💃 গত ১৪ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছিল ছাবা, যেখানে সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি। শিবাজি পুত্রের ভূমিকায় ভিকির অভিনয় রীতিমতো মুগ্ধ করেছিল দর্শকদের। এবার আজ হঠাৎ ১১ এপ্রিল নেটফ্লিক্স - এ মুক্তি পেল ছাবা। ভিকির অভিনয় দেখে দর্শকরা কি বললেন?
আরও পড়ুন:☂ শাহরুখের সিনেমা দেখে কেঁদে ভাসালেন আমেরিকান, ভিডিয়ো দেখে হেসে খুন নেটিজেনরা
আরও পড়ুন: 🦄ক্যানসারের চিকিৎসা সেরে ফিরেছেন বাড়ি, এখন কেমন আছেন আয়ুষ্মান পত্নী?
𓂃নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে ভিকি এমন একজন অভিনেতা যিনি বারবার চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন। উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক হোক অথবা শ্যাম বাহাদুর, প্রত্যেকটি চরিত্রে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন অভিনেতা। এবারেও তার অন্যথা হয়নি।
ꦉসম্ভাজি মহারাজের চরিত্রে ভিকির অভিনয় মানুষকে রীতিমতো কাঁদিয়েছে। তবে শুধু ভিকি নন, ঔরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্না এবং ইসুবাইয়ের চরিত্রের রশ্মিকা মন্দানার অভিনয় ছিল প্রশংসার যোগ্য। বড় পর্দায় সিনেমাটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে ভেঙেছে একের পর এক রেকর্ড। এবার ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেল সিনেমাটি।
🌳সিনেমা মুক্তির পরেই বহু মানুষ একসঙ্গে দেখে ফেলেছেন এই সিনেমা, বিশেষ করে যাঁরা বড় পর্দায় সিনেমাটি দেখতে পাননি। ওটিটিতে দেখে সিনেপ্রেমীদের রিঅ্যাকশন ছিল চোখে পড়ার মতো। OTT-তে দেখা গেলেও বড় পর্দায় সিনেমাটি না দেখার আফসোস করেছেন বহু মানুষ।
🌸সিনেমাটি দেখার পর সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে একজন লিখেছেন, ‘কেন যে থিয়েটারে এই সিনেমাটি দেখলাম না? ভিকি তুমি শুধু অভিনয় করেছো তা নয়, তুমি সকলের মন জয় করে নিয়েছো। একেই বলে শিল্পী।’ অন্য একজন লিখেছেন, ‘প্রতিটি পদে রোমাঞ্চ ছিল। পুষ্পাকে অনেক পেছনে ফেলে দিয়েছে এই সিনেমা।’
আরও পড়ুন:⛄ 'একমাত্র বোকারাই...', ‘টয়লেট’ কটাক্ষে নাম না করে জয়াকে বিঁধলেন অক্ষয়?
আরও পড়ুন:🐟 মায়ের কোলে বসে দুই বিখ্যাত নায়িকা, একজন আবার মিস ইন্ডিয়া, চিনতে পারছেন এঁদের?
♔একজন দর্শক কমেন্ট করে লিখেছেন, ‘সিনেমাটি দেখে অনেক সত্য জানতে পারলাম। শুধু ব্রিটিশ নয়, মুঘলরাও ভারতের রাজত্ব করেছে শুধুমাত্র কিছু ভারতীয়দের বিশ্বাসঘাতকতার জন্য। এমন সিনেমা আরও তৈরি হওয়া দরকার।’