মঙ্গলবার আমদাবাদে আইপিএল ২০২৫-এর ম্যাচে নিশ্চিত শতরান হাতছাড়া হওয়ায় পঞ্জাব কিংসের অধ🐎িনায়ক শ্রেয়স আইয়ারের হতাশ হওয়াই স্বাভাবিক। আইয়ার মাত্র ৩ রানের জন্য তাঁর প্রথম আইপিএল শতরান থেকে বঞ্চিত হন। তিনি আমদাবাদে গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৪২ বলে অপরাজিত ৯৭ রান করেন। এমন আগ্রাসী ইনিংসে শ্রেয়স ৫টি চার ও ৯ট൲ি ছক্কা মারেন।
শ্রেয়সের মারকাটারি ব্যাটিংয়ের সুবাদে পঞ্জাব শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ২৪৩ রানের বিশাল ইনিংস গড়ে তোলে এবং শেষমেশ ১১ রানের উত্তেজক জয় তুলে নেয়। প্রথমবার পঞ্জাবের হয়ে খেলতে নেমে শ্রেয়স প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হন। এটি পঞ্জাবের ১৮তম মরশু♔মের প্রথম ম্যাচ ছিল। শ্রেয়সের শতরান হাতছাড়া করার বিষয়ে পঞ্জাবের মালকিন তথা বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার কোনো দুঃখ নেই। তিনি অধিনায়কের প্রশংসা করে বলেন যে, কিছু ৯৭ রানের ইনিংস সেঞ্চুরির থেকেও দামি হয়।
প্রীতি বুধবার সোশ্যাল মিডিয়ায় পঞ্জাব কিংসের জয়ের ভিডিও শেয়ার করে লেখেন, ‘কী দারুণভাবে শুর🍌ু হলো টুর্নামেন্ট। কিছু ৯৭ রানের ইনিংস সেঞ্চুরির থেকেও দামি। দুর্দান্ত ক্লাস, লিডারশি❀প ও আগ্রাসন দেখানোর জন্য শ্রেয়সকে কুর্নিশ। যেভাবে দল একজোট হয়ে লড়েছে, অসাধারণ লেগেছে।’
প্রীতি পঞ্জাবের জয়ে গু🍒রুত্বপূর্ণ ভূমিকা পালন করা অন্যান্য খেলোয়াড়দ🌳েরও প্রশংসা করেছেন। তিনি লেখেন, ‘বিজয়কুমার বৈশাক, প্রিয়াংশ আর্য, মারকো জানসেন, অর্শদীপ সিং এবং শশাঙ্ক সিংকে অনেক অনেক অভিনন্দন।’
উল্লেখ্য, শ্রেয়স শতরানের কাছাকাছি পৌঁছনোর পরে শেষ ওভারে স্ট্রাইক পাননি। শশাঙ্কের আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণে তিনি সেঞ্চুরি থেকে বঞ্চিত হন। শশাঙ্ক মহম্মদ সিরাজের করা ২০তম ওভারে পাঁচটি চার মারেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কার স🍃াহায্যে ১৬ বলে অপরাজিত ৪৪ রান করেন।
শ্রেয়স গুজরাট টাইটানস বনাম পঞ্জাব কিংস ম্যাচের পরে বলেন, ‘সত্যি বলতে, আমি খুব খুশি। প্রথম ম্যাচেই ৯৭ রান করা সোনায় স𒊎োহাগা। এর থেকে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না।’
ম্যাচের শেষে শশাঙ্ক জানান যে, অধিনায়ক শ্রেয়সই তাঁর শতরানের কথা না ভেবে বড় শট খেলার নির্দেশ দিয়েছিলেন। পঞ্জাবের জয়ের পরে শশাঙ্ক সাংবাদিকদের বলেন,🏅 ‘সত্যি বলতে আমি স্কোরবোর্ড দেখিনি। কিন্তু প্রথম বলে চার মারার পর আমি স্কোরবোর্ড দেখি যে শ্রেয়স ৯৭ রানে ছিল।’
তিনি আরও বলেন, ‘শ্রেয়স আমার কাছে এসে বলে, শশাঙ্ক আমার শতরানের কথা চিন্তা কোরো না। আমি ওকে বলতে যাচ্🔯ছিলাম যে, আমার কি এক রান নিয়ে ওকে স্ট্রাইক দেওয়া উচিত? ও যেটা বলে, তার জন্য খুব বড় হৃদয় এবং সাহস লাগে। কারণ টি-টোয়েন্টিতে, বিশেষ করে আইপিএলে শতরান সহজে আসে না।'