মহেন্দ্র সিং ধোনির হিমশীতল 🌄মানসিকতার কথা সকলেরই জানা। উইকেটের পিছনে তাঁর সুচতুর বুদ্ধিমত্তাসুলভ ক্য়াপ্টেন্সি অনেকেরই ঈর্ষার কারণ। ভারতের হয়ে সমস্ত আইসিসি ইভেন্ট জয়ের পাশাপাশি অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজ জয়ের কৃতিত্বও রয়েছে অধিনায়ক ধোনির। এছাড়াও আইপিএলে তিনি জিতেছেন যুগ্ম সর্বোচ্চ মোট পাঁচটি শিরোপা, যা অধিনায়ক হিসেবে সর্বোচ্চ। অবশ্য মহেন্দ্র সিং ধোনির মাথা গরম দিকটিও দেখেছেন অস্ট্রেলিয়ার এক বিশ্বকাপজয়ী ক্রিকেটার। তিনি চেন্নাই সুপার কিংসের বর্তমান ব্যাটিং কোচ মাইক হাসি। ২০১৮ আইপিএলের সময় তিনি চেন্নাই সুপার কিংসের কোচিং স্টাফের মধ্যেই ছিলেন। কিন্তু দলের ক্রিকেটারদের ভালো করতে গিয়েই ধোনির কাছে ঝাড় খেয়েছিলেন তিনি।
আরও পড়ুন-নাকে কেঁদে লাভ নেই! ভারতকে দুবাইয়ে খেলতে হওয়া বাকিদের মত🐲ো হইচইয়ে রাজি নন কিউয়িরা
রশিদকে নিয়ে শেষ মূহূর্তে হাসির টিপস
২০১৮ আইপিএলের চেন্নাই সুপার কিংসের গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। সেই সꦐময় সানরাইজার্সের আফগান স্পিনার রশিদ খান দুরন্ত বোলিং করছিলেন। প্রায় প্রতি ম্যাচেই ডানহাতি ব্যাটারদের সমস্যায় ফেলছিলেন। ফলে সিএসকের ম্যাচের আগে ব্যাটিং কোচিং ইউনিটের তরফে প্রস্ত🦋ুত করা হয় রশিদকে খেলার বিভিন্ন টিপস। যার মধ্যে ছিল রশিদের বোলিং ভ্যারিয়েশনের বিভিন্ন খুটিনাটি।
মাইক হাসির কাছে রশিদ খানের বোলিংয়ের সেই সমস্ত তথ্য এসেছিল ম্যাচের আগের দিন। প্রথমে সেই তথ্য ব্যাটারদের সঙ্গে ভাগ করে নিতে একটু দ্বিধাবোধ করছিলেন হাসি, কারণ শেষ মূহূর্তে ব্যাটারদের ওপর রশিদকে নিয়ে অতিরিক্ত চাপ দিলে ম্যাচে তাঁর ফল খারাপ হতে পারে। কারণ ব্যাটাররা মানসিকভাবে এღকটু চাপে থাকতে প🐓ারে আফগান স্পিনারের বিরুদ্ধে।
কিন্🌃তু সেই তথ্য এতটাই নিখুঁত ছিল যে তা দলের সঙ্গে ভাগ না করে থাকতে পারেননি হাসি। রশিদ খানের বোলিংয়ের অ্যানালিসিসে সেই তথ্যে বলা হয়েছিল, যখন আফগান স্পিনার লেগ স্পিন করেন তখন বোলিংয়ের সময় তাঁর আঙুল একসঙ্গে থাকে। আর যখন গুগলি (বা অন্যদিকে বল টার্ন করায়) তখন তাঁর আঙুল গুলো ডেলিভারির সময় আলাদা থাকে। এই তথ্যই তিনি ব্যাটিং গ্র🅷ুপকে জানাতে, ফ্যাফ দুপ্লেসিস অবশ্য বিষয়টা বেশ ভালোভাবেই গ্রহণ করেন। কিন্তু ধোনি বিষয়টা অত সহজেই মানেননি।
হাসির ওপর চটে লাল ধোনি
এরপরের দিন কোয়ালিফায়ার ওয়ান ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুরুতেই পরপর উইকেট হারাতে 🥃থাকে সিএসকে। ধোনিকে জলদি মাঠে নামত💧ে হয়। সেখানে রশিদ খান বোলিং করতে এসেই চমক দেখান, মাহি যথারীতি কভার ড্রাইভ মারতে যেতেই আউট হয়ে যান আফগান স্পিনারের বলে। আর ড্রেসিংরুমে ফিরেই তিনি ধমক দেন হাসিকে।
এক পডকাস্টে মাইক হাসি বলছেন, ‘রশিদের সেই বলে আউট হওয়ার পর সাজঘরে ধোনি ফির⭕ে প্রথমেই আমার দিকে তাকালো। আর তারপর বলল, ‘আই উইল ব্যাট মাইন ওন ফা**** ওয়ে ’।🔜 এরপর ধোনি আমার পাশে বসল। পরে অবশ্য ম্যাচটা আমরা জিতে গেছিলাম। আমি বাকি সময়টা চুপ করেই বসেছিলাম’।
ধোনি পরে হাসিকে ডেকে বোঝান
হাসি আরও বলছেন, ‘সেই রাগ কিন্তু ধোনির বেশিক্🌌ষণ ছিল না। ও মানুষ হিসেবে খুবই ভালো ছেলে। ও পরে আমায় এসে বলেছিল, যে তথ্যগুলো দেওয়া হয়েছিল সেগুলো খুব খুব ভালো ছিল। কিন্তু সেই মতো পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে বেশ কয়েটকা নেট সেশনও দরকার ছিল,♔ যার জন্য সময় লাগত। যেটা শেষ মূহূর্তে বলায় সম্ভব ছিল না ’।
সাত বছর ধরে কোচিংয়ে হাসি
সেই সময় ধোনির থেকে হাল্কা ধমক খেলেও ফাইনালে মহেন্দ্র সিং ধোনির দলই সেবার চ্যাম্পিয়ন হয় এবং তৃতীয় আইপিএল শিরোপা জেতে। বর্তমানে সিএসকে পাঁচটি আইপিএলের মালিক। এছাড়া অস্ট্রেলিয়ান তারকা তথা মিস্টার ক্রিকেট খ্যাত মাইক হাসিও চেন্নাই সুপার কিংস দলের সঙ্গেই রয়েছেন প্রায় সাত বছর ধরে। এবারও মহেন্দ্র সিং ধোনি খেলꦅছেন সিএসকেতেই। ইতিমধ্যেই তাঁদের ক্যাম্প শুরু হয়ে গেছে।