🔴 সামনেই মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত এবং প্রযোজিত ছবি পুরাতন। সেই ছবি মুক্তির আগে এদিন অভিনেত্রী জানালেন তাঁর জীবনে নানা কারণে বিশাল চাপ। একই সঙ্গে বললেন তিনি কীভাবে সেটা হ্যান্ডেল করে কাজ করেন।
আরও পড়ুন: ꦚ'আমি চাই ক্রিমিনালটা দেখুক', প্রতারকের খপ্পরে ময়ূরী! কী খোয়ালেন সা রে গা মা পা -এর রানার আপ?
কী জানালেন ঋতুপর্ণা?
🍒সম্প্রতি সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন এত বছর ধরে অভিনয়ের পাশাপাশি ছবির প্রযোজনার দায়িত্ব সামলানোর যে চাপ সেটা তিনি কীভাবে হ্যান্ডেল করেন। সেই বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'এই পেশায় আসার জন্য সেভাবে কখনই গ্রুমড হইনি। অতএব যবে থেকে এই পেশায় এসেছি তবে থেকেই সবসময় চাপ নিয়েছি। আমার জীবনটাই প্রেশার কুকারের মতো। তবে চাপের মধ্যে কাজ করলে ভালো কিছু হয়। ওই যে কথায় আছে গুড থিংস হ্যাপেন্স আউট অব ক্যাওস।'
𓃲তিনি এদিন আরও বলেন, 'অভিনয় তার সঙ্গে আবার প্রযোজনা এই চাপটা আমার কাছে একটু অন্যরকম। পুরাতন ছবিটাও আমার কাছে ইউনিক। আমার কাছে এটাই বড় বিষয় যে আমি চাপটা নিতে পেরেছি। আসলে ইচ্ছে থাকলে উপায় হয়।'
পুরাতন প্রসঙ্গে
🍒প্রসঙ্গত পুরাতন ছবিটির পরিচালনা করেছেন সুমন ঘোষ। প্রযোজনার দায়িত্বে ঋতুপর্ণা সেনগুপ্ত। মুখ্য ভূমিকায় অভিনয়ে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, শর্মিলা ঠাকুর, ইন্দ্রনীল সেনগুপ্ত । এই ছবিতে উঠে আসবে পরিবারের জটিল যে সমীকরণ আছে সেগুলোর কথা। আগামী ১১ এপ্রিল মুক্তি পাবে ছবিটি। এই বিষয়ে এও জানিয়ে রাখা ভালো যে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন যে শর্মিলা ঠাকুর নিজেই তাঁর সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছিলেন।
আরও পড়ুন: 💧বাংলাদেশের ভাইরাল গার্ল মনিকা কবীরের সঙ্গে আছে ভারতের নিবিড় যোগ! আদতে কে এই রুশ তরুণী?