ﷺ ১৪ মার্চ ছিল হোলি। ওইদিন দেশজুড়ে সেলিব্রেট হয়েছে দোল/হোলি উৎসব। যে উৎসবে মাতোয়ারা ছিল গোটা বলিউড। সামিল হয়েছিলেন বলি সেলেবরাও। তাঁদের নানান হোলি উদযাপনের ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বরুণ ধাওয়ান থেকে কার্তিক আরিয়ান, ভিকি-ক্যাটরিনা, রবিনা ট্যান্ডন, সোনাক্ষী সিনহা সহ বহু তারকাকেই হোলির উৎসবে মেতে উঠতে দেখা যায়। অনুরাগীদের দোলের শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা।
🍌শুক্রবার বরুণ ধাওয়ান তাঁর আগামী ছবি ‘সানি সংস্কারী কি তুলসী কুমারী’র সেটে সহ-অভিনেতা মনীশ পলের সঙ্গে দোল সেলিব্রেট করেন। মণীশ ও বরুণ দু'জনকেই বরুণের ভ্যানিটি ভ্যানের ভিতরে রঙে খেলতে দেখা যায়। এদিন রং মেখে আয়নার সামনে শার্টলেস হয়ে নাচছিলেন বরুণ। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি লেখেন, ‘আমাদের হোলির নতুন গান শোনার জন্য আর অপেক্ষা আর সইছে না। #sunnysanskarikitulsikumari বিটিএসের সেট থেকে আপনাদের সরাসরি শুভেচ্ছা জানাচ্ছি।’
♋এদিন অভিনেতা কার্তিক আরিয়ানকে তাঁর পরিবারের সঙ্গে হোলি উদযাপনে দেখা যায়। বাড়িতে হোলির বিশেষ পুজোর ছবি দিয়ে অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন কার্তিক আরিয়ান। প্রসঙ্গত কার্তিককে খুব শীঘ্রই শ্রীলীলার সঙ্গে অনুরাগ বসুর একটি ছবিতে দেখা যাবে। এদিন বলি তারকা অঙ্কিতা লোখান্ডে এবং তাঁর স্বামী ভিকি জৈনকে তাঁদের ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সঙ্গে হোলি পার্টিতে দেখা যায়। পাপারাৎজির ইনস্টাগ্রামে উঠে আসা বেশকিছু ভিডিওতে অঙ্কিতাকে লাল শাড়ি পরে বন্ধুদের সঙ্গে মন খুলে নাচতে এবং হোলি উদযাপন করতে দেখা গেছে।
𒀰কঙ্গনা রানাওয়াত এদিন তাঁর এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। রবিনা ট্যান্ডনও এদিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হোলিকা দহন উদযাপনের ছবি শেয়ার করেছেন। একইসঙ্গে গত মাসে মহাকুম্ভে যাওয়ার কিছু টুকরো টুকরো মুহূর্তও সেই পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন। আবার শুক্রবার বিকেলে পরিবারের সঙ্গে হোলি খেলার পর পাপারাৎজির হাতে মিষ্টির প্যাকেট তুলে দিতেও দেখা যায় রবিনাকে।
෴এদিন ভিকি কৌশল শ্বশুর-শাশুড়ি, দেওর ও বোন ইসাবেলা কাইফের সঙ্গে হোলি উদযাপনের নানান মুহূর্ত পোস্ট করেছেন ক্যাটরিনা কাইফ। ক্যাট লেখেন, 'হামারি তরফ সে আপ সবকো শুভ হোলি (আমাদের সকলের পক্ষ থেকে সবাইকে শুভ হোলি)!!!'। অভিনেত্রীর পোস্টের প্রথম ছবিতে, ক্যাটরিনাকে ভিকি, তাঁর ভাই সানি কৌশল এবং ইসাবেলাকে একসঙ্গে দেখা গিয়েছে। তাঁরা চারজনই সবুজ রঙে মাখামাখি হয়ে ছিলেন। একটি ছোট ভিডিও ক্লিপে, তাঁদের চারজনের সঙ্গে ক্যাটরিনার শ্বশুর-শাশুড়িকেও দেখা যায়।
💦এদিন সোনাক্ষী সিনহাও রং-এ মাখামাখি হয়ে হোলি খেলার একগুচ্ছ ছবি পোস্ট করেন। এটা ছিল তাঁর বিয়ের পর প্রথম হোলি উদযাপন। তবে এই উদযাপনে তাঁর সঙ্গে দেখা মেলেনি স্বামী জাহির ইকবালের। আর তাতেই কিছু নেটিজেন তাঁকে ট্রোল করতে শুরু করেন। একজন লেখেন, ‘কই জাহির তো আপনার সঙ্গে হোলি খেললেন না?’ আরও একজন লেখেন, ‘আপনার বাবা মেনে নিয়েছেন অনেককিছু, জাহির কিন্তু মানেননি।’ কেউ কেউ আবার সোনাক্ষীকে হোলি না খেলে রমজান উদযাপন করার পরামর্শ দিতেও ছাড়েননি।
ꦉযদিও ট্রোলারদের পাল্টা জবাব দিতে ছাড়েননি শত্রুঘ্ন কন্যা। লেখেন, ‘থোড়া রিল্যাক্স করো…। জাহির মুম্বই মে হ্যায়, অউর মে শ্যুটিং পে হু ইসিলিয়ে সাথ মে নাহি হ্যায়…থান্ডা পানি ডালো সর পে (একটু আরাম করো। জহির মুম্বইতে আছে আর আমি শুটিংয়ের জন্য বাইরে আছি। তোমার এখন মাথায় ঠান্ডা জল ঢালো)’