কন্যাসন্তানের বাবা হলেন কেএল রাহুল। সোমবার রাত🏅 ৮ টা ২০ মিনিট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে রাহুলের স্ত্রী তথা বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি জানান, তাঁদের কন্যাসন্তান হয়েছে। সঙ্গে লেখা আছে, ‘২৪ মার্চ, ২০২৫।’ যে দিনটার মাধ্যমে মেয়ের জন্মতারিখ বোঝাতে চেয়েছেন আথিয়া। আর তারপরই শুভেচ্ছায় ভেসে গিয়েছেন তারকা দম্পতি। শুভেচ্ছা জানিয়েছেন কিয়ারা আডবানি, শানায়া কাপুর, অর্জুন কাপুর, টাইগার শ্রফ, ঋদ্ধিমা কাপুর, ভূমি পেডনেকরের মতো বলিউড তারকারা। তাছাড়াও ভারতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই, ওমানের ক্রিকেটার কাশ্যপ প্রজাপতিরা অভিনন্দন জানিয়েছেন তারকা দম্পতিকে।
২০১৯ সালে পরিচয়, ২০২৩ সালে বিয়ে রাহুল-আথিয়ার
এমনিতে রাহুল এবং আথিয়ার পথচলা শুরু হয়েছিল ২০১৯ সাল থেকে। ২০১৯ সালের জানুয়ারিতে এক বন্ধুর মাধ্যমে ভারতীয় দলের তারকা ক্রিকেটার এবং বলিউড অভিনেত্রীর আলাপ হয়েছিল। আর প্রথম থেকেই যেমন দুজনের মধ্যে একটা আলাদাই রসায়ন তৈরি ꦬহয়ে গিয়েছিল। তারপর ২০২৩ সালে সাতপাকে বাঁধা পরেন রাহুল এবং আথিয়া। মহারাষ্ট্রের খান্ডালায় আথিয়ার বাবা সুনীল শেট্টির ফার্ম হাউসে বিয়ের অনুষ্ঠান হয়েছিল। আমন্ত্রিত ছিলেন পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবরা।
আরও পড়ুন: বাবা প্রসেনজিতের হাত ধরে সিনেমায় নামছেন মিশুক? বি♌পরীতে কে না𒀰য়িকা, পরিচালকই বা কে?
আর ত💮ারপর ২০২৪ সালের নভেম্বরে ইনস্টাগ্রামে রাহুল এবং আথিয়া জানান যে ২০২৫ সালে তাঁদের পরিবারে নয়া সদস্য আসতে চলেছে। বাবা-মা হতে চলেছেন। নির্দিষ্টভাবে কিছু না জানালেও সপ্তাহখানেক আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে আইপিএলের শুরুতে রাহুলদের পরিবারে নয়া সদস্য আসতে চলেছে। রাহুলের আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপি༒টালসের অন্যতম সদস্য মিচেল স্টার্কের স্ত্রী তথা অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন।
আরও পড়ুন: Rubel-Sweta: আগে ফোনই ছিল ভরসা, এখন লাঞ্চ ব্রেকেই…! বিয়ের পর কীভ꧙াবে রোম্যান্স চলছে রুবেল-শ্বেতার
আইপিএলের প্রথম ম্যাচে নেই রাহুল, লখনউয়ের বড় স্কোর
তবে সোমবার আইপিএলে দিল্লির প্রথম ম্যাচের দলে রাহুল না থাকার পরই স্পষ্ট হয়ে গিয়েছিল যে আজই সম্𒁏ভবত সুখবর আসতে✤ চলেছে। আর আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দিল্লির ম্যাচের মধ্যেই কন্যাসন্তান আগমনের খবর দেন আথিয়া। যে ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ২০৯ রান তুলেছে লখনউ। একটা সময় মনে হয়েছিল যে অনায়াসে ২৫০ রান তুলে ফেলবেন নিকোলাস পুরানরা।
যে ওয়েস্ট ইন্ডিজের তারকা পুরান সোমবার ৩০ বলে ৭৫ রান করেন। মারেন ছ'টি চার এবং সাতটি ছক্কা। মিচেল মার্শ আবার ৩৬ বলে ৭২ রান করেন। ছ'টি চার এবং ছ'টি ছক্কা হাঁকান। তাঁদের জুটিত꧑ে ৪২ বলে ৮৭ রান ওঠে। আর দিল্লির হয়ে চার উইকেটে ৪২ রানে তিন উইকেট নেন মিচেল স্টার্ক। দুটি উইকেট নেন কুলদীপ যাদব। চার ওভারে ২০ রান করেন। এ🌞কটি করে উইকেট নেন বিপরাজ নিগম এবং মুকেশ কুমার।