'রঘু ডাকাত' কবে আসবে? বেশ কয়েকবছর ধরে অনুরাগীদের এই প্রশ্নে জেরবার হতে হয়েছিল 🃏সাংসদ-অভিনেতা দেবকে। তবে অবশেষে চলতি বছরেই অনুরাগীদের সুখবর শুনিয়েছেন সুপারস্টার দেব। এই পুজোতেই (২০২৫) ‘﷽রঘু ডাকাত’ সেজে হাজির হবেন তিনি। অবশেষে ১৬ মার্চ, রবিবার থেকেই এই ছবির শ্যুটিং শুরু করলেন সুপারস্টার। সেখবর নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানিয়েছেন দেব।
দেব লিখেছেন, ‘২০২১ সালে আমরা যে স্বপ্ন দেখেছিলাম তা অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে, কারণ আজ (১৬ মার্চ) আমরা শুটিং শুরু করছি। আমার দুই শক্তিশালী স্তম্ভ শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি (SVF) ছাড়া এই কাজ সম্ভব হত না। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, সেখানে প্রতি𝐆টি পয়সা মূল্যবান, তবুও তাঁরা এই দুর্দান্ত কাজটি তৈরি করার সাহস দেখিযেছেন।’
পরিচালককে ধন্যবাদ জানিয়ে দেব বলেন, ‘আমি ধ্রুব ব্যানার্জিকেও ধন্যবাদ জানাতে চাই, আমার পরিচালক ধ্রুব ব্যানার্ꦿজিকে, যাঁর হাত ধরে এই ছবিটি আলোর মুখ দেখেছে। এই ছবি নিয়ে আমি যখন শুধু অন্ধকারই দেখেছিলাম, তখন উনিই কিন্তু নিজের তা আবেগের প্রতি অনুগত ছিলেন।’
অভিনেতা আরও লেখেন, ‘সবশেষে, আমি আমার পরিচালকদের টিমকে ধন্যবাদ জানাতে চাই যাxরা গত ৬ মাস ধরে এই প্রকল্পটি বাস্তবায়িত করার জন্য এবং সেলুলয়♕েডে জাদু তৈরি করার জন্য নিরলসভাবে কাজ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে, ২০২৫ সালের সবচেয়ে বড় বাংলা ছবির জন্য প্রস্তুত থাকুন, আর এটাই ২০২৫ সাল! রঘু ডাকাত শুটিং আজ থেকে শুরু হচ্ছে। আপনার আমাদের 🅠জন্য প্রার্থনা করুন।’
নিজের এই দীর্ঘ পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন 'রঘুডাকাত'-এর 🔯পোস্টার, যেটি কিনা ২০২১-এ ছবির ঘোষণা লগ্নে সামনে এসেছিল। সেখানে বলিষ্ঠ চেহারায় খড়গ হাতে ধরা দিয়েছিলেন দেব। অপরহাতে ছিল মশাল। তাঁর মাথাভর্তি ঝাঁকড়া চ💟ুল, মাথায় লাল ফেট্টি। খাটো ধুতির উপর চওড়া লাল কোমরর বন্ধনী। যদিও সেই পোস্টারে দেবের মুখ দেখা যায়নি।
এরপ🐻র ২০২৫-এর 'রঘুডাকাত'-এর পোস্টারে দেবকে দেখে চমকে উঠেছিলেন অনেকেই। তাঁর কপালে ছিল সিঁদুরের লাল তিলক। কম্বলে ঢাকা অর্ধেক মুখ নিষ্ঠুর দুই চোখ। এমননই এক ভয়ানক লুকে পুজোতে রঘুডাকাত হয়ে আসার খবর শুনিয়েছিলেন সুপারস্টার।
এদিকে 'রঘুডাকাত' হিসাবে নিজেকে তৈরি করতে বেশকিছুদিন আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিলেন সাংসদ, অভিনেতা। নিয়মিত ময়দানে গিয়ে ঘোড়ায় চড়া অনু💖শীলন করতে দেখা যায় তাঁকে। বাকি অন্যান্য প্রস্তুতিও নিয়েছেন। তবে সবটাই ক্রমশ প্রকাশ্য়…।