🐼 স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া দিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন দেবপ্রিয়া বসু। গল্প কয়েকবছর এগোতেই সৃষ্টি মজুমদারের জায়গায় এসছিলেন দেবপ্রিয়া। সেইসময় সোনা হিসেবে দেখা মিলেছিল সাইনা চট্টোপাধ্যায়ের। দর্শক মনে জায়গাও করে নিয়েছিলেন দেবপ্রিয়া-সাইনারা। তবে চলতি মাসেই ফের রূপা-সোনর চরিত্রে আনা হয়েছে অন্য মুখ। গল্প এগিয়েছে, ফের হয়েছে মুখ বদল।
অর্থাৎ, মাসখানেকের শ্যুটের যে চাপ ছিল তার থেকে রেহাই পেয়েছেন দেবপ্রিয়া-সাইনা দুজনেই। এখনও ১৮-র গণ্ডি পেরোননি কেউই। ফলত, পড়াশোনা সামলেই করছিলেন শ্যুটিং। দেবপ্রিয়া ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে🧜 উঠলে🐠ন এবারে। তা কেমন হল ফাইনালের রেজাল্ট।
আরও পড়ুন: বচ্চনবাড়ির বউমা নাকি শাশুড়ি, কে বেশি বড়লোক? জয়া ও ঐশ🧸্বর্য কত সম্পত্তির🦹 মালকিন
দেবপ্রিয়ার মা অভিনেত্রী শুক্ল বসুর ভ্লগ থেকে দেখা গেল, মা-বাবাকে সঙ্গে নিয়েই ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষার রেজাল্ট আনতে যান ‘সোনা’। বেশ টেনশন🦂ে ছিলেন রেজাল্ট হাতে পাওয়ার আগে অবধি। কিন্তু দেখা গেল স্কুল থেকে বের হচ্ছেন একমুখ হাসি নিয়ে। ভ্লগ থেকেই জানা গেল, নিজেও ভাবেননি এত ভালো ফল করবেন। শ্যুটের চাপে, প্র্যাকটিক্যাল পরীক্ষা মিস করেছেন। আর তাই খানিকটা নম্বর কমলেও, লেখা পরীক্ষায় মনমতোই ফল করেছেন। এমনকী, মা শুক্লা ও বাবা সঞ্জয় বসুকেও বলতে শোনা গেল, দুজনেই মেয়ের রেজাল্টে খুব খুশি। যদিও কত পার🥂্সন্টেজ নম্বর এসেছে, তা জানাননি তাঁরা। আপাতত সামনেই ক্লাস টুয়েলভের বোর্ডের পরীক্ষা।
দেবপ্রিয়ার প্রথম কাজ ছিল অপরাজিতꦿা অপু ধারাবাহিকে খুকু-র চরিত্র। এরপর উমা, গ্রামের রানি বীণাপানি, ক্যানিংয়ের মিনু-র তো মেগাতেও কাজ করেছেন। সোশ্যাল মিডিয়াতেও খুব জনপ্রিয়।
আরও পড়ুন: অনীকের ভাই টনিককে ✤কোলে নিয়ে অঙ্কনাদিদি! খুদেকে কী শেখাল সারেগামপা-র ‘শিসপ্রিয়া’
এখন কী হচ্ছে অনুরাগের ছোঁয়ায়?
আপাতত নতুন সোনা ও রূপার চরিত্রে দেখা যাচ্ছে নিশা পোদ্দার ও সংহিতা বন্দ্যোপাধ্যায়ক। আর সঙ্গে প্রোমো থেকে স্পষ্ট, অনুরাগের ছোঁয়ায় ফের একবার ত্রিকোণ প্রেম। সোনা ও রূপা, দুজনেই প্রেমে পড়বে কৃষ্ণ নামের একটি ছেলের। যদিও কৃষ্ণ পছন্দ করে রূপাকে। তবে পরিবার🍬ের কাছে, সোনা আগে জানাবে, সে ভালোবেসে ফেলেছে কৃষ্ণকে। অর্থাৎ, ফের ঝড় উঠবে সূর্য-দীপার সংসারে। এদিকে ফিরে এসেছে মিশকাও। সব মিলিয়ে ১০০০ পর্ব পেরিয়েও বড় টুইস্ট দর্শকদের জন্য।