আইপিএল শুরু হতে এক মাসেরও কম সময় বাকি। ইতিমধ্যেই দলগুলি নিজেদের গুছিয়ে নিয়ে শুরু করেছে। শুরু হয়ে গিয়েছে প্র্যাকটিস। তারই মাঝে এক চমক দিল দিল্লি ক্যাপিটালস (ডিসি)। আসন্ন মরশুমের জন্য মেন্টর হিসাবে প্রাক্তন ইংল্যান্ড ক্রিকেটার কেভিন পিটারসেন📖কে নিয়োগ করল তারা।এই ৪৪ বছর ইংরেজ তারকা হেমাঙ্গ বাদানি (প্রধান কোচ), ম্যাথু মট (সহকারী কোচ), মুনাফ প্যাটেল (বোলিং কোচ) এবং বেণুগোপাল রাও (ক্রিকেট পরিচালক)-এর সঙ্গে যোগ দেবেন। একটা সময় ভারতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার ইচ্ছা ছিল পিটারসেনের। তবে সেই মনোবাঞ্চা পূরণ হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শেষমেশ দিল্লির মেন্টর হয়েই খুশি থাকতে হচ্ছে ইংরেজ তারকাকে।
তবে এখনও পর্যন্ত এই মরশুমে দিল্লির অধিনায়ক কে হবে তা ঘোষণা করা হয়নি। গত মরশুমে ডিসি-কে নেতৃত্ব দিয়েছিলেন ঋষভ পন্ত🐷। এবার তিনি লখনউ সুপার জায়ান্ট শিবিরে নাম লিখিয়েছেন। অনেকেই মনে করছেন যে কেএল রাহুলকে অধিনায়ক করা হতে পারে। তবে সেই বিষয়টা নিয়ে এখনও কোনও স্পষ্ট খবর নেই।
💮২০১৬ সালে শেষবার আইপিএলে খেলেছিলেন। পিটারসেন ২০০৯ থেকে পাঁচটি মরশুমে তিনটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন, যার মধ্যে দিল্লি (তখন দিল্লি ডেয়ারডেভিলস বলা হত) ছিল।এমনকি ১৭ বার অধিনায়কত্ব করেছিলেন। আইপিএল ২০০৯-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অল্প সময়ের জন্য নেতৃত্ব দিয়েছিলেন। ২০১৪ সালে পূর্ণ মরশুমে তিনি ডেয়ারডেভিলসকে নেতৃত্ব দেন।
তবে ফলাফল ভালো হয়নি। ১৪ ম্যাচে মাত্র ২টিতে জয় পেয়েছিল দিল্লি। আইপিএলের বাইরে পিটারসেন বিগ ব্যাশ লিগ (বিবিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে🌟 (সিপিএল) অংশ নিয়েছিলেন। সামগ্রিকভাবে তিনি ২০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৩৩.৮৯ গড়ে ৫৬৯৫ রান করেছেন এবং স্ট্রাইক রেট ছিল ১৩৭। তাঁর দিল্লির কোচিং ইউনিটে যোগদান ফ্র্যাঞ্চাইজির জন্য ভালো ফলাফল নিয়ে আসবে বলে আশাবাদী ম্যানেজমেন্ট। অন্যদিকে পুরোনো জায়গায় ফিরে এবং নতুন ভূমিকা পেয়ে বেশ উৎফুল্ল পিটারসেন। উল্লেখ্য, এবার আইপিএল শুরু হবে ২২ মার্চ। দিল্লির প্রথম ম্যাচ রয়েছে ২৪ মার্চ। মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টের।