রবিবার কটকের বারবতি স্টেডিয়ামে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওডিআই ম্যাচ। ইতিমধ্যেই সিরিজে ১-০তে এগিয়ে গেছে ভারত। নাগপুরে টিম ইন্ডিয়া ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে। মিডল অর্ডারে অক্ষর প্যাটেল, শ্রেয়স আইয়ারর🐈া নির্ভরতা দিয়েছেন শুভমন গিলের সঙ্গেই। দ্বিতীয় ম্যাচ জিতেও সিরিজ দ্রুত পকেটে পুড়ে ফেলতে চায় টꦆিম ইন্ডিয়া।
আরও পড়ুন-ফর্ম্যাট বদলের সঙ্গে সঙ্গেই ফর্মে ফিরবেন রোহিত-বিরাট!ไ আশায় প্রাক্তন ব্যাটিং কোচ
রবিবাবের ম্যাচে আগে শনিবার সকালে পুরির জগন্নাথ মন্দিরে গিয়েই পুজো দিয়ে এলেন ভারতীয় দলের তিন সদস্য ওয়াসিংটন সুন্দর, 🍬বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল। প্রসঙ্গত এই তিনজনের মধ্যে একজনই নাগপুরে খেলেছিলেন, এবং ভারতের জয়ের▨ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিলেন। তিনি অক্ষর প্যাটেল। ইংল্যান্ড অধিনায়ক জোস বাটলারের উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে অর্ধশতরান করেন তিনি।
আরও পড়ুন-‘ব্যালন ডি অরের কোনও বিশ্বাসযোগ্যতা নেই! আমিই সবথেকে…’ মেসিকে খোঁ꧋চা রোনাল্ডোর?
পুরির মন্দিরে হাজির ক্রিকেটাররা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর🐎 দিন দশের বাকি। তার আগেই ভারতীয় দলের তিন ক্রিকেটার চলে গেলেন পুরির জগন্নাথ মন্দিরে প্রভুর আশীর্বাদ নিতে। শনিবার সকালে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল এবং ওয়ায়িংটন সুন্দরকে দেখা গেল মন্দিরে প্রবেশ করতে। আসলে কটকের বারবতি স্টেডিয়ামে খেলা হওয়ায় পুরির মন্দির অনেকটাই কাঁছে তাঁদের। তাই ওড়িশায় গিয়ে চারধামের এক ধামে পুজো দিয়ে এলেন তাঁরা।
আরও পড়ুন-‘আজকে আ♓মরা রেফার♒ি কিনতে পারিনি’, বাগান সচিবের খোঁচা লালহলুদকে! ISLর সূচিতেও অখুশি
এর আগেও মন্দিরে পুজো দিতে আসেন বরুণ-
প্রসঙ্গত এর আগে গত বছর আইপিএলের শুরুর সময় কলকাতার কালীঘাট মন্দিরে এসেও পুজো দিতে দেখা গেছিল বরুণ চক্রবর্তীকে। এরপর তিনি যেমন আইপিএলে দুরন্ত পারফরমেন্স করে জাতীয় দলে কামব্যাক করেন, ঠিক তেমনই তাঁ🏅র দলও চ্যাম্পিয়ন হয় আইপিএলে। এবার ফের একদিনের ক্রিকেটে কামব্যাকের লক্ষ্যেই তিনি গেলেন মন্দিরে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি-
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। ২৩ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে ম্যাচ রয়েছে চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের। টিম ইন্ডিয়ার গ্রুপ স্টেজের শেষ খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২মার্চ। সেমিফাইনালে পৌঁছানোর জন্য ভারতীয় দল চাইবে গ্রুপ স্টেজের সব ম্যাচ জিতেই শেষ চারে যেতে। প্রসঙ্গত জসপ্রীত বুমরাহ এখনও চ্য💞াম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন কিনা, তা জানা যায়নি।