সদ্য ছেলে কোলে বাড়ি ফিরেছেন মানসী সেনগুপ্ত। আপাতত সদ্যোজাতকে নিয়েই সময় কাটছে ছোটপর্দার 'মৌমিতা'র। আদরের মেয়ে তুহু তো ছিলই, এবার মানসীর কোলে এসেছে ‘গোল্লা’। বেবি🌼কটে শুয়ে সদ্যোজাত পুত্রꦓ সন্তানের কিছু মুহূর্ত ফেসবুকের পাতায় শেয়ারও করেছেন অভিনেত্রী। যদিও তাতে ছোট্ট গোল্লার মুখ দেখা যায়নি। সেখানে পোষ্য টোকিয়োর সঙ্গে ছেলের আলাপ করিয়ে দিতেও দেখা গিয়েছিল মানসীকে। নিজের সদ্যোজাত ছেলেকে টোকিয়োর ভাই বলে তার সঙ্গে আলাপ করান তিনি।
মানসীর পোস্ট করা সেই ভিডি👍য়োতে গোল্লার বেবিকটের চারপাশে ঘুরঘুর করতে দেখা গিয়েছিল টোকিয়োকে। যদিও সে যাতে কোনওভাবেই ৭ দিনের ছেলেকে না ছোঁয় তা নিয়ে বারবার পোষ্যকে সাবধান করেছেন অভিনেত্রী। আর এবাܫর ফেসবুকের পাতায় টোকিয়োর নতুন ভিডিয়ো দিলেন মানসী। যেখানে পোষ্যটি কেঁদে কেঁদে দেখাচ্ছে যে ছোট্ট গোল্লা ঠিক কেমন করে কাঁদছে।
মানসী টোকিয়োকে প্রশ্ন করেন? ভাই কেমন করে কাঁদছে? উত্তর দিতে♏ গিয়ে টোকিয়ো নিজেই কেঁদে দেখায়। মানসী বলেন, ‘ও ভাই এমন করে কাঁদছে…’। এদিকে পোষ্যর কান্নাকাটির আগে ছেলেকে আয় আয় করে ভোলাতেও দেখা যায় অভিনেত্রীকে।
এদিকে মানসীর এই মাতৃত্বকালীন ছুটিতে তাঁর সর্বক্ষণের সঙ্গী তাঁর অভিনেত্রী বোন রাইমা। এবার রাইমা দিদির বাড়িতে হাজির তাঁর পুরনো অ্যালবাম নিয়ে। যে অ্যালবামে রয়েছে মানসীর প্রথম মাতৃত্ব, তুহুর জন্মের পরের নানান মুহূর্ত থেকে তাঁর মুখ ভাতের অসংখ্য ছবি। যেখানে দেখা মিলেছে মানসীর বরেরও। মানসীর প্রথম অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় সাধ খাওয়া থেকে আরও নানান𝓀 মুহূর্ত। তবে কোনও কোনও জায়গায়, আমি আমার এই ছবি দেখাতে চাই না বলে হাত দিয়ে ঢেকেও দিয়েছেন অভিনেত্রী। '৮ বছর আগের অ্যালবাম খুঁজে পেলাম', ক্যাপশানে ভিডিয়োটি ফেসবুকের পাতায় পোস্ট করেছেন মানসী।
প্রসঙ্গত, মানসীর প꧂্রথম সন্তান, তাঁর মেয়ে তুহুর বয়স এখন ৮। আর মানসী জানিয়েছিলেন, তাঁর বরের সঙ্গে সম্পর্ক ঠিক হওয়ার পরই তিনি দ্বিতীয়বার মা হওয়ার সিদ্ধান্ত নেন। এমনকী তাঁর মেয়ে তুহু ভাইকে সে ‘তুতু’ বলে ডাকবে বলেও জানিয়েছেন তিনি।