ধোনির অনুরাগী ছিলাম, আছি এবং থাকব। সোশ্যাল মিডিয়া তুমুল বিদ্রুপ ধেয়ে এলেও জোর গলায় নিজের অবস্থান স্পষ্ট করলেন আম্বাতি রায়াড়ু। সেই সঙ্গে রায়াড়ু তাঁর দিকে আঙুল তোলা ব্যক্তিদের পর꧅ামর্শ দেন পিআরের পিছনে টাকা খরচ না করে দানধ্যান করার। তাতে নাকি অনেকের উপকার হতে পারে। এক্ষেত্রে তাঁর পালটা আক্রণের সূ💎চিমুখ কার দিকে, সেটা স্পষ্ট করেননি রায়াড়ু।
চলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির পারফর্ম্যান𝓀্সে খুশি নন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত আক্রমণ ধেয়ে আসছে ধোনির দিকে। বিশেষজ্ঞদেরও অনেকেই ধোনিকে নিভে যাওয়া তারা হিসেবে বর্ণনা করছেন। তবে রায়াড়ু সেই পথে হাঁটতে রাজি নন। তিনি খোলামেলাভাবে ধোনির সমর্থনে গলা ফাটাচ্ছেন। এমনকি ধোনিকে নিয়ে নেতিবাচক ধারণা পোষণ করা সহ-ধারাভাষ্যকারদের সঙ্গে তর্কেও জড়াচ্ছেন আম্বাতি।
রায়াড়ু সত্যিটা মেনে নিতে পারছেন না, এমন দাবি করে সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যের ঝড় বইছে। বিশেষ করে এক্ষেত্রে💟 আরসিবি সমর্থকদের একাংশকে রায়াড়ুর পিছনে উঠেপড়ে লাগতে দেখা যাচ্ছে। পঞ্জাব কিংসের বিরুদ্ধে সিএসকের ম্যাচে ধোনি যখন পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন, রায়াড়ুর উত্তেজনা ছিল চরমে। ধোনি তলোয়ার নিয়ে যুদ্ধে যাচ্ছেন, এমন ভাব ফুটে ওঠে ধারাভাষ্যকার আম্বাতির কথায়।
তবে ধোনি শেষমেশ চেন্নাইকে সেই ম্যাচ জেতাতে না পারায় রায়াড়ুর মন্তব্য নিয়ে ফের শুরু হয়ে যায় বিদ্রুপ꧋। এমন পরিস্থিতিতেও ট্রোলারদের কাছে মাথা নত করতে রাজি হলেন না রায়াড়ু। তিনি সোশ্যল মিডিয়াতেই নিজের অবস্থান জানান। বৃহস্পতিবার টুইটারে রায়াড়ু লেখেন, ‘আমি থালার (ধোনির) অনুরাগী ছিলাম, আমি এখনও থালার অনুরাগি এবং সর্বদা থালার অনুরাগীই থাকব। লোকে কী ভাবল, তাতে কিচ্ছু যায় আসে না। তাতে আমার অবস্থান এক শতাংশও বদলাবে না।’
আম্বাতি সঙ্গে যোগ করেন, ‘সুতরাং, পিআরের পিছনে টাকা খরচ করে ল🃏াভ নেই। বরং সেই টাকায় দানধ্যান করতে পার🌳েন। অনেক গরিব মানুষ তাতে উপকৃত হবেন।’
উল্লেখ্য, চলতি আইপিএলে ধারাভাষ্য দেওয়ার সময় সঞ্জয় বাঙ্গার ও সিধুর সঙ্গে কার্যত তর্কে জড়ান রায়াড়ু। বাঙ্গারের𒁃 সঙ্গে রায়াড়ু দ্বিমত পোষণ করেন হার্দিক পান্ডিয়া ও রোহিত শর্মার প্রসঙ্গে। তবে সিধুর সঙ্গে আম্বাতির খটাখটি গিয়ে থামে মহেন্দ্র সিং ধোনির প্রসঙ্গে। রায়াড়ু সিধুকে গিরগিটির সঙ্গে তুলনা করলে সিধু তো সরাসরি বলেই বসেন যে, আসলে গিরগিটি হলেন আম্বাতির আরাধ্য দেবতা। অর্থাৎ, সিধু এক্ষেত্রে ধোনির দিকেই ইঙ্গিত করেন।