গত মাসে রাকেশ রোশন সকলের উদ্দেꦜশ্যে জানিয়েছিলেন, কৃষ ৪ পরিচালনার দায়িত্ব থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। সিনেমাটি পরিচালনার দায়িত্ব তিনি দিয়েছেন ছেলে হৃতিক রোশনকে। নতুন দায়িত্ব পেয়ে কতটা খুশি অভিনেতা, নাকি ভয় পেয়ে🦄ছেন তিনি?
সম্প্রতি আমেরিকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হৃতিক জানান, নতুন দায়িত্ব পেয়ে তিনি ভীষণভাবে নার্ভাস। শুধু তাই নযꦰ়, ভীষণ ভয়ও পাচ্ছেন তিনি। একজন অভিনেতা হিসেবেও তিনি নিজেকে বারবার সংশোধন করার চেষ্টা করছেন।
আরও পড়ুন: শাহরুখ খানের সঙ্গে নিজের তুলনা ঊর্বশীর! বল🎃লেন, 'ডাকু মহারাজের পর আমি.🔯..'
আরও পড়ুন: ক্যানসারের চি🍬কিৎসা সেরে ফিরেছেন বাড়ি, এখন কেমন আছেন আয়ুষ্মান পত্নী?
হৃতিক বলেন, ‘আমি কি বলবো জানি না, তবে আমি ভীষণভাবে নার্ভাস। ভীষণ ভয় পাচ্ছি। আমার মনে হচ্ছে আমি আবার কিন্ডারগার্ডেনের এর সময় ফিরে গেছি। নতুন করে সবকিছু শিখতে হবে আমাকে। আমার, একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ ক🤡রার ভীষণ শখ ছিল, কিন্তু এখন ভীষণ ভয় লাগছে।’
অভিনেতা বলেন, ‘আমার কাছে এটা একটা নতুন চ্যালেঞ্জ হতে চলেছে। আমার সামনে সম্পূর্ণ অনিশ্চয়তা। তবে আমার আশা আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমাকে ভ🦂ালোবা🍎সা দেবেন। আপনাদের সকলের আশীর্বাদ আমার ভীষণ প্রয়োজন।’
নিউ ইয়র্কে থাকাকালীন হৃতিক সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়🐭া এবং তাঁর স্বামী নিক জোনাসের সঙ্গে দেখা করেন। ‘কৃষ ৪’ সিনেম▨ায় হৃতিকের সঙ্গে কাজ করবেন প্রিয়াঙ্কাও। শুধু পরিচালনা-ই নয়, সিনেমায় হৃতিককে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতেও দেখা যাবে।
আরও পড়ুন: ৮৯ বছরেও করলেন কামাল, ছেলের ছবির প্রিমিয়ারে এসে ফাটিয়ে নাচ ধর্মেন্ꩵদ্রর
আরও পড়ুন: মিনা൲রেল ওয়াটার দিয়ে চুল ধুতেন লাগান ছবির কলাকুশলীরা! আর কী বিশেষ ব্যবস্থা করেছিলেন আ❀মির?
প্রসঙ্গত, গত মাসে ছেꦚলের সঙ্গে একটি ছবি পোস্ট করে রাকেশ রোশন জানান, তিনি পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন নিজের ছেলের হাতে। ২৫ বছর আগে তিনি তার𝕴 ছেলেকে একজন অভিনেতা হিসেবে লঞ্চ করেছিলেন, ২৫ বছর পর ছেলেকে পরিচালক হিসেবে লঞ্চ করলেন তিনি। তিনি আশা রাখেন, পরিচালক হিসাবেও হৃতিক তাঁর মুখ উজ্জ্বল করবেন। পরিচালনার দায়িত্ব থেকে সরে গেলেও প্রযোজনার দায়িত্বে থাকবেন রাকেশ রোশন। সঙ্গে থাকবেন আদিত্য চোপড়া।