একটা সময় ছিল যখন নায়ক নায়িকা ছাড়া আর অন্য কোনও চরিত্রের তেমন গুরুত্ব থাকত না। পারিশ্রমিকের দিক থেকেও পিছিয়ে থাকতেন পার্শ্ব চরিত্রে অভিনয়কারী নায়ক🥀 নায়িকারা। তবে দিন বদলেছে, মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে। বর্তমানে সিনেমার গল্প এমন ভাবেই তৈরি করা হয় যাতে প্রত্যেক চরিত্র সমান গুরুত্ব পায🦂়। অর্থের দিক থেকেও এখন প্রায় নায়ক নায়িকাদের সমসাময়িক অর্থ পান অন্যান্যরা। আজ এমন একজন কমেডিয়ানের সঙ্গে আপনাদের আলাপ করবেন, যিনি অর্থের দিক থেকে এগিয়ে রয়েছেন রণবীর কাপুর বা রজনীকান্তের মতো প্রথম সারির তারকাদের থেকেও।
হিন্দি সিনেমার কমেডিয়ান বলতে প্রথমেই মাথায় আসে জনি লিভারের কথা। তবে বর্তমানে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের জনপ্রিয়তাও নেহাত কম নয়। রাজু শ্রীবাস্তব থেকে শুরু করে কপিল শর্মা, মানুষকে হাসিয়ে অর্থ উপার্জন করছেন অনেকেই। তবে🅰 এমন একজন তারকা রয়েছেন, যিনি শুধুমাত্র মানুষকে হাসিয়ে আজ কয়েকশো কোটি টাকার মালিক।
আরও পড়ুন: 'ওই একটি চরিত্রে তুমি...', দঙ্গল সিনেমায় আমিরে🦋র কোন ভুল চোখে পড়েছিল অমিতাভের?
আরও পড়ুন: 'বলিউড তাꦗরকারা কখনওই এই কাজ…', আল্লু অর্জুনের কোন ব্যবহার মুগ্ধ করেছিল গণেশ♎কে?
এখনও𒐪 যদি বুঝতে না পারেন, তাহলে চলুন পরিচয় করে নিন তাঁর সঙ্গে। টলিউডের (সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি) অন্যতম জনপ্রিয় অভিনেতা ব্রহ্মানন্দম হলেন সেই অভিনেতা, যিনি ভা﷽রতের সবথেকে ধনী কমেডিয়ান হিসাবে পরিচিত। এই প্রবীন তেলেগু অভিনেতার মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬০ মিলিয়ন ডলারের বেশি।
সম্প্রতি DNA এবং মানি কন্ট্রোলের তথ্য অনুযায়ী জানা গেছে, ১ হাজারের বেশি সিনেমায় অভিনয় করে বিশও্ব রেকর্ড গড়েছেন ব্রহ্মানন্দম। শুধু তাই নয়, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৬০ মিলিয়ন ডলারের বেশি যা ভারতীয় মুদ্রায় ৫০০ কোটি টাকার বেশি। এই অর্থে নিজেকে তিনি শুধুমাত্র ভারতীয় কমেডিয়ান নয়, পেছনে ফেলে দিয়েছেন রণবীর কাপুর (৩৫০ কোটি), প্রভাস (৩০০ কোটি), রজনীকান্ত (৪০০ কোটি) -এর মতো শ🥀ীর্ষস্থানীয় অভিনেতাদের।
আরও পড়ুন: নেই রক্তের সম্পর্ক, তাও তামান্না-বিজয়কে কেন ‘গডপ্ꦆযারেন্ট’ মনে করেন রাশা?
আরও পড়ুন: যৌন নিগ্রহ থেকে মৌখিক নির্যাতন, ইন্ডাস্ট্রির কোন অ🃏ন্ধকার দিক তুলে ধরলেন অবনীতಞ?
প্রসঙ্গত, আশির দশকে একজন থিয়েটার শিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন ব্রহ্মানন্দম। ১৯৮৫ সালে টেলিভিশনে এবং ১৯৮৭ সালে বড় পর্দায় অভিষেক হয়েছিল তাঁর। ৯০ এর দশকে প্রায় প্রত্যেক দ্বিতীয় সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছিল তা൩ঁকে। জনপ্রিয়তার নিরিখে নিজের পারিশ্রমিকও বাড়ান তিনি।
২০১২ সালে জীবিত অভিনেতাদের মধ꧋্যে সর্বাধিক স্ক্রিন ক্রেডিট পাওয়ার জন্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ওঠে তাঁর। এখনও পর্যন্ত সমানতালে অভিনয় চালিয়ে যাচ্ছেন তিনি। ব্রহ্মানন্দন এমন একটি নাম, যিনি কমেডি চরিত্রে অভিনয় করলেও নিজের অভিনয়ের মাধ্যমে সেই সিনেমাকে একটি অন্য মাত্রা দিতে পারেন।