জাতীয় গেমসে নিজেদের আধিপত্য বজায় রাখল সার্ভিসেস। উত্তরাখণ্ডে ৩৮তম ন্যাশনাল গেমসে পদকের তালিকায় সবার ওপরেই শেষ করল সার্ভিসেস। গত ৬বারের মধ্যে পাঁচবারই তাঁরা শেষ করল পঞ্চম স্থানে। বৃহস্পত🐼িবার অবশ্য দিনটা তাঁদের খুব একটা ভালো না গেলেও, সেদিনও তাঁরা জিতলেন ৮টি পদক। এর মধ্যে এল তিনটা সোনার পদক।
আরও পড়ুন-শত🌺তম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
শীর্ষে সার্ভিসেস
এবারের প্রতিযোগ𒁃িতায় সার্ভিসেসের মোট পদক সংখ্যা ১২১টি। এর মধ্যে ৬৮টি সোনা, ২৬টি রৌপ্য পদক এবং ২৭টি ব্রোঞ্জ। ২০২৩ সালের গেমসে গোয়ার পিছনে দ্বিতীয় স্থানে শেষ করেছিল সার্ভিসেস। তার আগে ২০০৭, ২০১১, ২০১৫ এবং ২০২১ সালের গেমসে টানা চারবার তাঁরা সব থেকে বেশি পদক জয়ের নজির গড়েছিল জাতীয় গেমসের আসরে। মহারাষ্ট্র ও হরিয়ানা অবশ্য পদক জয়ের নিরিখে সার্ভিসেসের থেকে বেশি থাকলেও সোনার নিরিখে সার্ভিসেসই রইল সবার ওপরে। মহারাষ্ট্র ১৯৮টা পদক পেলেও তাঁরা দ্বিতীয় হয়, ✅হরিয়ানা তৃতীয় স্থানে শেষ করে।
বাংলা রয়েছে আট নম্বরে
কর্ণাটক এবং মধ্যপ্রদেশ যথাক্রমনে চতুর্থ এবং পঞ্চম স্থাꦜনে শেষ করে। আট নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গ। এবারে বাংলা জিতেছে ১৬টি সোনার পদক ছাড়াও ১৩টা রৌপ্য পদক এবং ১৮টি ব্রোঞ্জ পদক। এছাড়াও প্রথম দশে জায়গা পেয়েছে পঞ্জাব , দিল্লি, উত্তরাখণ্ড, তামিলনাড়ু। ২৮ জানুয়ারি থেকে শু💖রু হওয়া এই প্রতিযোগিতার জবনিকা পড়ল শুক্রবার।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে𓂃 ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
হরিয়াকে হারাল মধ্যপ্রদেশের মহিলা হকি গল
হকির ইভেন্টে হরিয়ানার মহিলা দল ৪-১ গোলে হারিয়ে দেয় মধ্যপ্রদেশকে। মহারাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ জেতে ঝাড়খণ্ড। পুরুষদের হকি ইভেন্টে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৩-২ গোলে কষ্টার্জিত জয় তুলে নেয় কর্ণাটক෴। এদিকে পঞ্জাবকে ১-০ হারিয়ে ব্রোঞ্জ পায় মহারাষ্ট্র। শেষ দিনে জিমনাষ্টিকে জোড়া পদক জেতে বাংলাও। ৫টি সোনসহ ১২টি পদক নিয়ে জিমনাস্টিকে দ্বিতীয় হয় বাংলা। মহিলাদের ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে প্রণতি দাস সোনা জেতেন, মহিলাদের আর্টিসটিক ব্যালেন্স ইভেন্টে বাংলার মেয়ে রিত෴ু দাস সোনা জিতলেন।
টেবিল টেনিসে অঘটন
টেবিল টেনিসে অঘটন ঘটিয়ে দিলেন জইস অমিত মোদী। তিনি হারিয়ে দিলেন কমনওয়েল্থ গেমসের সোনার পদকজয়ী সাথিয়া জ্ঞানশেখরণকে। মহিলাদের সিঙ্গলসের ফাইনালꩵে তামিল়নাড়ুর সেলভাকুমার দিপতি জেতেন শিরোপা। মিক🔜্সড ডবলস ইভেন্টে বাংলার অনির্বাণ মুখোপাধ্যায় এবং ঐহিকা ঘোষ হারিয়ে দেন মহারাষ্ট্রের জুটি চিন্ময়া সৌমাইয়া- রিত রিশ্য টেনিসনকে।