সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ম্যাচেই অসুস্থ হয়ে পড়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের শিকার হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন এই তারকা ক্রিকেটার, দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হয়ে অবশ্য এদিন তিনি ছাড়া পেলেন হাসপাতাল থেকে, আগ✤ের থেকে এখন তাঁর অবস্থার অনেকটা উন্নতি হওয়ায় তাঁকে বাড়ি ছাড়া হয়েছে। সোমবার মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচের আগে এই ঘটনা ঘটে। হঠাৎ করেই তিনি অসুস্থ বোধ করায় প্রথমে বিষয়টিকে অতটা গুরুত্ব দেননি, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে তাঁকে দ্রু𝔉ত হাসপাতালে নিয়ে আসা হয়।
জানা গেছে তাঁর হৃদযন্ত্রে ব্লকেজ থ💛াকায় তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। তিনি এদিন ঢাকার কেপিজে এভারকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। যদিও এই অবস্থায় তাঁর ক্রিকেটের মাঠে ফেরার কোনও সম্ভাবনাই দেখছেন না চিকিৎসকরা, তাই তাঁর খেলা চালিয়ে যাওয়া নিয়ে বড়সড় ൲প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে ৩-৪ মাস পর একটি মেডিকেল বোর্ড বসবে, তাঁরাই সিদ্ধান্ত নেবে তামিমের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে।
মহমেডানের ম্যাচের সময় অসুস্থ বোধ করেন তামিম
তামিম সেই ম্যাচে মহমেডানের অধিনায়ক ছিলেন এবং টসের সময়ও উপস্থিত ছিলেন। কিন্তু শাইনপুকুরের ইনিংসের সময় ফিল্ডিং করার সময় তিনি অস্বস্তি বোধ করেন। এরপরই তাকে অবিলম্বে চি🎃কিৎসক দলের দ্বারা প্রাথমিক চিকিৎসা করা হয়। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হচ্ছে দেখে চিকিৎসক দল সিদ্ধান্ত নেয় তাঁর আরও উন্নততর চিকিৎসার প্রয়োজন।
মেডিক্যাল টিমের তৎপরতায় বাঁচেন তামিম
চিকিৎসকরা তামিমকে টানা CPR এবং DC শক প্রয়োগ করতে থ🌠াকেন, কারণ একটা সময় পালস ঠিকঠাক আসছিল না। হেলিকপ্টারে করে অন্যত্র হাসপাতালে তাঁকে বদলি করার কথা চললেও তাঁর শারীরিক অবস্থা মোটেও ভালো না থাকায় সেই সময় আর কিছুই করতে পারেনি চিক🍨িৎসকরা। এরপর KPJ হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়, যেখানে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়, তাকে ICU তে রাখা হয়েছিল।
স্টেন্ট বসেছে তামিমের হৃদযন্ত্রে
হাসপাতালের চিকিৎসকদের তরফে আজ জানানো হয়েছেন, “তামিমের স্বাস্থ্য অবস্থা পর্যবেক্ষণ করে আমরা আজ তাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আশা করি তিনি শীঘ্রই ক্রিকেটে ফিরে আসতে পারবেন,"। বিশিষ্ঠ হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুল ওয়াদুদ চৌধুরী মঙ্গলবার তামিমের সঙ্গে দেখা করেন এবং তাঁর শারীরিক অবস্থা নিয়ে ইতিবাচক কথাই বলেন। তিনি জানান, “আমরা আজ সকালে ইকো কার্ডিওগ্রাফের মাধ্যমে তার হৃৎপিণ্ডের কার্যকারিতা পরীক্ষা করছিলাম। সেখানে দেখা যায় যে সবকিছু ঠিক আছে, তেমন কোনও সমস্যা নেই। তবে অভ্যন্তরে অস্বাভাবিক হার্টবিটও থাꦗকতে পারে, তাই পর্যবেক্ষণে করা হচ্ছে"।