২০২৩ সালে ক্রিকেটার কেএল রাহুলের সঙ্গে সাত পাক﷽ে বাঁধা পড়েছিলেন সুনীল শেট্টির কন্যা আ🦄থিয়া শেট্টি। বিয়ের দেড় বছরের মাথায় ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে গর্ভাবস্থার কথা জানিয়েছিলেন আথিয়া ও রাহুল। এবার আথিয়ার ম্যাটারনিটি শ্যুটের ছবি এল প্রকাশ্যে।
২০২৪ সালের শেষের দিকে সুখবর শুনিয়েছিলেন সুনীল শেট্টির মেয়ে। একটি বেইজ রঙের ওপর ইভিল আই ইমোজি দিয়ে অভিনেত্রী লিখেছিলেন, ‘আমাদের সুন্দরতম আশীর্বাদ আসছে খুব তাড়াতাড়ি।’ সঙ্গে এটি বাচ্চার পায়ের ছাপের সঙ্🔴গে লেখা ২০২৫। ছবি দেখেই স্পষ্ট হয়ে গিয়েছিল নতুন বছর অর্থাৎ ২০২৫ সালে অভিভাবকত্বের স্বাদ পেতে চলেছেন তাঁরা।
আরও পড়ুন: রং মাখানোর জন্য 𝔍সবাইকে জোর করতাম', ভা💮লোবাসলেও ছেলে ঝিনুকের সঙ্গে কেন কখনও দোল খেলেননি শ্রাবন্তী?
আরও পড়ুন: ভুল নামে ডাকতেই আমিরের ওপর ক্ষেপে লাল রণবীর, সামাল দিতে মাঠে নামলেন 🦩কারা?
গর্ভাবস্থার খবর সকলকে জানানোর কিছুদিনের মধ্যেই স্বামীর সঙ্গে অস⛎্ট্রেলিয়ায় কাটানোর কিছু মুহূর্তের ছবি পোস্ট করেছিলেন আথিয়া। অস্ট্রেলিয়ার একটি ক্যাꦍফেতে স্বামীর সঙ্গে বসে কফি পান করতে দেখা গিয়েছিল তাঁকে। আথিয়ার চোখে মুখে ফুটে উঠছিল গ্ল্যামার, সুস্পষ্ট ছিল বেবিবাম্প।
অস্ট্▨রেলিয়া সফরের দুমাসের মাথাতেই এবার স্বামীর সঙ্গে ম্যাটারনিটি শ্যুট সারলেন আথিয়া। ছবিগুলি দেখে আথিয়ার থেকে যেন চোখ সরানো যাচ্ছিল না। প্রথম ছবিতে একটি ধূসর রঙের গাউন পরে থাকতে দেখা যায় তাঁকে, কোলে শুয়ে থাকতে দেখা যায় স্বামীকে। দ্বিতীয় ছবিটি সাদা কালো। এক হাতে স্বামীর হাত ধরে এবং অন্য হাতে বেবিবাম্প ধরে হাঁটতে দেখা যায় আথিয়াকে।
তৃতীয় ছবিতে আলো-আঁধারিতে মগ্ন থাকতে দেখা যায় সুনীল কন্যাকে। তৃতীয় ছবিটি আরও স্পেশাল। স্বামীর সঙ্গে খুনসুটি করতে করতে ছবি তুলতে দেখা যা𝔉য় হবু মা'🍰কে। চতুর্থ ছবিতে দেখা যায় সন্তানস্নেহে পরম মমতায় স্বামীকে জড়িয়ে ধরে আছেন আথিয়া। ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘ওহ, বেবি!’
আরও পড়ুন: শাহরুখ থেকে জুনিয়র এনটিআর, কোন তারকার কাছ♚ে কী কী ঘড়ি আছে? দামই বা কত?
আরও পড়ুন: 'বাবা-মা কখনও সন্তানের বন্ধু হতে পারে না', কে🌠ন এমন ব𝐆ললেন অভিষেক?
তারকা জুটির এই ফটোশ্যুটের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কমেন্ট বক্সে আরও একবার শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায়। তবে একদিকে যেমন কেউ কেউ ছবিগুলির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তেমন অন্যদিকে অনেকেই বেবি বাম্প নিয়ে এইভাবে ছবি পোস্ট করার জন্য নিন্দায় মুখর হ🃏য়েছেন।