আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতীয় ক্রিকেটারদের নিয়ে এবার ভক্তরা ভাগাভাগি হয়ে গেছেন। যিনি জাতীয় দলের হয়ে পাঁচ বছর আগে শেষ খেলেছেন, তাঁর ফ্যান ফলোয়িংই কিনা রোহিত-বিরাটদের সমান সমান, কেউ কেউ বেশি বলেও দাবি করেন আ❀ইপিএলে। এবার আইপিএল শুরুর আগেই ভারতীয় দল এবং আইপিএলের🧜 স্পন্সরদের পক্ষ থেকে এল এক মজাদার ভিডিয়ো।
ভাইরাল আইপিএলের আগে বিজ্ঞাপনের ভিডিয়ো
সেই মজাদার বিজ্ঞাপনের ভিডিয়োতে কে নেই? রোহিত শর্মা, ঋষভ পন্ত থেকে হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ। এ তো গেল শুধু ক্রিকেটের কথা। আইপিএল এবং বিসিসিআইয়ের অন্যতম স্পন্সর অনলাইন গেমিং অ্যাপ 🐽বা ওয়েবসাইট ড্রিম ইলেভেনের সেই বিজ্ঞাপনের ভিডিয়োতে ধরা দিলেন স্বরং মিস্টার পারফেক্ট আমির খান, রণবীর কাপুররাও, যা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
রণবীরের দলে রোহিত, আমিরের দলে পন্ত
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে রণবীর কাপুর এবং আমির খান যুযুধান দুই গোষ্ঠি। তাঁরা নিজেদের মতো করেই প্লেয়িং ১১-র দল গঠন করছেন। ভিডিয়োর শুরুতে দেখা গেছিল রণবীর কাপুরের ফ্যান ঋষভ পন্ত, কিন্তু তাঁকেই দলের অধিনায়ক বানিয়ে ফেললেন আমির খান। আবার ওইদিকে রণবীর কাপুরও বলে দিলেন🌄, তাঁর দলে চাই আগ্রাসন, তাই তাঁর দলের অধিনায়ক হিটম্যান।
বুমরাহ বললেন, ‘আমি অবসর নিয়ে নেব ’
এরপরই আসে সেই মজাদার ভিডিয়োতে ট্যুইস্ট। বুঝতে পারা যাচ্ছিল, রণবীর এবং আমিরদের এরকম দল গঠনে ক্রিকেটাররাই একটু বিভ্রান্ত হয়ে পড়ছেন। যা দেখে দূরে দাঁ🦋ড়িয়ে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া ভারতীয় দলের সতীর্থ বুমরাহকে জিজ্ঞাসা করেন, তিনি কার দলে যেতে চান। আইপিএল শুরুর আগেই দলের মালিকদের এমন লড়াই দেখে বুমরাহ তো বলেই দেন, ‘এর থেকে তো ভালো আমি অবসর নিয়ে নেব’।
২২ মার্চ শুরু আইপিএল
এমন মজার ভিডিয়ো সোশাল মিডিয়ায় আসলেও মোক্ষম সময় যখন রোহিত-পন্তরা খেলতে নামবেন, তখন কিন্তু খেলার টেম্পারমেন্টে একে অপরের বিরুদ্ধে লড়বেন তাঁরা বুক চিতিয়ে। বন্ধুতꦉ্ব সরে যাবে দূরে, প্রতিদ্বন্দিনতাই চলে আসবে সামনে। প্রসঙ্গত ২২ মার্চ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে এবারের আইপিএল ২০২৫ শুরু হতে চলেছে।