সাম🍬নেই মুক্তি পাচ্ছে দুর্গাপুর জংশন। এদিন প্রকাশ্যে এল ইমনের গাওয়া গান আমি অপরাধী। আর সেই গানের পরতে পরতে যেন লুকিয়ে রহস্যের গন্ধ, বিষাদের ছোঁয়া।
আরও পড়ুন:ছেলের মৃত্যুর বদলা নিতে জামাইকে গুলি ফুলকꦏির 'জেঠিমা'র! আদৌ কি মৃত্যু হবে রুদ্রর? নাকি আসবে নয়া চমক?
আরও পড়ুন:টিমটিম করছে সিকান🍃্দরের দাপট! বুধবার ১০ কোটিও পেরোল না আয়, ৪ দিনে꧋ কত কোটির ব্যবসা করল সলমনের ছবি?
মুক্তি পেল দুর্গাপুর জংশন ছবির গান আমি অপরাধী
আমি অপরাধী গানটি লিখেছেন মনিদীপা সিংহ। গেয়েছেন ইম🌞ন চক্রবর্তী। আমি অপরাধী গানটি কম্পোজ করেছেন সোম, শ্রী এবং তিরু এই ত্রয়ী। গানটার সুরের মধ্যেই কেমন যেন রহস্যর আভাস রয়েছে। দৃশ্য জুড়ে ফুটে উঠেছে তদন্তের চলন। আর গোটাটা মিলিয়েই এই গানটি যে দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে উত্তেজনার পারদ চড়িয়ে দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। ইউটিউবে গানটির কমেন্ট বক্সে চোখ রাখলেই সেটা দেখা যাচ্ছে।
এই গানটি প্রসঙ্গে ইমন চক্রবর্তী জানিয়েছেন, 'আমি অপরাধী গা🦩নটি গাইতে পারা একটি দুর্দান্ত অভিজ্ঞতা। এই গানটি ব্যালে স্টাইলে গাওয়া হয়েছে। গভীর এবং মনে থেকে যাওয়ার মতো এই কম্পোজিশন দুর্গাপুর জংশন ছবিতে থাকা রহস্যকে যেন তুলে ধরেছে। আমি মুখিয়ে আছি এটা জানার জন্য যে দর্শকদের কেমন লাগে গানটা।'
দুর্গাপুর জংশন প্রসঙ্গে
দুর্গাপুর জংশন ছবিটি চলতি মাসেই মুক্তি পাচ্ছে। আগামী ২৫ এপ্রিল বড় পর্দায় রিলিজ করছে ছবিটি। ইতিমধ্যেই টিজার সহ একাধিক গান প্রকাশ্যে এসেছে। অরিন্দম ভট্টাচার্য ছবিটির পরিচালনা করেছেন। শিবপুর ছবিটির পর আবারও এখা🉐নে তাঁর পরিচালনায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। থাকবেন বিক্রম চট্টোপাধ্যায়ও। এই ছবিতে অভিনেতাকে পুলিশের চরিত্রে দেখা যাবে। সাহেব বিবি গোলাম ছবির পর আবারও দুর্গাপুর জংশনে স্ক্রিন ভাগ করবেন বিক্রম এবং স্বস্তিকা।
আরও পড়ুন: বেবি বাম্প ঢাকতে ওভারসাইজড টিশারಌ্ট! সন্তানের 'আবদার' বুঝে কোথায় গেলেন অহনা?
আরও পড়ুন:'বলার বহর দেখেই বুঝেছি...', য🗹াত্রা-বিতর্কে পরমার নিন্দায় অভিনেত্রী কাকলি, 'পাশে আছি' বার্তা বহু শিল্🥀পীর
আমেরিকার বুকে ঘটে যাওয়া একটি ঘটনাকে অবলম্বনে করে বানানো হয়েছে দুর্গাপুর জংশন। ওষুধের বিষক্রিয়ায় একের পর এক মৃত্যু। এগুলো কি আদৌ মৃত্যু নাকি খুন? সেই উত্তর মিলবে ছবিতেই। দুর্গাপুর জংশন ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রাজদীপ সরকার, একা⛦বলি খান্না, প্রদীপ ধর প্রমুখ।