হাইরিস্ক ꧙প্রেগন্যান্সির কারণে খুব ভয়েভয়েই কেটেছিল প্রেগন্যান্সির জার্নি। তবে এবার, সদ্যোজাত ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন নিম ফুলের মধু-র মৌমিতা থুরি মানসী সেনগুপ্ত। আর হাসপাতাল থেকে বাড়িতে ♊ফিরতেই, একরত্তিরছবি শেয়ার করে নিলেন অভিনেত্রীর বোন।
মানসীর বোন সায়নীএকটি ছবি শেয়ার করে লিখলেন, ‘ওয়েলকামඣ বাচ্চা’। সঙ্গে অনেকগুলো রেড হার্ট ও ইভিল আই ইমোজি। আর ছবিতে দেখা গেল, নরম বিছানায় শুয়ে আছে রাজপুত্র! গায়ে জড়ানো কম্বল। ধরে আছে মাসির একটা আঙুল। যদিও সেই পোস্টে খুদের মুখ দেখা যায়নি।
এরইমধ্যে অভিনেত্রী আভাস দিয়েছেন ছেলের নাম রাখবেন A দিয়ে। এমনকী, সোশ্যাল মিডিয়ায় সকলের কাছে ‘এ’ অ্যালফাবেট দিয়ে ছেলেদের ༺ভালো ভালো নামের সাজেশনও চেয়েছেন। এর আগে মানসীর একটি মেয়ে রয়েছে। যার ডাক নাম তুহু। যদিও তুহুর ꦕইচ্ছে ছিল একটা ছোট্ট বোনুর, তবে ভাই পেয়েও সে খুব খুশি। খেলার সঙ্গী হল যে। এমনকী ভাইকে সে ‘তুতু’ বলে ডাকবে বলেও জানিয়েছে।
এর আগেও মানসীর সহকর্মী তনুশ𝄹্রীর পোস্ট থেকে সদ্যোজাত ছেলের তোয়ালে মোড়ানো অবয়ব দেখা যায়। অনুশ্রী নানা রকমের ইমোজি দিয়ে খুদের মুখ ঢেকে দিয়েছিলেন। তবে এই ভিডিয়োতে মানসীর সদ্যজাতর ঝলক ছাড়াও, আর যে চমকটি ছিল, তা হল মানসীর স্বামী। সমস্ত কটাক্ষকারীদের নাকে ঝামা ঘোষে, ডেলিভারি রুমের বাইরে চিন্তিত মুখে অপ🌠েক্ষা করতে দেখা গিয়েছিল তাঁকে।
অভিনেত্রী ২য় সন্তান আসার খবর দেওয়ার পর থেকেই, সোশ্যাল মিডিয়া ভরে যায় বিতর্কে। সকলের একটাই প্রশ্ন, কেন কখনো মাসীর স্বামীকে দেখা যায় না। এরপর বেশ বিরক্ত হয়েই মুখ খোলেন অভিনেত্রী। জানান, জানান, তাঁর স্বামী প্রচারবিমুখ। এই কারণেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে দেখা যায় না। ত🦩বে যেভাবে স্বামীর সঙ্গে অভিনেত্রীর সমস্যা কথা ছড়িয়ে পড়েছে, তাতে মানসীর আশঙ্কা, ‘ পরে আমার সন্তানের পিতৃত্ব নিয়ে না প্রশ্ন তৈরি হয়!’
আসলে কিছু বছর আগেও ইন্ডাস্ট্রির মধ🐠্যে রটেছিল মানসী আর তাঁর স্বামীর বিচ্ছেদের খবর෴। এমনকী, তাঁর আভাস দিয়েছিলেন তিনি নিজেই দিদি নম্বর ১ শো-তে এসে। তখন আসলে কাজের জন্য মানসী ছিলেন মুম্বইতে। আর বর কলকাতায়। ফলত, দুজনে দুপ্রান্তে থাকায় এসেছিল দূরত্ব। ‘স্বামীর প্রতি টান অনুভব করি না’ও বলেছিলেন। পরে মানসী জানান, মেয়ের মুখের দিকে তাকিয়েই সবটা ঠিক করে নেন তাঁরা। আর তারপরই নেন দ্বিতীয় সন্তানের সিদ্ধান্ত।