ড্যান🍸্স বাংলা ড্যান্স👍ের মঞ্চে সম্প্রতি গ্র্যান্ড অডিশন রাউন্ডে নজর কেড়েছেন মহিলা কনস্টেবল সায়ন্তী গোস্বামী। তাঁর নাচে মুগ্ধ হয়েছেন বিচারক থেকে মহাগুরু। কিন্তু তাঁর পেশার কথা শুনে চমকেছেন সকলেই। পেশা সামলে কীভাবে এই রিয়েলিটি শো চালিয়ে যাবেন সেটাই এদিন আনন্দবাজারকে জানালেন।
আরও পড়ুন: আকাশ-শুভলক্ষ্🌄মীর বিয়ের সময়ই ফের 'গৃহপ্রবেশ' ঘটবে আদৃতের! ত্রিকোণ সম্পর্কের 🔯পরিণতি হবে কী?
কী জানালেন সায়ন্তী?
ড্যান্স বাংলা ড্যান্সে কি ছুটি নিয়ে এসেছেন সায়ন্তী? এই বিষয়ে তিনি জানান যে না তিনি মোটেই ছুটি নিয়ে আসেননি এখানে। বরং রিয়েলিটি 🐓শোয়ের প্রেসার ꦺসামলেই তিনি ডিউটি করছেন। এই বিষয়ে সায়ন্তী জানান, 'আমার সমস্ত সহকর্মী, বিভাগীয় প্রধান সহ সকলেই ভীষণ সাহায্য করছেন। সেই জন্যই দুই তরফ সামলাতে পারছেন।' কিন্তু এটা যে চ্যালেঞ্জ সেটাও তিনি স্বীকার করে নেন। তাঁর কথায়, 'দুটো পোশাককে যেভাবেই হোক আলাদা রাখতে হবে।'
কিন্তু নাচ ভালোবেসেও কেন লেডি কনস্টেবল হলেন? এই বিষয়ে সায়ন্তীর কথায়, 'আমি বরাবর চেয়েছি উর্দি আছে এমন চাকরি করব। উর্দির লো꧂ভেই আর কী! তাই পুলিশের চাকরিতে যোগ দিয়েছি। অনেক খেটে পরীক্ষা দিয়েছি, ভালো ভাবে পাশ করেছি। আমার যাঁরা শিক্ষক তাঁরা আমায় বারবার মনে করিয়ে দেন আমি যেন স্বপ্ন দেখা না বন্ধ করি।'
সায়ন্তী জানিয়েছেꦫন ঋতুস্রাবের সময়ই ওই অবস্থায় তাঁদের অ্যাকশনে নামতে হয়। বেশি ঝুঁকি নিতে হয়। জানিয়েছেন অনেক কষ্ট করে পুলিশের ট্রেনিং নিয়েছেন তিনি। যদিও সেই সময় নাচ বন্ধ ♏ছিল। কিন্তু এখন সেই সব সমস্যা সামলে তিনি পুনরায় চুটিয়ে নাচ করছেন আবার দক্ষ হাতে পেশাও সামলাচ্ছেন।
ড্যান্স বাংলা ড্যান্স প্রসঙ্গে
ড্যান্স বাংলা ড্যান্স ৮🍃 মার্চ থেকে শুরু হল জি বাংলার পর্দায়। প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে ৯টা থেকে দেখা যাবে এই রিয়েলিটি শো। এবারের শোতে ৪ বিচারক হিসেবে আছেন যিশু সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং কৌশাཧনি মুখোপাধ্যায়। আর মহাগুরু হিসেবে মিঠুন চক্রবর্তী তো আছেনই।