম্ভাব্য একাদশ
জোশ ইংলিস, প্রভসিমরন সিং (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), মার্কাস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মার্কো জানস🔴েন, হরপ্রীত ব্রার, আর্শদীপ সি𝕴ং ও যুজবেন্দ্র চাহাল
পঞ্জাব কিংস আইপিএল ২০২৫-এর জন্য প্রস্তুত!
পঞ্জাব কিংসের এবারের দলটি ভালো ব্যাটিং গভীরতা, শক্তিশালী মিডল-অর্ডার এবং ভারসাম্যপ😼ূর্ণ বোলিং আক্রমণ নিয়ে গঠিত। যা তাদের এবারের মরশুমে বাকি দলের কাছে শক্তিশালী প্রতিপক্ষ করে তুলবে। যদি এই পরিকল্পনা কার্যকর হয়, তা🅺হলে পঞ্জাব কিংস শিরোপার জন্য অন্যতম বড় দাবিদার হতে পারে।