💜 Tamim Iqbal has recovered: তামিম ইকবালকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সাভারের কেপিজে হাসপাতাল পরিবর্তন করে এভারকেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে। সাভারের কেপিজে হাসপাতালে হার্টে স্টেন্ট বসার পরদিনই পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
🌠তামিমের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তবে, বর্তমানে তার কোনও শারীরিক জটিলতা নেই বলেই খবর পাওয়া যাচ্ছে। কেপিজে হাসপাতালে চিকিৎসা সঠিকভাবেই চলছিল বলে জানা গিয়েছে। কিন্তু আরও ভালো চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে এবং ঢাকার অভ্যন্তরে রাখার জন্যই হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
♛অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ায় তার প্রাথমিক ঝুঁকি বর্তমানে অনেকটাই কম। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, তাকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। মঙ্গলবার তামিমকে দেখতে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর এখনই হাসপাতাল পরিবর্তন না করার পরামর্শ দিয়েছেন তিনি।
ꦬতবে পরিবারের অনুরোধে কেপিজে হাসপাতালে মেডিকেল বোর্ড বসে বিষয়টি পর্যালোচনা করে এবং জানায়, বর্তমানে হাসপাতালে স্থানান্তরের ক্ষেত্রে তাঁর তেমন কোনও ঝুঁকি নেই। তামিম নিজেও এ বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।
আরও পড়ুন … ꦇভিডিয়ো: ২টি ছক্কা মারার পরেই আউট ত্রিস্তান স্টাবস! IPL 2025-এর নতুন নিয়মের কারণেই কি এমন হল?
হার্ট অ্যাটাক ও দ্রুত চিকিৎসা
📖সোমবার বিকেএসপিতে মহমেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে তামিম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তার হার্টে ব্লক ধরা পড়ে এবং তাৎক্ষণিকভাবে রিং পরানো হয়। মহমেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরি ডালিমের দ্রুত CPR প্রদান, হাসপাতালের চিকিৎসকদের তাৎক্ষণিক সেবা এবং জরুরি চিকিৎসার মাধ্যমে তামিমের অবস্থা স্থিতিশীল করা হয়।
🦩রাতে কিছুটা সুস্থ হয়ে তামিম তার ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলেন এবং স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করেন। মঙ্গলবার সকাল থেকে আরও উন্নতি লক্ষ্য করা যায়, তিনি ধীরে ধীরে হাঁটাচলা শুরু করেন। এরপরই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এভারকেয়ার হাসপাতালে তাকে কয়েকদিন থাকতে হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন … ♐IPL 2025 শুরুর আগের দিন ২১.১ কোটি টাকার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন সূর্যকুমার যাদব
এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তা লেখেন তামিম
🌺মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে তামিম ইকবাল ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়াতে একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি বিশেষবার্তা লেখেন। তামিম ইকবাল লেখেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সে দিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি। হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোন ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে — এই কথাটি আমরা বার বার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সঙ্গে কী হতে যাচ্ছে?’
আরও পড়ুন … 𓆏IPL 2025: LSG-র বিরুদ্ধে DC-র জয়ের আসল রহস্য কী? ডু প্লেসির গলায় লিগের নতুন নিয়ম
ཧএরপরে তিনি লেখেন, ‘আল্লাহতা’ আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।’
🌄শেষে তামিম ইকবাল লেখেন, ‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ। আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না।’