অভিনয়, পরিচালনার পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্য 🃏যে দুর্দান্ত গান করেন সেটা ইতিমধ্যে♎ই তাঁর অনুরাগীরা, দর্শকরা জেনে গিয়েছেন। শাহাজাহান রিজেন্সি থেকে বল্লভপুরের রূপকথা সহ একাধিক ছবিতে প্লেব্যাক করেছেন। সদ্যই তৈরি করেছেন নিজের একটি ব্যান্ড, হুলিগানিজম। ইতিমধ্যেই স্টেজ শো করে ফেলেছে এই ব্যান্ড। এবার সেই দলের প্রথম গান, মেলার গান মুক্তি পেল।
আরও পড়ুন: ঋতুপর্ণার জীবন 'প্রেসা🍰র কুকার'-এর মতো! হঠাৎ কেন এমন উপলব্ধি 'পুরাতন' অভিনেত্রীর?
হুলিগানিজমের প্রথম গান
হুলিগানিজমের প্রথম গান মেলার গান মুক্তি পেয়েছে সদ্যই। এই গানটি লিখেছেন অনির্বাণ ভট্টাচার্য। এসভিএফ মিউজিকের প্রযোজনায় মুক্তি পেয়েছে গানটি। চমক হল এ꧙ই মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন ঋদ্ধি সেন। গানটি কম্পোজ করেছেন এবং গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, দেবরাজ ভট্টাচার্য এবং শুভদীপ ♒গুহ। প্রসঙ্গত কেবল গান গাওয়া নয়, উকুলেলে সহ অ্যাকোস্টিক গিটারও বাজিয়েছেন শুভদীপ।
মেলার গানটি প্রসঙ্গে এদিন অনির্বাণ ভট্টাচার্য বলেন, 'হুলিগানিজম খালি একটা বন্ধুদের দল নয় যাঁরা গান বানান। এটা একটা সফর, প্যাশন এবং ধৈর্যের। এসভিএফ মিউজিককে ধন্যবাদ আমাদের গানকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমরা একটা গোটা অ্যালবাম নিয়ে আসছি যেখানে অনেক গান থাকবে। আর সেটা꧑রই প্রথম গান হল মেলার গান।' অভিনেতা, গায়ক এদিন আরও জানান যে তিনি মুখিয়ে আছেন এটা জানার জন্য মানুষের কেমন লাগে গানটি।
প্রসঙ্গত হুলিগানিজম ব্যান্ডে অনির্বাণ ভট্টাচার্য ছাড়াও আছেন দেবরাজ ভট্টাচ📖ার্য, কৃষ্ণেন্দু ঘোষ, শুভদীপ গুহ, প্রীতম দাস, প্রীতম দেব সরকার, সুশ্রুত গোস্বামী, সোমেশ্বর ভট্টাচার্য, এবং নীলাংশুক দত্ত। এই বিষয়ে এও জানিয়ে রাখি, শাহাজাহান রিজেন্সি ছবির কিচ্ছু চাইনি আমি গানটি গেয়ে তাক লাগিয়েছিলেন অনির্বাণ। কিন্তু তিনি কখনই প্রথাগত ভাবে গান শেখেননি। কিন্তু তাতে কী! গান লেখা এবং গাওয়ায় যে তিনি কতটা পটু সেটা তাঁর গানে মুগ্ধ অনুরাগীর সংখꦿ্যা দেখলেই বোঝা যায়। তিনি বল্লভপুর রূপকথা ছবিটির একাধিক গান লিখেছিলেন।
আরও পড়ুন: 'আমি চাই ক্রিমিনালটা দেখুꦍক', প্রতারকের খপ্পরে ময়ূরী! কী খোয়ালেন সা রে গা🍨 মা পা-এর রানার আপ?
প্রসঙ্গত অভিনেতাকে আগামীতে দেখা যাবে রঘ𒅌ু ডাকাত ছবিতে। নাম ভূমিকায় থাকবেন দেব। সদ্যই সেই ছবির প্রথম শিডিউলের শ্যুটিং শেষ হয়েছে।