Fixing in Bangladesh Premier League: বাংলাদেশ ক্রিকেটে ম্যাচ গড়াপেটার অভিযোগ! ২০২৫ সালের বাংলা🅰দেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের অভিযোগ এখনও তদন্তাধীন, তার মাঝেই আরও এক গড়াপেটার অভিযোগ সামনে উঠে এল। বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতা, ঢা♏কা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ঘিরে ফের অভিযোগ উঠছে।
ঈদের পরে শুরু হওয়া শেষ তিন রাউন্ডে কিছু ম্যাচ নিয়ে সন্দেহ ঘনীভূত হয়েছে। মাঝারি মানের দলগুলোর বিরুদ্ধে নীচের সারির দলগুলোর জয়ের ধরণ এবং ম্যাচের ধারা অনেকের কাছেই অস্বাভাবিক মনে হচ্ছে। সংশꦇ্লিষ্ট অনেকেই বলছেন, যেন অবনমন ঠেকাতে নীচের দౠলগুলো প্রতিপক্ষের ‘সহানুভূতি’ পাচ্ছে।
৯ম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে এমনই এক বিতর্ক জন্ম দিয়েছে। ম্যাচটি ছিল কম রান-সংবলিত, কিন্তু রূপগঞ্জ টাইগার্সের ব্যাটিং এবং কৌশল প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে, বিশেষ করে এই দুই দলের মালিকানায় সাদৃশ্য থাকায় অনেকেই মনে করছেন, গাজীর অবনমন ঠেকাতে হয়তো ইচ্ছাকৃতভাবে ম্যাচটি ছেড়ে দেওয়া হ🍷য়েছি🃏ল।
গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচে কী ঘটেছিল?
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচেও দেখা গেছে কিছু অস্বাভাবিক দৃশ্য। ম্যাচের ৩৬তম ওভারে শাইনপুকুরের দরকার ছিল ৮৯ বলে ৩৬ রান। তখন ব্যাট করছিলেন রহিম আহমেদ। তিনি ১৮ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন। হঠাৎ করেই অফ স্পিনার নিহাদুজ্জামানের একটি ডেলিভারিতে বল ছাড়ার আগেই উইকেট ছেড়ে এসে স্টাম্পিংয়ের ফাঁদে ধরা পড়েন তিনি। বলটি সরাসরি ব্যাটে ডিফেন্স করতে গিয়ে উইকেটরক্ষকের ꧃হাতে চলে যায়, এবং ব্যাটার কোনও রকম চেষ্টা না করেই সাজঘরে ফিরে যান। তার আউট হওয়ার ধরন দেখে ধারাভাষ্যকারেরাও অবাক হয়ে যান।
শেষ উইকেট কীভাবে আউট হল?
এরপর ৪৪তম ওভারে, যখন জয়ের জন্য মাত্র ৬ রান প্রয়োজন, উইকেটরক্ষক-ব্যাটার মিনহাজুল আব♈েদীন সাব্বিরও একইরকম অদ্ভুতভাবে স্টাম্পড হন। বল ছাড়ার আগে থেকেই উইকেট ছেড়ে এগিয়ে গিয়ে অনায়াসে স্ট্যাম্পিংয়ের সুযোগ করে দেন মিনহাজুল আবেদীন সাব্বির। সোশ্যাল মিডিয়াতে মুহূর্তেই ভিডিয়োটি ছড়িয়ে পড়ে। সমালোচনায় মুখর হয়ে ওঠে বাংলাদেশ ক্রিকেট। প্রাক্তন ক্রিকেটার রাজিন সালেহ লিখেছেন, ‘শেম, ডিপিএল’।
দেখুন সেই আউটের ভিডিয়ো-
আরও পড়ুন … IPL 2025: ৩৯ বলে সেঞ্চুরি করেও কোচের থেকে ধমক শুনলেন গম্ভীরের প্রিয় প্র🐬িয়াংশ
বিসিবি-র দুর্নীতি দমন ইউনিটের প্রধান কী লিখলেন?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন ইউনিটের প্রধান মেজর (অব.) রায়ান আজাদ নিজেও ভিডিয়োটি শেয়ার করে মজার ছলে লিখেছেন, ‘চা পানের দাওয়াত ꦡরইল।’ পরে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘বোকা না চালাক আমার মতো?’ এই রসিকতার আড়ালেই যেন লুকিয়ে রয়েছে গা শিউꦬরে ওঠা এক সতর্কবার্তা।
কেন গড়াপেটার কথা বলা হচ্ছে-
জয়ের জন্য শাইনপুকুর ক্রিকেট ক্লাবের দরকার ছিল ৬ রান। তাদের হাতে ছিল ১ উইকেট। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের অবনমন প্রায় নিশ্চিত হয়েগ⛦িয়েছে, অন্যদিকে গুলশান ক্রিকেট ক্লাবের সামনে সুপার লিগ খেলার হাতছানি ℱছিল। এমন আউটের পর ৫ রানের জয়ে সুপার লিগ নিশ্চিত হয়ে যায় গুলশানের। ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নম্বরে উঠে গেছে তারা। ১০ ম্যাচে ১ জয় পাওয়া শাইনপুকুর রয়েছে সকলের শেষে।
আরও পড়ুন … IPL 2025-এর মা🐎ঝ পথে অমিতাভ বচ্চনের 𓃲টিমের সেরা ক্রিকেটারকে নিজের দলে নিলেন শাহরুখ খান
‘ভুতুড়ে’ আউট নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ঝড়
এই ‘ভুতুড়ে’ আউটগুলো নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। ব্যাটারদের আউট হওয়ার ধরন দℱেখে মনে হয়েছে, যেন ইচ্ছাকৃতভাবেই উইকেট বিলিয়ে দিচ্ছেন তাঁরা। এই ঘটনা নিছক কৌতুক নয়, বরং দেশের ক্রিকেট সংস্কৃতির জন্য এক গভীর সংকেত।
বিসিবির প্রাক্তন কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ তাঁর ফেসবুক পোস্টে ক🎉ড়া ভাষায় লেখেন, ‘এই তরুণ ক্রিকেটাররা যদি এমন ‘খেলা’ শেখে, তাহলে দেশের ক্রিকেট কোথায় দাঁড়াবে? জবাবদিহিতা নেই, সবাই চোখ বন্ধ করে আছেন। সরকার বদলের পর ন্যায়ের কথা বলা হলেও, বাস্তবে তেমন কিছুই দেখা যাচ্ছে না। সকলেই জানে কী হচ্ছে, কিন্তু কেউ মুখ খুলছে না।’ তাঁর মতে, দেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে না, বরং পিছিয়ে পড়ছে।