𓄧 টিউশন পড়তে গিয়ে একসঙ্গে নিখোঁজ হয়ে গেল চার ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জের কৃষ্ণপুর পশ্চিমপাড়া এলাকায়। বৃহস্পতিবার বিকেলে টিউশন পড়তে গিয়ে ওই চার বন্ধু আর বাড়ি ফেরেনি। তবে একজনের বাড়ির কিছুটা দূরেই একটি গর্তের পাশে তাদের সাইকেল ও চটি পড়ে থাকতে দেখা গিয়েছে। ফলে গোটা ঘটনাকে কেন্দ্র করে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন নিখোঁজ ছাত্রদের অভিভাবকরা। ইতিমধ্যেই তাঁরা এ বিষয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন।
আরও পড়ুন: ꧟ক্যানিংয়ে নিখোঁজ মাধ্যমিক পরীক্ষার্থী, অপহরণ নাকি অন্য কিছু? তদন্ত করছে পুলিশ
🌊পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ চার ছাত্রের মধ্যে শুভ ঘোষ এবং আকাশ ঘোষ নবম শ্রেণির পড়ুয়া। আর বাকি দুই ছাত্র সায়ন ঘোষ এবং রুপম চক্রবর্তী দশম শ্রেণির ছাত্র। তারা সকলেই নদিয়ার শিবনিবাস শ্রী শ্রী মহানন্দ হাই স্কুলের ছাত্র। পরিবারের সদস্যদের অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে তারা টিউশন পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। রাত হয়ে যাওয়ার পরেও কেউ বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা। বিভিন্ন জায়গায় তাদের খোঁজ করেন অভিভাবকরা। শুধু তাদের সাইকেল ও চটি পাওয়া গিয়েছে। কিন্তু, চারজনের কোনও সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে কৃষ্ণগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।
♐পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত চার ছাত্রের কোনও খোঁজ পাওয়া যায়নি। এই অবস্থায় চার ছাত্রর সঙ্গে কোনও দুর্ঘটনা ঘটেছে? নাকি এর পিছনে চক্র জড়িত রয়েছে? তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সন্তানরা বাড়িতে না ফেরায় চিন্তায় প্রত্যেকটি পরিবার। এ বিষয়ে নিখোঁজ ছাত্র রূপম চক্রবর্তীর বাবা রাজীব চক্রবর্তী জানান, গতকাল বিকেল তিনটে নাগাদ তাঁর ছেলে বাড়ি থেকে টিউশন পড়ার জন্য বেরিয়েছিল। না ফেরায় তিনি শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, পাঁচটা নাগাদ তারা বেরিয়ে যায়। তারপরে আর বাড়ি ফেরেনি। অন্য এক ছাত্রের বাবাও জানান, তাঁর ছেলে বাড়ি ফেরেনি। এ বিষয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি জানিয়েছেন, কৃষ্ণগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে। তাদের খোঁজ করা হচ্ছে। দ্রুত তাদের খুঁজে বের করে ফিরিয়ে আনা হবে। তবে সন্তানরা না ফেরা পর্যন্ত দুশ্চিন্তা কাটছে না অভিভাবকদের।