ℱ এবারের ড্যান্স বাংলা ড্যান্সের গ্র্যান্ড অডিশন পর্বে বেশ কিছু প্রতিযোগী বিশেষ ভাবে নজর কেড়েছেন, আর তাঁদেরই অন্যতম হলেন ব্যারাকপুরের পূজা। তিনি কানে শুনতে না পেয়েও যেভাবে একটা বিট, তাল মিস না করে পারফর্ম করছেন তাতে হতভম্ব হয়ে যাচ্ছেন বিচারকরা। গ্র্যান্ড প্রিমিয়ারের প্রোমোতে তেমনি ঝলক মিলল।
আরও পড়ুন: 🐼‘রঘু ডাকাত’-এ ধরা দেওয়ার আগে 'গুন্ডাগিরি' অনির্বাণের! 'হুলিগানিজম' করে কী ঘটাল তাঁর দল?
কী ঘটেছে ড্যান্স বাংলা ড্যান্সে?
ღএদিন জি বাংলার তরফে যে প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে বারবার দেখো ছবি থেকে ক্যাটরিনা কাইফের হিট গান কালা চশমায় নাচ করছেন ব্যারাকপুর থেকে আসা এবারের ড্যান্স বাংলা ড্যান্সের অন্যতম প্রতিযোগী পূজা। আর বলাই বাহুল্য, কোনও বিট না মিস করে, ফাটাফাটি এক্সপ্রেশন দিয়ে মঞ্চে ঝড় তোলেন তিনি। তাঁর স্পষ্ট মুভস, ভঙ্গিমাও ছিল নজরকাড়া। পূজার নাচে রীতিমত মুগ্ধ হয়ে যান শুভশ্রী। একই সঙ্গে আবার প্রশ্ন তোলেন যে না শুনতে পেয়ে এত নিখুঁত পারফরমেন্স কী করে সম্ভব?
𝔉শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন বলেন, 'ও না শুনতে পেয়েও কী করে করছে?' তিনি এদিন আরও বলেন, 'নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।'
কে কী বলছেন?
🥃এই প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আসার পর নেটিজেনরাও প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'অসাধারণ। তোমার জয় নিশ্চিত।' আরেকজন লেখেন, 'অসাধারণ ছিল ভাই।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এটাকেই বোধহয় ঈশ্বরের আশীর্বাদ আর গুণ বলে।'
আরও পড়ুন: ꧃ঋতুপর্ণার জীবন 'প্রেসার কুকার'-এর মতো! হঠাৎ কেন এমন উপলব্ধি 'পুরাতন' অভিনেত্রীর?
ড্যান্স বাংলা ড্যান্স প্রসঙ্গে
꧅ড্যান্স বাংলা ড্যান্স ৮ মার্চ থেকে শুরু হয়েছে। এবারের সিজনে মিঠুন চক্রবর্তী আছেন মহাগুরু হিসেবে। সঙ্গে আছেন ৪ বিচারক। এঁরা হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়, অঙ্কুশ হাজরা এবং যিশু সেনগুপ্ত। বলাই বাহুল্য এই রিয়েলিটি শোয়ের হাত ধরে ফের ছোট পর্দায় ফিরলেন যিশু, এবং তাও জি বাংলার রিয়েলিটি শোতে। ড্যান্স বাংলা ড্যান্স বর্তমানে প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯টা থেকে দেখা যায়।