RCB Practice Virat Kohli Clean Bowled: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১৮তম মরশুম খেলতে চলেছেন বিরাট কোহলি। গত আসরে অরেঞ্জ ক্যাপ জয়ী পারফরম্যান্সের পর এবারও তার কাছ থেকে ভক্তদের অনেক প্রত্যাশা থাকবে। তবে এই প্রত্যাশা কোহলির জন্য নতুন কিছু নয়। এক দশকেরও বেশি সময় ধরে তিনি এই🍨 চাপের মধ্যে থেকেও দুর্দান্ত পারফরম্যান্স করে এসেছেন।
RCB Unbox 2025 ইভেন্ট🎃ের আগে নেট অনুশীলনে বোল্ড হলেন বিরাট কোহলি। এই ভিডিয়ো দেখে অবাক হয়েছেন তাঁর ভক্তেরা। সম্প্রতি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও, সব ফরম্যাটেই তার ফর্ম কিছুটা উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছে। এই কারণেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভক্তদের মধ্যে সামান্য চিন্তার কারণ হয়ে উঠেছে বিরাট কোহলির সাম্প্রতিক ব্যাটিং ফর্ম।
আরও পড়ুন … RCB Unbox 2025: প্রয়াত দক্ষিণী ‘পাওয়ার স্টার’-কে কোহলিদের শ্রদ্ধ🌄ার্ঘ্য! আবেগে ভাসল চিন্নাস্বামী
এ দিকে, RCB Unbox 2025 ইভেন্টের আগে বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী সꦉ্♏টেডিয়ামে অনুশীলনের সময় এক নেট সেশনে একেবারে ক্লিন বোল্ড হয়ে যান বিরাট কোহলি। একটি ফুললেংথ ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে তাঁর স্টাম্প উড়ে যায়। যদিও নেট সেশনে এমন আউট হওয়া স্বাভাবিক বিষয়, তবে যেহেতু এটি বিরাট কোহলির ঘটনা, তাই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই এই ভিডিয়ো ভাইরাল হয়ে যায়।
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন … ভিডিয়🦄ো: হঠাৎ রেগে গেলেন রোহিত শর্মা! ছুটি কাটিয়ে দেশে ফেরার সময়ে এয়𝔉ারপোর্টে কী এমন ঘটল?
RCB-র আনবক্স ইভেন্টে পতিদারের প্রতি কোহলির উৎসাহব্যঞ্জক বার্তা-
সোমবার আরসিবির আনবক্স ইভেন্টে কথা বলতে গিয়ে বিরাট কোহলি দলের ভক্তদের উদ্দেশ্যে রজত পতিদারের জন্য উৎসাহব্যঞ্জক বার্তা দিয়েছেন। কোহলি বলেন, ‘যে ছেলেটি এখন আসতে চলেছে, সে দীর্ঘ সময়ের জন্য আপনাদের নেতৃত্ব দেবে। তাই তাকে যতটা সম্ভব ভালোবাসা দি🍸ন। সে অসাধারণ প্রতিভাবান, দুর্দান্ত একজন খেলোয়াড়। আমরা সকলেই তা দেখেছি। তার মাথা খুব পরিষ্কার এবং সে এই দুর্দান্ত ফ্র্যাঞ্চাইজির জন্য চমৎকার কাজ করবে ও দলকে এগিয়ে নিয়🍎ে যাবে। তার মধ্যে একজন নেতৃত্বের জন্য প্রয়োজনীয় সব গুণই রয়েছে।’ কোহলির এই কথায় দলের নতুন নেতৃত্বের প্রতি তার আস্থা এবং সমর্থনের প্রকাশ দেখা দিয়েছে।
আরও পড়ুন … ব্র্যাভো ও ভরত অর🌳ুণের সাহায্যে ফর্মে ফিরতে꧃ চান, KKR-এ ফিরে উচ্ছ্বসিত চেতন সাকারিয়া
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে আরসিবি
রয়ಌ্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) প্রথম ম্যাচ খেলতে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে। ম্যাচটি ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে, যেখানে সাম্প্🅷রতিক সময়ে দুই দলের মধ্যে বেশ কিছু রোমাঞ্চকর লড়াই দেখা গেছে। এবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করা হচ্ছে।