তুষার দেশপান্ডের লেংথ বলটি ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে যখন রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিলে🌳ন, তখন গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে হলুদ জার্সির সাগর উচ্ছ্বাসে ফেটে পড়ল। টেলিভিশনের পর্দায় চোখ রাখছিলেন হাজারো দর্শক।
চেন্নাইয়ের প্রয়োজন ছিল শেষ ওভারে ২০ রান, আর স্ট্রাইকে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এটি ছিল এমন এক মুহূর্ত, যা যে কোনও ক্꧃রিকেটপ্রেমী কল্পনা করেন। কিন্তু শেষ পর্যন্ত সব শেষ হল হৃদয়ভঙ্গের এক দৃশ্যে, যখন শিমরন হেতমায়ের লং-অন বাউন্ডারিতে অসাধারণ একটি ক্যাচ নিলেন। এরপরেই এক তরꦍুণী ভক্তের আবেগ ক্যামেরায় ধরা পড়ে। যা দেখে ভক্তেরা বলতে শুরু করেছেন নতুন মিম এসে গিয়েছে।
আরও পড়ুন … অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় ৩টি ODI, ৫টি T20I খেলবে ভারত: দেখুন সম্পূর্ণ 🎐সূচি
সন🅰্দীপ শর্মা, যিনি তার টি-টোয়েন্টি কেরিয়ারে একাধিকবার ধোনির মুখোমুখি হয়েছেন এবং অতীতেও শেষ ওভারে তাকে পর🦩াস্ত করেছেন, তিনি ধোনিকে এক নিম্ন-প্রশস্ত ফুলটস বল দিলেন। ধোনি বলটিকে ক্রস ব্যাটে খেলতে গিয়ে বাউন্ডারির দিকে পাঠালেন, কিন্তু হেতমায়ের দ্রুত ছুটে এসে ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ নিলেন, যা চেন্নাই সমর্থকদের স্বপ্ন ভেঙে দিল। স্টেডিয়ামে থাকা দর্শকেরা অবাক হয়ে গেলেন, কারণ এটি ছিল রাজস্থান রয়্যালসের ঘরের মাঠ।
আরও পড়ুন … IPL 2025: KKR-এ থাকার সময় নারিনের কাছ থেকে অনেক কিছু শিখেছি.. কেন এꩲমন বললেন কুলদ🐭ীপ যাদব?
ধোনি যখন ধীরে ধীরে হতাশ ভঙ্গিতে ডাগআউটের দিকে ফিরছিলেন, ক্যামেরাম্যানের নজরে পড়ল চেন্নাইয়ের এক তরুণী সমর্থক। যিনি রাগে ফুঁসছিলেন, কিন্তু ধোনিকে ‘বকাঝকা’ করা থেকে নিজেকে সামলে নিয়েছিলেন। মুহূর্তটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, আ🐼র নেটিজেনরা বললেন, ‘আইপিএল ২০২৫ থেকে নতুন মিম এসে গেল!’
আরও পড়ুন … IPL 2025: নতুন ভেন্যু খুঁꦏজছে SRH! HCA-র বিরুদ্ধে হুমকি ও ব্ল্যাকমে🐼ইলের অভিযোগ করল সানরাইজার্স
ছয় রানে হারল চেন্নাই
ধোনি আউট হওয়ার পরও চেন্নাই ম্যাচে টিকে ছিল, কারণ শেষ তিন ব🏅লে প্রয়োজন ছিল মাত্র তিনটি ছক্কা। সেই মুহূর্তে জেমি ওভারটন, যিনি বল হাতে খারাপ পারফরম্যান্স করেছিলেন, তৃতীয় বলে একটি বিশাল ছক্কা হাঁকিয়ে আবারও চেন্নাই সমর্থকদের আশা দেখান।
কিন্তু সন্দীপ শর্মা কৌশল বদলে দিয়ে পরবর্তী বলে ধীরগতির এক বা💧উন্সার করেন, যেখানে ওভারটন মাত্র দুটি রান নিতে সক্ষম হন। শেষ পর্যন্ত চেন্নাই ছয় রানে ম্যাচ হেরে যায় এবং চলতি আসরে এটি ছিল তাদের টানা দ্বিতীয় পরাজয়।রুতুরাজ গায়কোয়াড়ের ন🌟েতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস আগামী ৫ এপ্রিল ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে।