২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল ২০২৫। হাতে সময়টা আর বেশি নেই, তাই তো মার্চ মাস শুরুর আগেই অনুশীলন করে দিলেন চেন্নাই সুপার কিংসের (CSK) প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই স🦄ুপার কিংসের তরফ থেকে বেশ কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে, যেখানে মহেন্দ্র সিং ধোনিকে প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। চেন্নাইকে পাঁচবার শিরোপা জেতানো এই সফল অধিনায়ক আইপিএলের ১৮তম মরশুমের জন🦩্য কঠোর অনুশীলন শুরু করে দিয়েছেন এবং দলের সঙ্গে মাঠে নেমে ঘাম ঝরাচ্ছেন।
আইপিএল ২০২৫-এর জন্য ধোনির প্রস্তুতি শুরু
ধোনির ব্যাটিং এবং রানিং করার একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে, যেখানে তাকে তার পুরনো𒊎 সতীর্থ এবং ভারতীয় দলের অভিজ্ঞ অফ-স্পিনার রবিচন্দ্রন অশ༺্বিনের সঙ্গে দেখা গিয়েছে। চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ড এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে (চেপক) কিছু সংস্কার কাজ চলার কারণে বর্তমানে সেখানে অনুশীলন করা সম্ভব হচ্ছে না।
আরও পড়ুন … PSL 2025 Sꦗc𒀰hedule: ১১ এপ্রিল শুরু, ফাইনাল ১৮ মে! প্রথম ম্যাচে লাহোরের সামনে ইসলামাবাদ
এই কারণে চেন্নাই সুপার কিংস এবার চেন্নাইয়ের নাভালুরে ১০ দিনের অনুশীলন ক্যাম্প আয়োজন করেছে। দলের বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় সহ অন্যান্য খেলোয়াড়রা সেখানে কঠোর অনুশীলন করছেন। এই ক্যাম্পে ধোনিকেও ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে। চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টে ধোনির একটি ছবি শেয়ার করেছে। এছাড়া, তারা একটি ভিডিয়ো প্রকাশ করেছে, য✤েখানে ধোনিকে সিএসকের সিইও কাশী বিশ্বনাথনের জন্মদিনের কেক কাটতে দেখা গেছে।
আরও পড়ুন … CT 2025-র শেষে কি PCB-তে বড় পরিবর্তন হবে? বাবরদের ব্যর্ܫথতার পরে পাকিস্তান♓ রাজনীতিতে বিতর্কের ঝড়
আইপিএলে ধোনির দুর্দান্ত কেরিয়ার
মহেন্দ্র সিং ধোনি আইপিএল শুরুর প্রথম দিন থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ছিলেন। এবারের মরশুমে চেন্নাই তাকে আনক্যাপড ভারতীয় খেলোয়াড়দের তাল🐻িকা থেকে ৪ কোটি টাকায় দলে নিয়েছে।
আরও পড়ুন … WPL 2025: হারের হ্যাটট্রিক RCB-র! পেরির সর্বনিম্ন স্কোরের দিনে WP👍L-তে ডুবলেন স্মৃতিরা
২০০৮ সাল থেকে শুরু করে ধোনি এখন পর্যন্ত আইপিএলে মোট ২৬৪টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ꦇ৩৯.১ গড় ও ১৩৭.৫ স্ট্রাইক রেট-এ ৫২৪৩ রান করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ২৪টি অর্ধশতক। উইকেটকিপিং-এও তিনি নজরকাড়া পারফরম্যান্স করেছেন ধোনি। তিনি ১৫২টি ক্যাচ, ৪২টি স্টাম্𒁏পিং এবং ২৪টি রান আউট করেছেন। এই মরশুমে ধোনি কি আরও একটি ট্রফি এনে দিতে পারবেন চেন্নাই সুপার কিংসকে? সেটা সময়ই বলবে!