ꦚ দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে প্রায় সকলেই চেনেন। সামান্থা দক্ষিণী চলচ্চিত্র জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি তাঁর কর্মজীবনে অনেক হিট ছবি উপহার দিয়েছেন। পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও সামান্থা বেশ আলোচনায় থাকেন। নাগা চৈতন্যের সঙ্গে তাঁর বিবাহ বিচ্ছেদের খবর একসময় ব্যাপক আলোচনায় ছিল। সামান্থার সাথে বিবাহ বিচ্ছেদের পর নাগা শোভিতা ধুলিপালাকে বিয়ে করেছেন। এদিকে সম্প্রতি সামান্থা নিজের বেশ কিছু ছবি শেয়ার করেছেন, যা দেখে ভক্তরা নানান প্রশ্ন করছেন।
আরও পড়ুন: 🌜করণের প্রযোজনায় আসছে কার্তিকের নতুন সিনেমা, প্রকাশ্যে এল ছবি মুক্তির তারিখ
আরও পড়ুন:♔ প্রচারের আলোয় সলমনের নতুন ঘড়ি! দাম শুনলে আঁতকে উঠবেন আপনি
🎃সামান্থা রুথ প্রভু তাঁর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তাঁর নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। এই ছবিগুলির সাথে কিছু ভিডিয়োও রয়েছে। ছবি দেখে বোঝা যাচ্ছে, সামান্থা সিডনি ওয়াইল্ড পার্কে ছুটি উপভোগ করছেন। সামান্থাকে ক্যাজুয়াল পোশাকে অসাধারণ দেখতে লাগছে। ছবিতে তাঁকে পরে থাকতে দেখা যায় একটি ফুল স্লিভ টি-শার্ট এবং নীল জিন্স, সঙ্গে একটি টুপি।
𒈔সামান্থার ছবি দেখে বোঝা যাচ্ছে তিনি বেড়াতে গিয়ে খুব উপভোগ করছেন। ছবিগুলির সাথে তিনি ক্যাপশনে লিখেছেন, 'প্রকৃতি, প্রাণী, এবং ভালো অনুভূতি, ক্যাঙ্গারুদের খাবার খাওয়ানো থেকে শুরু করে ঘুমন্ত কোয়ালা দেখা পর্যন্ত, এটি ছিল খুবই মনোরম সময়।' এই ছবিগুলি ভক্তরা বেশ পছন্দ করছেন।
আরও পড়ুন:🐎 'ওর লাইফ তো সেট...', আলিয়াকে ঈর্ষা করতেন তাঁরই এক কাছের মানুষ, জানেন তিনি কে?
আরও পড়ুন: ꧑‘কৃষ ৪’-এ রাকেশের পরিচালনায় কাজ নয়, এবার হৃতিকের ছবির পরিচালক ওই বাড়িরই অন্য একজন
𒈔তবে সামান্থার ছবি দেখে কমেন্ট করে ভক্তরা একটাই প্রশ্ন করছেন যে এই ছবিগুলি কে তুলেছে? এই প্রশ্নের উত্তর দিয়ে তিনি লিখেছেন- '@sydneytourguide Naomi' একই সঙ্গে তিনি লাল হৃদয় ইমোজিও ব্যবহার করেছেন। অর্থাৎ তাঁর ছবি তুলে দিয়েছেন ট্যুরিস্ট গাইড। আর এই উত্তরেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি এখনও সিঙ্গল-ই আছেন।